নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

বিশেষ ঘোষনা :: ৬ দফা দাবি :: শুধু ব্লগার নয় সবার দাবি :: গণমানুষের দাবি:: মানতে হবে :: আমাদের দাবি কর্যকর না হওয়া পর্যন্ত থামব না!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

১। যুদ্ধ অপরারীদের ফাঁসি যত তারাতারি সম্ভব কার্যকর করতে হবে।



২। একাত্তরের জামাতের ভূমিকার জন্য জামাত শিবিরের বিচার করতেই হবে। যার মধ্য বর্তমান জামাত শিবিরের সক্রিয় সদস্যগণও অন্তর্ভুক্ত।



৩। জমাত ইসলামী বাংলাদেশ নামের দলটি সংবিধান পরিপন্থি হওয়ায় নিষিদ্ধ করতে হবে।



৪। জমাত ইসলামী বাংলাদেশ নামের দলটির আর্থিক প্রতিষ্ঠান এর সকল সম্পদ বায়েজাপ্ত করে ঐ অর্থ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।



৫। দিগন্ত টেলিভিশন,ইসলামিক টেলিভিশন,দৈনিক আমার দেশ, নয়া দীগন্ত দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক মদিনা, সবুজ কন্ঠ সহ জামাত পন্থী ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে এমন সব মিডিয়াকে চিরতরে বন্ধ করে দিতে হবে।



৬। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাদের আছে তাদের চিহ্নিত করতে হবে। এবং আসল মুক্তিযোদ্ধা যারা এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পান নি তাদের সার্টিফিকেট প্রদান পূর্বক বকেয়া টাকা সহ সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে।



এই ৬ দফা দাবি না আদায় পর্যন্ত আমরা শাহবাগের আন্দোলন চালিয়ে যাবো। এবং ঘরে ফিরবো না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আমার মন বলেছেন: একটা মিস হয়েছে মনে হয়,
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কার্যে জরিত যারা ছিল যে দলেই হোক না কেন। তাদের বিচারের আওতায় আ্নতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: মানবতা বিরোধীদের কোন দল নেই শুধু জামায়াত মুসলিম লীগ ব্যতিত। কারণ শুধুমাত্র তারাই ৭১ এ সরাসরি পাকিস্তানের পক্ষে নেমেছিলো।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ভাল মন্দ বলেছেন: Wait করেন এটা বাংলাদেশ ভাল কিছু সহজে হয় না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমরা যখন জেগেছি তখন ভালো না হয়ে যাবে কোথায়!!!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: 7| rajakarer sontander ke chakri theke borkhasto korte hobe jodi shahabage hajira nadai

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: রাজাকারের সন্তানরা যে রাজাকার হবে এমন কোনো কথা নেই।

বির্যের সম্পর্কের চেয়েও বড় আদর্শের সম্পর্ক। শিবির যেহেতু রাজাকারদের পক্ষে কাজ করছে সুতারং তারাও সমঘৃনিত

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
1 3 6 এর সাথে একমত

বাকি গুলো বাম পক্ষের দাবী -- তাদের জন্য মুড়ি ---

তিন নাম্বার সংবিধানের সাথে কিন্তু সাংঘষিক না- বলেন নৈতিক ভাবে কোন অধিকার নাই তাদের রাজনীতি করা !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: অধীকার আদায়ে ডান বাম নেই ।

আমরা সবাই সহযাত্রী

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

বাংলাদেশী দালাল বলেছেন: vhai 7 no. ???????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ৬ দফায় ৭নং থাকে কি করে?

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

চলতি নিয়ম বলেছেন: মানবতা বিরোধীদের কোন দল নেই, শুধু এই টুকুই ঠিক ছিলো।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

ফোকাস-০০৭ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.