নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেব নীরব কেনো !!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

ডক্টর ইউনুস আমাদের গর্ব। আজ এই গণ জাগরনে ইউনুসের ভুমিকা নীরব কেন?



এরকম একটি ইস্যুতে যে মানুষ ৭১ দেখেছে তার তো নীরব থাকার কথা নয়। এত এত মানুষ সংগতি প্রকাশ করে চলছেন, বিশ্ববাসী এত শান্তিপুর্ণ গণজাগরণ কোনদিন দেখেছে কিনা জানা নেই। আজকের এই ইতিহাস রচনার দিনে শান্তি পুরষ্কার প্রাপ্ত একমাত্র বাংঙালী হয়ে আপনি কেনো জনগনের সাথে মিশে যেতে চাচ্ছেন না কেনো? ডক্টর ইউনুস আপনি কি পাকিস্তান পন্থি ও রাজাকারদের সাপোর্ট দিচ্ছেন? মদুদ আহমদের মত সুবিধাবাধি একজন মানুষও যখন বি,এন,পি পক্ষ হয়ে মৌন সম্মতি দিচ্ছেন সেখানে তিনি একেবারে নীরব।



কিন্তু কেনো?



গোলাম আজম সম্বন্ধে শওকত ওসমান বলেছিলেন- "বেশ্যাও একদিন স্বতি থাকে"



অনাগত ইতিহাসে আপনি যদি ভিলেন হয়ে যান তার দ্বায়ভার কে নেবে বলুন। এত তেজ, ক্রোধ, হিংসা, অহংকার, বড় বড় ভাব ছেড়ে শাহবাগের রাস্তায় এসে আমাদের সাথে বসে ঝাল মুড়ি খেতে খেতে জয় বাংলা স্লোগান দিন। দেখবেন আপনার সব হিংসা বিদ্বেষ দুর হয়ে গেছে। আপনি তো আর এরশাদের মত বিশ্ব বেহায়া না আপনি হলেন বিশ্ব হায়া। বিশ্বের কত শত নামি দামি লোকের সাথে আপনার পরিচয়। শাহবাগ চত্তরে যে ভিক্ষুক আমাদের সাথে আছে কিংবা যে রিকশাওয়ালা ফ্রি মানুষকে প্রজন্ম চত্তরে নিয়ে আসে তাদের শক্ত হাতের থাপ্পর খেয়ে দেখুন। তখন বুঝতে পারবেন আসল শান্তি কি জিনিস।





মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

নিয়েল ( হিমু ) বলেছেন: শুনছিলাম ইউনিছ নাকি বলছে এই আন্দলনে সংহতি প্রকাশ করলে নোবল কমেটি তারে বোল্ড কৈরা দিতে পারে ।

ইউনুছরে গর্ব ভাবতাম অহংকার ভাবতাম । গত সপ্তাহে খবরটা পায়া আমার গর্ব অহংকার ভুল প্রমাণীত হৈছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: শুধু আপনার না,সয়ং নোবেল সাহেব বেঁচে থাকলে তিনিও আপনার আমার মত দুঃখ পেতেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রিয়াদএবিসি বলেছেন: ভাল লাগল
http://amarkolom.com

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

rasel246 বলেছেন: ডঃ ইউনুস জাতীও ইস্যুতে সব সময় নীরব......... ব্যতিক্রম শুধু ফকর উদ্দিনের সময়, কারন...............।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি জানতে চাই তাকে কেনো রাজাকার বলা যাবে না

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আলাউিদ্দন আিরফ বলেছেন: হাসিনার ফ্যাদানি খাওয়ার ভয়ে মনে হয় চুপসে গেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: প্যাদানী খাওয়ার ভয় পাওয়া মানুষ কিভাবে শান্তিতে নোবেল পুরষ্কার পেতে পারে?

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

শরিফুল ইসলাম লিংকন বলেছেন: ড ইউনুসের ব্লগ দেখতে পারেন ড ইউনুসের ব্লগ দেখতে পারেন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভালো লাগলো

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

নায়করাজ বলেছেন: উনি সরব হলেই বা কি লাভ ? উনি কি কোন পক্ষ ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: তাহলে ইউনুস কি ক্লিব লিংগ বা হিজরা?

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তাসজিদ বলেছেন: micro credit কি আছে। নেই তো। থাকলে আলবত থাকতো

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সুদ থাকলেও তিনি থাকলো!!

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মেকগাইভার বলেছেন: উপরের পোস্টার এবং কমেন্ট কারিদের অবগতির জন্য বলছি। ডা: ইউনুস ৭১ এর সময় ছিলেন আমেরিকায়। সেখানে তিনি আমেরিকাতে প্রবাসি বাংগালিদের আন্দলনের সাংগঠনিক লিডারশিপে ছিলেন। আমেরিকার গভার্নমেন্ট লেভেলের যাথে যেসব বাংগালিরা যোগাযোগ করেছিলো তাদের মধ্যে তিনি একজন ছিলেন। সুতরাং তাকে পাকিস্তান পন্থি ও রাজাকারদের সাপোর্টার বলার আগে ১০০ বার চিন্তা করবেন।

৭১ এর পড় থেকে এই পর্যন্ত তিনি দেশের উন্নতির জন্য যা করেছেন তা সেকেন্ড কোন বাংগালি তার ধারে কাছেও করতে পারেনি।

উনার বয়স এখন ৭২ ।
আপনার বয়স কত? উনি যেভাবে পেরেছেন দেশের জন্য করেছেন। আপনি কতটুকু দেশের জন্য করেছেন? সুতরাং তাকে ভিলেন বলার আগে নিজের চেহারা টা আয়নায় দশবার দেখুন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কমেন্টকারীদের বোকা ভাববেন না।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সোনালীমাঠ বলেছেন: সুদখোর কথা কইলে কি আর না কি?
এখানে তো কোন সুদ পাইবোনা ।
সুদ যেখানে ইউনুস সেখানে ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

পক্ষপাতদুষ্ট বলেছেন: যে শাহবাগে আসেনা সে রাজাকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: শাহবাগে দু ভাবে আশা যায়। স্বশরীরে অথবা যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ এলাকায় বসে সংগতি প্রকাশ করা।

আপনার কথার সংঙ্গে সহমত!!!

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

লেখোয়াড় বলেছেন:
ইউনুস হলেন বাংলাদেশে আমেরিকার সবচেয়ে বড় এজেন্ট ও চামচা।
এতদিন সবার বোঝার কথা।

লেখায় ++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্য কথা

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ব্লাক উড বলেছেন: পক্ষপাতদুষ্ট বলেছেন: যে শাহবাগে আসেনা সে রাজাকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: জ্বী!!!

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

বলশেভিক বলেছেন: ডক্টর ইউনুস এর ব্যাপারে প্রিয়েম্পটিভ অপবাদ দিয়ে রাখলেন।এটাই বাকশালিদের বাকশালি পন্থা।যার ইচ্ছা শাহবাগে যাবে যার ইচ্ছা নাই যাবে না।এটাই গনতন্ত্র।আপনাদের শাহবাগি পেটি বুর্জোয়া র ফাইন্যান্সড আন্দোলন
তার রুপ প্রকাশ করছে।ভবিষ্যতে আরো করবে।বাংলাদেশের জনগন এর স্বরুপ বুঝলে ভালো না বুঝলে আমাদের জন্য অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ৭১ সালে ডক্টর ইউনুস আমিরিকায় ছিলেন আমেরিকা বাংলাদেশের বিপক্ষে ছিলো। তাই তাকে রাজাকার বলতে দোশ নেই।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মেকগাইভার বলেছেন: During the Bangladesh Liberation War in 1971, Yunus founded a citizen's committee and ran the Bangladesh Information Center, with other Bangladeshis living in the United States, to raise support for liberation.[13


http://en.wikipedia.org/wiki/Muhammad_Yunus

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বাহ্!!!
আমি এর উপর একটি পোষ্ট করবে ভাবছিলাম!!!

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মুহাই বলেছেন: ধুর মিয়া শাহবাগ তো শহর হের মাইক্রো ক্রেডিট চলে গ্রামে ।তাই শাহবাগ নিয়া কতা কয়া লাপ আছে?ঐ খানে তো ওর খদ্দের নাই ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সুন্দর কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.