নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক মূহুর্তের অনুভূতি.......এক মূহুর্তের অনুভূতি.......

মূহুর্ত

আজও কিছু সুন্দর মূহুর্তের খোঁজে.......

মূহুর্ত › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রেলিয়ায় M.Sc./MBA করবার চাই। Expert রা্হেন পিলিজ্‌...:((:((:((

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

আমার B.Sc. প্রায় শেষের পথে :-B :-B :-B :-B । অস্ট্রেলিয়ায় গিয়ে M.Sc./MBA করার ইচ্ছা আছে। অনেকেই অনেক ভাবে উপকৃত হয়েছে এই ব্লগের মাধ্যমে। তেমনি এই অধমটার দিকে যদি কেউ সাহায্যের হাত-পা সব বাড়াইয়া দিতেন ,তাইলে চির কৃতঞ্জ থাকতাম। :) :) :) :) :)

ব্লগের নতুন বাসিন্দা।ভুল এুটি মার্জনীয়। #:-S #:-S #:-S

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১

আমি ব্লগার হইছি! বলেছেন: স্বাগতম! আশাকরি এই বিষয়ে যারা অভিগ্গ তারা আপনাকে সুপরামর্শ দিয়ে সহায়তা করবেন। অষ্ট্রেলিয়ায় যেয়ে আবার ব্লগের কথা ভুলে যেয়েন না যেন।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

মূহুর্ত বলেছেন: না ভুলব না

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

কালীদাস বলেছেন: আপনার এখনকার মেজর কি? রেজাল্ট কেমন? কোন জব সেক্টরে ঢোকার ইচ্ছা আছে কিনা? স্পেসিফিকালি বললে কিছু ইনফরমেশন হয়ত দিতে পারতাম :|

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

মূহুর্ত বলেছেন: 1.আমি Computer Science & Engineering এর ছাএ।
2.CGPA 3 এর নিচে। রেজাল্ট খারাপ তবে Web Programming মনে হয় ভালো-ই পারি।
3.হ্যা, জব সেক্টরে ঢোকার ইচ্ছা আছে।
ভাইজান,প্লিজ.....হেল্প করেন । B:-) B:-) B:-)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: " অস্ট্রেলিয়ায় গিয়ে M.Sc./MBA করার ইচ্ছা আছে" বাপের টাকা থাকলে যান করেন, মিনিমাম ১২-১৮ হাজার ডলার/সেমিস্টার আর খাওন খরচ নিয়া যায়েন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

মূহুর্ত বলেছেন: ওখানে গিয়ে কি কাজ করে কিছু করা যাবেনা?

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কাজটা আপনাকে দেবে কে যেতে যেতেই? MSc তে সপ্তাহে দুইদিন ক্লাস থাকতে পারে, ডিপেন্ডস। কাজের অনুমতি থাকলে ভিসাতে আনলিমিটেড কাজ করতে পারবেন। কাজ করলে পড়বেন কখন, আর অ্যাসাইনমেন্টই বানাবেন কখন, এতো আর দেশী ইউনির মত কপি পেস্ট করা ব্যাপার না, ধরা পড়লে জিরো, আরও কঠিন হতে পারে। আর ধরা পড়বেনই, ১০০-১৫০ হাজার ডলার দামের সফটওয়ার ইউজ করে।
ঘন্টা প্রতি ১০-১২ ডলার পাবেন, সন্ধ্যা ৬টা-থেকে ১২টা, ১২০ডলার, মাসে ১৫-১৮০০, থাকা খাওয়া (৮০০ আর ৫০০=১৩০০ডলার) খরচ চলবে, তবে মাসের পর মাস এই কাজ করতে পরবেন তার গ্যারান্টি কই?
টুইশান ফী দিতেই জান বেরোয় যাবে।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

কালীদাস বলেছেন: আপনার টার্গেট মাইগ্রেশন হলে ঠিক আছে, আদারওয়াইজ ঠিক এই মুহুর্তে হায়ার স্টাডিসের জন্য অস্ট্রেলিয়া খুব সুবিধার জায়গা না। পয়লা কারণ হল আন্ডারগ্রাড লেভেলের পড়াশোনা আর এমএস লেভেলের পড়াশোনার মধ্যে তফাত আকাশ পাতাল, আন্ডারগ্রাডে কাজ করে পড়াশোনা চালানো হয়ত সম্ভব, সেটা এমএসে কোনভাবেই সম্ভব না, বেশিরভাগ কোর্সই রিসার্চবেসড যে কারণে ফান্ডিংসহ যারা যায় তারাও পড়ার টাইম নিয়ে দিশা পায়না। অড জব করে সেটার কারণে গ্রেড খারাপ হলে ভার্সিটি সোজা বিদায় জানিয়ে দেয়।


২০০৫/০৬ পর্যন্ত অসএইডের স্কলারশিপ প্রায় সব ফিল্ডের জন্য ছিল বাংলাদেশে। এই মুহুর্তে সেটা বাংলাদেশের জন্য খুবই ট্রাংকেটেড, মাত্র তিনটা সেক্টরের জবহোল্ডাররা পায় বাংলাদেশে (সরকারি, আইসিডিডিআরবি আর ব্রাক) এবং কোনটার জন্যই ইন্জিনিয়ারিং বা এমবিএ রিলেটেড ফিল্ডে স্কলারশিপ নেই। সায়েন্সের মধ্যে কেবল মাত্র বায়োস্ট্যাটিসটিক্স আর ডেমোগ্রাফিতে দেয়া হয়। আইপিআরএস স্কলারশিপ খুবই লিমিটেড, পাওয়া মুটামুটি লটারি পাওয়ার মত।


একমাত্র ভরসা প্রফেসরদের পারসোনাল ফান্ডিং সোর্স, সেটাও খুব কম প্রফেসরই দেয় এবং সেটা এই মুহুর্তে বাংলাদেশিদের জন্য খুবই কম। গত একবছরে বেশ কয়েকজন অসি প্রফেসরের সাথে কাজ করেছি, সবাই স্বীকার করেছেন জিনিষটা এবং কারণ হিসেবে বলেছেন অসি গভর্নমেন্টের মেইন ফান্ডিং এমফাসাইজ এখন শ্রীলংকা আর ইন্দোনেশিয়ার জন্য, যেটা আশি/নব্বইয়ে প্রায় পুরোটাই ছিল বাংলাদেশের জন্য। আপনার কারেন্ট স্টেটে আপনার সেই ফান্ডিং পাওয়াটা বেশ সমস্যা হবে।


আমার পারসোনাল সাজেশন থাকবে, গ্রেডিংটা দেখেন কোনভাবে তোলা যায় কিনা আর কোন পাবলিকেশন করা যায় কিনা (রিসার্চ)। সেক্ষেত্রে হয়ত প্রফেসরদের পারসোনাল ফান্ডিং আশা করতে পারেন!! তবে, আবার বলছি পাবার লাইকলিহুড নেই বললেই চলে!!!


কোন প্রশ্ন থাকলে কাইন্ডি জানাবেন।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

মূহুর্ত বলেছেন: কিছু টাকা পয়সা নিয়ে যাবো। বাকীটা জব করে কি ম্যানেজ করা যাবে? :(
আমার মূলত মাইগ্রেশনই টার্গেট। বাবা-মা এর ও এমন-ই ইচ্ছা।

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কালীদাস ভাইয়ের কমেন্ট থেকে জানলাম অনেক কিছু।

৭| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

আহসানের ব্লগ বলেছেন: শুভেচছা রইলো। :)

৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২২

খেলাঘর বলেছেন:

অস্ট্রেলিয়া কোন দিকে?

৯| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১০| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৬

যোগী বলেছেন:
আপনার চেহারা ছবিতো মাসাল্লা সিজিপিএ টা একটু খারাপ। লেগে থাকেন পারবেন ইনশাআল্লাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.