![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে নাগরদোলায় উঠে যে শিশুটি বিশ্বজয় করা হাঁসি হাসবে, তাকে দেখতে কতটা ভাল লাগবে চিন্তা করে দেখুন
যে মেয়েটা সারা বছর শাড়ি পরে না, সেও শাড়ি পরবে। বার বার শাড়ি ঠিক করতে করতে, শাড়ি পড়ে হাটতে হিমসিম খাবে। তাকেও কি খারাপ লাগবে?
যে বাবা তার বাচ্চাকে কাধে করে শোভাযাত্রায় অংশ নিবে তার কি কখনো কষ্ট অনুভূত হবে?
বন্ধুরা মিলে অকারনেই লাফালাফি ছোটাছুটি করবে তাদের কি মানা করার সাধ্য আপনার আছে?
যে মানুষটা সারা বছর পান্তা খায় সে অন্তত কাল পোলাউ মাংস খাওয়ার চেষ্টা করবে।
অনেকে আবার শখের দুগাল পান্তা খাবে। ( ইলিশ দিয়ে পান্তা খাওয়া কোন মাথা মোটা যে শেখাল কে জানে?)
কাল একটা সুন্দর দিন কাটুক সবার। কাল সারাদিন প্রাণখোলা হাঁসি হাসুক বাংলাদেশ। যত দুঃখ কষ্ট সব বৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে যাক।
নববর্ষের আগাম শুভেচ্ছা,
“শুভ নববর্ষ "
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৫
জাহিদ হাসান বলেছেন: শুভ নববর্ষ