![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।
তুলনা
পৃথিবীর অন্যতম দামী বস্তু , বোধহয় আমাদের বেঁচে থাকার অন্যতম পাথেয় ।আমরা কখনোই জানি না , আমরা কি চাই , কি করতে চাই যতক্ষণ পর্যন্ত না আমরা অন্যের সাথে নিজের তুলনা করতে না পারছি । যেমন কোন গাড়ি কিনব , কিন্তু জানি না আমরা কি গাড়ি কিনব যতক্ষণ পর্যন্ত না দেখছি পাশের বাড়ির প্রতিবেশি ফোর্ডের অমুক মডেল কিনেছে বা রেনাল্টের অমুক মডেলটি বছরের সেরা গাড়ি হিসেবে নির্বাচিত হয়েছে । তখন আমরা বুঝতে পারি আমার হয় রেনাল্ট কেনা উচিত অথবা ফোর্ড ।
আমাদের এই তুলনার প্রবণতা টোপ হিসেবে ব্যবহার করে , ব্যবসায়ীরা তাদের বিজনেস পলিসি তৈরি করে । উদাহরণ হিসেবে দেখালে একটি জনপ্রিয় পত্রিকা একবার বিজ্ঞাপন দেয় এমন ভাবে :
আমাদের অনলাইন এক বছর সাবস্ক্রিপশন ফি : ৫০০ টাকা ।
আমাদের হার্ডকপি এক বছর সাবস্ক্রিপশন ফি : ১০০০ টাকা
আমাদের অনলাইন + হার্ডকপি এক বছর সাবস্ক্রিপশন ফি : ১০০০ টাকা ।
জরিপটি দেখায় যে , উপরোক্ত বিজ্ঞাপনের ফলে ১০০ জনের মধ্যে মাত্র ২০ জন শুধু অনলাইন প্যাকেজটি নেয় , আর বাকি ৮০ জনই অনলাইন+ হার্ডকপি প্যাকেজটি নেয় । একজনও শুধু হার্ডকপি প্যাকেজ নেয় নি , তবে ঐ প্যাকেজ অফার করার কারণ কি ??
স্রেফ অর স্রেফ তুলনার টোপ।
পত্রিকাটির পরিচালকরা চেয়েছিলই যে বেশিরভাগ লোক বেশি দামের প্যাকেজটি নিক , তাই তারা এমন একটি বিজ্ঞাপন দিল যাতে লোকজন তুলনা করে বুঝে যে অনলাইন+ হার্ডকপির প্যাকেজটি বেশি ভাল ।
উপরোক্ত বিজ্ঞাপন অনুযায়ী নিঃসন্দেহে ১০০০ টাকায় শুধু হার্ডকপি কেনার চেয়ে , ১০০০ টাকায় অনলাইন+ হার্ডকপির প্যাকেজ অনেক বেশি ভাল।।
জরিপকারীরা আরেকদল ইউজারের উপর জরিপটি চালায় এবার , শুধু অনলাইন প্যাকেজের অফার হাইড করে । এবার একটি পরিবর্তনীয় ফলাফল দেখা যায় , এবার ১০০ জনের মধ্যে প্রায় ৬৪ জন শুধু অনলাইন সংস্করণের প্যাকেজটি নেয় , আর বাকি ৩৬ জন নেয় অনলাইন+হার্ডকপির সংস্করণ । এবারের ফলাফল পরিবর্তন হয়ে গিয়েছিল ঐ তুলনার টোপ না থাকার কারণে।
আমরা যদি ভিজুয়াল তুলনার বিষয় দেখি , তাহলে নিচের চিত্রটি লক্ষ করুন । কোন বৃত্তটি বেশি বড় ? বাম পাশেরটি / ডান পাশেরটি ?
নিঃসন্দেহে বাম পাশেরটি ।
মজার বিষয় হল দুইটি বৃত্তই সমান , তবে এমন কেন হচ্ছে ? ঐ আমাদের তুলনার প্রবণতা , বামপাশের ক্ষেত্রে যখন আমরা ছোট বৃত্তগুলোর সাথে তুলনা করছি তখন এটি দেখতে বড়ই লাগছে কিন্তু একই বৃত্ত যখন এর চেয়ে বড়বৃত্তগুলোর সাথে তুলনা করছি তখন আবার এটি ছোট মনে হচ্ছে !
এই পারস্পরিক তুলনা আমাদের বেঁচে থাকা শেখায় , এক ছাত্রকে আরেক ছাত্রের তুলনায় ভাল রেজাল্ট করতে অনুপ্রেরণা যোগায় । একই কারণে আমরা সবসময় তুলনা করতেই থাকি , ভালবাসাকে ভালবাসার সাথে , আমাদের চাকরিকে প্রতিবেশির চাকরির সাথে , আমার বর্তমান অবস্থাকে বন্ধুর অবস্থার সাথে । শুধু পদার্থর তুলনা নয় , এই তুলনা কাজ করে আমাদের আবেগের ক্ষেত্রেও । কিন্তু এই তুলনা কি সবসময় আমাদের সঠিক পথেই রাখে ?
আমরা দুজন গবেষক Amos Tversky এবং Daniel Kahneman এর গবেষণা একটু দেখি । ধরুন আপনার অফিস থেকে আপনাকে দুইটি জিনিস কেনার জন্য টাকা দেওয়া হল , একটি কলম অন্যটি আপনার জন্য স্যুট । আপনার অফিসের পাশেই আপনি একটি দামী কলম পেলেন ১৩০ টাকার,কেনার সময় খোঁজ পেলেন অফিস থেকে পাঁচ মিনিট হাটার দূরত্বে আরেকটি কলম পাওয়া যায় ১০০ টাকায় , তাহলে আপনি কোনটি নিবেন , নিশ্চিতভাবেই কমদামী টি । আবার স্যুটের বেলায় অফিসের পাশের দোকানে স্যুট পাচ্ছেন ৪৫৩০ টাকায় , কিন্তু অফিস থেকে পাঁচ মিনিট হাটার দূরত্বে আরেকটি স্যুট পাওয়া যায় ৪৫০০ টাকায় । এইক্ষেত্রে কি আপনি ৩০ টাকা বাঁচানোর জন্য ঐদোকানে যাবেন? নিশ্চয় নয়।
কেন ? উপরের হিসাবমতে তো ৫ মিনিট সময়ে মূল্য ৩০ টাকা তাই না? তাহলে আপনি কেন কলমের জন্য ঐ দূরত্ব হাটবেন কিন্তু স্যুটের জন্য আবার ৩০ টাকা এক্সট্রা খরচ করবেন??
এটাই তুলনাতত্বের প্রবলেম । আমরা আপেক্ষিকভাবে আমাদের সিদ্ধান্তগুলো নেই এবং সেগুলো বিকল্প ধারায় তুলনা করি ।
আমরা কম দামী কলমের সাথে দামীটার তুলনা করি আর সহজেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে, কিছুটা সময় নষ্ট করে হলেও আমাদের ৩০ টা টাকা বাঁচানো উচিত। স্যুট কেনার ক্ষেত্রে, ৩০ টাকা বাঁচিয়ে খুব লাভ হয় না। তাই তখন আর এক্সট্রা ৩০ টাকা খরচ করতে আমাদের গায়ে লাগে না।
এই কারণেই আমরা বাঙালীরা সারাবছর বাসের কনডাক্টরের সাথে ২টাকার জন্য ঝগড়া করি কিন্তু রেস্টুরেন্টে ৫০০ টাকা খেলেও ২০ টাকা ওয়েটারকে টিপস দিয়ে আসি । কারণ বাসের আপেক্ষিক সুবিধা বিবেচনায় তখন দুই টাকা বাঁচানোই অনেক কিছু , যেখানে রেস্টুরেন্টের বিবেচনায় ২০ টাকা টিপস দেওয়া যেতেই পারে !
মাঝে মাঝে কি তুলনা আমাদের লক্ষ থেকে আমাদের বিচ্যুত করে দেয় না??
হার্ভার্ড থেকে এক ডাক্তার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিল এই আশায় যে , একদিন সে ক্যান্সারের ঔষধ আবিষ্কারের জন্য নোবেল পাবে , কিন্তু কয়েক বছর পরেই উনি আবিষ্কার করলেন যে , উনার সমসাময়িক বন্ধুরা ওয়াল-স্ট্রিটের বিভিন্ন কোম্পানিতে কাজ করে উনার চেয়ে কয়েকগুণ বেশি কামাচ্ছে । সুতরাং উনি কি করলেন ! ঐ পথেই গেলেন এবং ১০ বছর পর উনার বন্ধুদের রিইউনিয়ন যখন হল তখন উনার হাতে বিয়ারের বোতল নিয়ে উনি এনজয় করছেন, উনার স্যালারি উনার বন্ধুদের ১০ গুণ কিন্তু যে নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল , সেটা আর পাওয়া হলো না স্রেফ অন্যদের সাথে তুলনায় নিজেকে গরীব মনে হওয়ায় !!
এর থেকে পরিত্রাণের উপায় কি ? একটিই উপায় নিজের তুলনার পরিধি ছোট করে আনা । ধরুন আপনার বন্ধুমহলে একত্রিত হয়েছেন, একদল নিজেদের বেতন/বাড়ি/গাড়ি নিয়ে তুলনা করে আলোচনা শুরু করে দিয়েছে , তাদের কাছ থেকে আস্তে করে দূরে সরে আসুন । নিজের সাথে ম্যাচ করে এমন বন্ধুমহলের সাথে চলুন । অতি-উচ্চাশা ত্যাগ করুন।
যেমন আপনার ফোর্ড গাড়ির কেনার সামর্থ্য রয়েছে , আপনি সেটিই কিনুন , অযথা কেন ফেরারীর কথা ভেবে অশান্তিতে ভুগবেন??
নিজের পরিসীমার ভেতর চলুন হ্যাপি থাকুন !!
(চলবে)
dan ariely's Predictably Irrational হতে অনুদিত ও সংস্কারকৃত)
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট। কিন্তু এখন মাথায় ডুকছে না। আসলে কাল থেকে জ্বর। মাথাটা ভার হয়ে আছে।