নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে :: এবং পরিঃবন্টন সমস্যার সমাধান শুধু মাত্র সময়ের ব্যাপার!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মাত্র ৯ নয় মাসের যুদ্ধে এত বড় ক্ষতি বিশ্বে নজির বিহীন। আর ঐ বর্বর পাকিস্তানি জাতি আজও আমাদের কাছে ক্ষমা চায়নি। এবং পরিঃবন্টনের ব্যাপারেও আমাদের পাওনা পাকিস্তান আজও বুঝিয়ে দেয় নি।



কিন্তু আর কত দিন?আমাদের তরুনদের দেখে ওদের তরুনদেরও বিবেকে ঋণ পরিশোধের জ্বালা তিব্রতর হবেই। এ আমার চরম বিশ্বাস।



আমি আজও স্বপ্নে দেখি বাংলাদেশ তার সামরিক শক্তি নিয়ে পাকিস্তানকে আক্রমন করে আমাদের পাওনা আদায় করে ছাড়বে।



ঐ হারামী জাতটার আমাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আসুন আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে নামি। পাকিস্তানের পন্য বর্জন করি। পাকিস্তানের সাথে সকল খেলাধুলা সহ প্রকার সম্পর্ক ছিন্ন করি। বাংলাদেশ থেকে পাকিস্তানিদের ঘার ধরে বেড় করে দেই। আমাদের পরিবন্টনের হিসাব বুঝে না পাওয়া পর্যন্ত ওদের কোন প্রকার কুটনিতিক,রাষ্টদূত কিংবা কোনো প্রকার মিশন থাকতে পারবে না। এমনকি হামদর্দ নামক ওয়াক্‌ফ আয়ুর্বেদিক ঔষধ কোম্পানীও না। আসুন আমরা এই ইস্যুতে একমত হই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

চ।ন্দু বলেছেন: বাস্তব সম্মত চিন্তাভাবনা করেন। চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। যতদিন ক্ষমা না চাইবে ততদিন আমরা তাদেরকে বন্ধু ভাবতে পারিনে।-আমাদের এই বোধটাই যথেষ্ট বলে মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.