নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু করতে পারিনি।

আসিফ মাহবুব

নিজের সম্পর্কে বলার এখনো কিছু হয়নি

আসিফ মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এভাইকি অসহায়রা মাইর খাবে?দরকার দৃষ্টিভঙ্গীর পরিবর্তন।

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৩৪

আজ বিকালে বাজারে গেলাম।বাজার করতেছিলাম, হঠাৎ শুনলাম চিল্লাপাল্লা। তাকাতেই দেখি এক রিক্সাওয়ালকে একজন মারছে।কিছুক্ষণেরর মধ্যে যুক্ত আরো কয়েকজন।কেউবা থাপ্পড় কেউবা গালি দিয়ে যাচ্ছে।কাছে গিয়ে জানতে চাইলাম কি হলো ভাই।একজন বলল এক্সিডেন্ট করছে।আমি বললাম কই কাউকেতো আহত দেখছিনা।কে এক্সিডেন্ট হলো?লোকটি বললো আমি জানি না।তাহলে আপনি তাকে মারছেন কেন?কোন কথা নাই মাথা নিচু করে স্থান ত্যাগ করলো।অবশেষে মাইর থামলেও এখন চলছে মুখের একশন।এবার আসল ঘটনাটা জানতে পারলাম।রাস্তায় জ্যাম থাকার কারনে রিক্সা ঘুরাতে গিয়ে একজনের গায়ে একটু লেগে জায়।এই জন্য তাকে এতো মাইর দেওয়া হইছে।যাহারা ঘটনাটা দেখে নি তারাও মাইর দিতে কার্পন্য করে নি।আসলে আমারা হুজুগে বাঙালিরর না যেনে না বুজে গিয়ে তাকে মারা শুরু করলাম।একবারো কি মনে পরে না সেওতো মানুষ।তারা আমাদের বিপদের বন্ধু।যেখানে তাকে বাচানোর কথা সেখানে উল্টা তাকে মাইর দিয়ে দিলাম।দরকার আমাদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন।গরিব, অসহায়দের অসহায় হিসাবে না দেখে মানুষ হিসেবে দেখ।সবাই কে ভালোবাসতে শিখ।তাহলে এই সুন্দর পৃথিবীতে শান্তি বিরাজ করা সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.