নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

সকল পোস্টঃ

মেয়ে

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৭



শোন দাঁড়িয়ে মেয়ে-
দ্যাখ পেছনে চেয়ে।
কে আসে পিছু?
ফেলে সবকিছু?

না এলে কেউ-
কেন গুনিস ঢেউ?
আর যদি আসে-
শুয়ে পড় ঘাসে

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য৩ টি রেটিং+০

Morning Truth

০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২



I don\'t want your love-
For only one night.
I would rather lay beside you-
And hold you tight.

For you, I would count-
All the blooming stars.
Looking at your sleepy eyes-
I will kiss your...

মন্তব্য২ টি রেটিং+১

ফ্যাকাসে কবিতা

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯



আমার একটা ভালোবাসার মানুষ ছিল।
হারিয়ে গেছে।
আমার একটা চমৎকার গল্প ছিল।
ফুরিয়ে গেছে।
আরও ছিল একটা লাল রঙের ফতুয়া।
কঠোর জীবনের কঠিন আলিঙ্গনে-
তার রং আজ ফ্যাকাসে।

হারিয়ে যাওয়া ভালোবাসার দাবী নয়-
ফুরিয়ে যাওয়া গল্পের অন্তরা নয়-
রং...

মন্তব্য৩ টি রেটিং+১

সান্ধ্য কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭


কাঁদছিস আজ?
কপালে ভাঁজ?
জোনাকির আলো-
লাগছে ভালো?

দেখিয়াছি এই ক্ষণে-
ভাবিতেছি আনমনে।
যতখানি বাসি ভালো-
ততখানি প্রেম ঢালো।


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য২ টি রেটিং+০

রাত্রি-কথন

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩


রাতগুলো এখনো কথা বলে-
তারাদের সাথে ফিসফিস করে।
তাই শুনে চাঁদটা পূর্ণিমা হাতে
ছুটে আসে হিংসায় ঝলসে গিয়ে।

সেঁজেগুজে আসা তারাগুলো
মুখ লুকায় পূর্ণিমার তীব্র আঘাতে।
রাতটাও পালিয়ে যায় ঝলসানো
চাঁদটার আলোদের জায়গা ছেড়ে


বিঃদ্রঃ- ছবিটি google থেকে...

মন্তব্য২ টি রেটিং+১

দোকান

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩


আসুন বন্ধুগণ আমার এই পুরোনো-
আর জীর্ন অনুভূতির দোকানে।
প্রেমিকার প্রথম সম্মতিতে যে পুলক-
আপনি পেয়েছিলেন, তার বদলে
ওই কোণায় রাখা নীল রঙের-
বেদনাগুলো আপনি নিতে পারেন।
সাজিয়ে রাখবেন হৃদয়ের তাকে।

বেদনাগুলোর মালিক ছিলেন একজন পিতা।
যে...

মন্তব্য৩ টি রেটিং+২

আস্তর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪



চোখ বেঁধে রাতের গায়ে-
ছড়াই এলোমেলো রং।
রঙিন কাঁচের ভেতর দেখি-
তোমার বাঁকা ঠোঁটের ঢং।

আমার রং আর তোমার ঢং-
মিলেমিশে জীবনের আচ্ছাদন।
আমি উন্মুক্ত হই আর তুমি-
টেনে নাও তোমার প্রাবরণ।


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য২ টি রেটিং+০

ত্যাগ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬



আমি কাঁদি তোর জন্য-
আমার চোখ ভেজে না।
তুই ছাড়া আমি শুন্য-
হৃদয় তবুও কাঁদেনা।

আমায় ঘিরে রিক্ত বিভাবরী-
জোনাকিরা আলো জ্বালেনা।
কৃষ্ণ বর্ণের ফুটো এক তরী-
দিশেহারা মনটা তবু ভোলেনা

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য২ টি রেটিং+১

শিক্ষা

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪


ভালোবাসা কাঁদিয়েছে অনেক-
তাই আমি ভালবাসিনা।
তোর ভাবনা ভুগিয়েছে অনেক-
তাই আর তোকে ভাবিনা

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য৩ টি রেটিং+১

চাহিদা

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫


একেবারে শেষ বিকেলে আমি পৌঁছালাম পাহাড়ের চুড়ায়। এখান থেকে দূরে আরো কিছু পাহাড় দেখা যায়। শেষ বিকেলের ম্লান সূর্যালোকে কুঁচকে যাওয়া চোখে গাছপালা, পাথর আর মাটি আলাদা করা যায়না।...

মন্তব্য১ টি রেটিং+০

হারানো কবিতা

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮


পথ আমি হারিয়েছি আগেই
তাই পথভ্রষ্ট হবার ভয় আমার নেই।
আমি হেঁটে বেড়াই এলোমেলো
পেছনের পদচিহ্ন না মুছেই আমি
নতুন পদচিহ্নের জন্ম দেই।

একদিন আকাশে চাঁদ ছিল
তাই রাত হারিয়েছিল তার কালিমা।
ফুলের গন্ধে এখনো ঘুম...

মন্তব্য৭ টি রেটিং+২

ঢং

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২



বালক শুধাইল
আকাশ দেখিতে চাও?
বালিকা কহিল
যদি দেখাইয়া দাও!

বালিকা শুধাইল
কত খানি ভালোবাস?
বালক কহিল
আরেকটু কাছে আস!

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য৫ টি রেটিং+০

কালো কবিতা

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪২


আজ তবে আঁধারের গল্পই হোক-
নৈঃশব্দে ডুবে থাকা রাতগুলো-
নোনা জলেই ভেসে যাক।
আরো একবার চোখ ফেরানো যাক-
ফেলে আসা শুকনো পদচিহ্নের দিকে।

প্রাগৈতিহাসিক কোনো প্রাণী নয়।
মেঘমালার ভাঁজে আমি খুঁজে পাই-
আমার নিজের ক্লান্ত মুখচ্ছবি।
আমি...

মন্তব্য৩ টি রেটিং+২

ডাক

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯



বুক পেতে ডাকছি তোকে
একবার ফিরে চা-
জোসনা হয়ে নাইবা ঝরিস
গন্ধ নিয়ে যা।

চোখের জলে সাগর নয়-
জীবন আবার সৃষ্টি হয়।
বৃষ্টির জলে কৃষ্টি ভাসে-
চাতক কাঁদে চৈত্র মাসে।


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য১ টি রেটিং+০

দূরের কবিতা

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮



অনেক দূরে মেঘের ধারে-
বৃষ্টি আসে বারে বারে।
বৃষ্টি পড়ে সবুজ ঘাসে-
যেখানে তারা ভালবাসে।

কলিগুলো গোলাপ হয়-
কাঁটাগুলোর মনে ভয়।
ভয় জাগে আজ পাতার বুকেও-
বুক কাঁপে তাই ভীষণ সুখেও

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য৫ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.