নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবিরকে বলছি- তোদের ইচ্ছে হলে আমাকে মার্ডার কর তবুও দাবি থেকে এক চুল পরিমান সরে আসবো না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

আমরা ঘাটের পয়সা খরচ করে নিজ ইচ্ছায় ব্লগ লেখি। আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন বিষয়ের পক্ষে বিপক্ষে কমেন্ট যুদ্ধ হয়। এই আমাদের বেঁচে থাকা। এই আমাদের আলিংঙ্গন। তারপরও আমরা একটি পরিবারের মত। আমরা সবাই ভাই বোন। আমরা যুক্তি তর্ক নিজ জ্ঞান কাজে লাগিয়ে ভালোটা বুঝতে শিখি। আমরা নিরিহ এ কথা আমাদের চরম কোন শত্রু যদি থেকে থাকে তারাও স্বীকার করে নিবে।

সেই রাজা সপ্তদশ লুইয়ের বিরুদ্ধে অভ্যুথ্যান ঘটেছিলো, আইউব খানের মত সামরিক ও আমলা শক্তিধর নেতাও অভুথ্যানের সামনে আত্মসমর্থনে বাধ্য হয়েছিলো। শাহবাগ প্রজন্ম চত্তরে আজ যা ঘটছে তা শুধু সময়ের দাবি। বিগত ৪২বছরের মধ্যে এমন কিছু দরকার ছিলো এবং আরও ৪২ বছর পরে হলেও এমনটা ঘটত। মানুষের মনের ক্ষোভ একাকার হয়ে গণবিষ্ফরনে রূপ নিলে তার পরিনতি হয় তা ইতিহাস ঘেটে দেখলে বুঝবি। তোরা কি বলতে পারিস এই গণজাগরনের মত শান্তিপূর্ণ জাগরণ পৃথিবী আর কবে দেখেছে?

ওরে রক্তের কাঙ্গাল তোরা আর কতো রক্ত ঝরাবি। আমার ভাইয়ের কি দোষ ছিলো বল? তিনি নিরিবিলি ব্লগ লিখতেন। বলতে পারিস তিনি কোন দলের সমর্থক? তোদের মত লোভি যক্ষের ফান্ড পেয়ে তো তিনি লিখতেন না তিনি তো তোদের মত রাস্তায় বেড়িয়ে কাউকে কোনদিন আঘাত করেনি।

তোদের গড ফাদাররা অনেক অপরাধ করেছেন। তারা এত এত পাপ করেছেন যে চেয়ে দেখ জাহান্নামের আগুনে জ্বলিয়েও সেই পাপের পরিত্রান হবে কিনা তাতে আমার সন্দেহ আছে। তোদের গড ফাদাররা মোফাজ্জেল হায়দার চৌধুরী, মনির চৌধুরীর মত মানুষদের মেরেছিলো আরও যে কতো জানা অজানা কতো মানুষ মেরেছে তার কোন সঠিক হিসাব কষা যাবে না। যে মনির চৌধুরী সাইকেলে চেপে বিশ্ববিদ্যালয়ে আসতেন আর সাইকেলের পিছনের ক্যারিয়ারে থাকতো একগাদা বই। যিনি মনির লে-আউটের প্রবর্তন করেছিলো। যার ধারাবাহিকতায় আজ আমাদের অভ্র এসেছে। তোরা হুমায়ূন আজাদ স্যারের মত একজন ভাষা বিজ্ঞাণীকে মেরেছিস। তোরা তো এই যুগের শিক্ষিত ছেলে হিসেবে নিজেদের দাবি করিস। তোদের গটফাদার কসাইদের মত তোরা কেনো কসাই হলি? তোরা কি মুক্ত চিন্তা করতে পারিস না? তোরা কার সন্তান?

যাই হোক, তোদের এত যখন ব্লগার মারার ইচ্ছে আয় আমাকে মেরে ফেল। দরকার হলে ১কোটি বার আমাকে মর্ডার কর। তবুও আমার নীরব সাধক ব্লগার ভাইদের মারিস না। তোরা কি মনে করছিস রক্ত ঝরিয়ে, খুন যখম করে আমাদের দমাতে পারবি বল। ক’জনকে দমাবি বল। পথে যখন শান্তিপূর্ণ ভাবে নেমেছি জীবনের হারানোর ভয় নিয়ে নামিনি। আমার লাল রক্ত যদি বাঙালী জাতীকে রাজাকার নামক টিউমার ফেলে দিয়ে কলঙ্কের বোঝা থেকে রক্ষা করতে পারে।

বিশ্বাস কর আমরা কেউ নেতা হবার জন্য ব্লগ লিখি না। আমরা ধন চাই না, প্রতিষ্ঠা চাই না, খ্যাতি চাই না, শহিদ পদবি চাই না। আমাদের শুধু একটাই চাওয়া শুধুমাত্র উচু, নিচু, মোল্লা, মোহাদ্দেছ, ধনী, গরিব না সবার বড় পরিচয় হোক আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্ত লাল। আমরা আমাদের ইতিহাসের ভিলেনদের ভুলিনি। আমার রক্তে যদি এই বাংঙালী জাতি রাজাকার, জামায়াত ইসলামী ও শিবির মুক্ত হয় তাহলে আমার সেই পাওয়া হবে বেহেস্তের থেকেও সুন্দর।

ক্ষুদিরাম, চে-গুয়েভারা, সক্রেটিস, নুর হোসেন ডা. মিলনরা কখনও মরে না। তারাই চিরঞ্জিব। তাদের শক্তি স্রষ্টার মত অবিনস্বর। তোরা যে জেহাদ জেহাদ করিস, তোরা যে কাফের কাফের করিস, আমার ভাই কি কাফের ছিলো? দেশপ্রেম কি ইমানের অঙ্গ না? কোরানে আছে হত্যার বদলে হত্যা আমার ভাই কাকে হত্যা করেছিলো জবাব দে?

আমি আমার ঠিকানা দিয়ে দিলামঃ আয় আমাকে তোরা মেরে ফেলিস তবুও আমার ভাইদের খুন করিস না। খুন করার আগে নিজাম উদ্দীন আউলিয়ার ১০১তম মার্ডারের প্রস্তুতির সময়ের কথা মনে করিস। তাহলে তোদের মত শিবিরগণও একদিন পাকিস্তান প্রেমি নয় নিজ দেশ প্রেমি হতে পারবি। আমি আমার ভাইয়ের স্মরনে আজ কালো ব্যাজ ধারণ করেছি। শাহ্‌বাগে অবস্থানকারী আমার ভাইদের নিকট আকুল আকুতি আপনারা ঘোষনা দিন সবাই একদিনের জন্য কালো ব্যাজ ধারণ করবে।

নজরুলের একটি লাইন মনে পরছে- “মৃত্যু ভয় মেরেছে তোদের মৃত্যু তোদের মারেনি ভাই।। তাই মরে সব ভুত হলি তোরা আলকের দূত হলিনে তাই”



মোঃ আসিফ-উদ-দৌলাহ্



ফোনঃ ০১১৯৯৩৮৮৭৭৪

ফেসবুকে আমি

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: জয় বাংলা !


ভালো লাগলো লেখাটা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বলেন ভাই আমাদের মত সাধারণ নিরিহ ব্লগারদের কি দোষ।

আমরা কার এমন বড় ক্ষতি করেছি।

দিন রাত জেগে থেকে স্বইচ্ছায় কার জন্য লিখি।

অনেক প্রস্তাব পেয়েছিলাম পেইড ব্লগার হবার জন্য কিন্তু নিজের বিবেকের সাথে কখনও বেঈমাণী করিনি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

সম্রাট০ বলেছেন: সাবাস বাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার ঠিকানা দিয়ে দিয়েছি। আমার রক্ত দিয়েও আমার অন্য ব্লগার ভাইদের যদি বাঁচানো যায় সেটাই হবে আমার চরম পাওয়া।

হাসরের ময়দানে দেখা যাবে ওদের কুকুরের মত চেহারা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

হাতীর ডিম বলেছেন: ''দরকার হলে ১কোটি বার আমাকে মর্ডার কর। তবুও আমার নীরব সাধক ব্লগার ভাইদের মারিস না। তোরা কি মনে করছিস রক্ত ঝরিয়ে, খুন যখম করে আমাদের দমাতে পারবি বল। ক’জনকে দমাবি বল। পথে যখন শান্তিপূর্ণ ভাবে নেমেছি জীবনের হারানোর ভয় নিয়ে নামিনি। আমার লাল রক্ত যদি বাঙালী জাতীকে রাজাকার নামক টিউমার ফেলে দিয়ে কলঙ্কের বোঝা থেকে রক্ষা করতে পারে।''


আমি আসি আপনার সাথে ভাই........... জয় বাংলা X( X( X(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমরা সবাই একসাথে। এ অবিচার মেনে নেয়া যায় না।

এক প্রজন্ম ভুল করেছে আজ তার মাশুল দিচ্ছি। আর এই প্রজন্ম যারা জামাত শিবির তাদের দমন করা না গেলে ভবিষ্যতে অনাগত কোনো প্রজন্ম নতুন করে কোন এক সময় তাদেরও প্রজন্ম চত্তর বানাতে হবে আজকের এই পাপের জন্য।

কি দোষ ব্লগারদের বলুন?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

বোকামন বলেছেন:

গর্জে ওঠো জনতা ।। পুনরায়! সেই ৭১এর মতো।

জয় বাংলা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ঠিক!!!

আমি, তুমি, সে, তারা, সবাই এভাবে জেগে উঠবেই!!!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

মেহেদী ফারূক সজীব বলেছেন: জয় বাংলা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: : জয় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.