![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
ডক্টর ইউনুস নামটি শুনলে মন গর্ভে ভরে উঠতো। আর যাই হোক তিনি তো বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। তাও আবার শান্তিতে!!!
আমরা জানি নোবেল পুরষ্কারের মধ্যে শুধু শান্তি পুরষ্কারটি দেয়া হয় নরওয়ে থেকে। আর গ্রামীণ ফোন নামক মোবাইল অপারেটরটি হল টেলনর এর। টেলনর হল নরওয়ের কোম্পানী। যারা সবচেয়ে বেশী ব্যবসা করে বাংলাদেশে। ডক্টর ইউনুস দেশী মানুষের মন জয় করতে না পারলেও হিলারী ক্লিনটনের মত আরও বড় বড় মানুষ তার হাসির সুন্দর্যে মন দিয়ে ফেলেন। তাই তার প্রথম বিশ্বে বন্ধুর অভাব নয়। নরওয়ে জাতি তাকে মনে রেখেছে। তাদের মনে ডক্টর ইউনুসের ব্যাবসায়ীক বুদ্ধি ভালোলেগেছে। তাই তারা তাকে পুরষ্কিত করতে ভুলে নি। তিনি তার ব্যাবসায়ীক বুদ্ধি ও বিদেশীদের মন জোগানোর ক্ষমতা কাজে লাগিয়ে তার কর্মকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন।
কিন্তু মজার ব্যাপার হল প্রজন্ম চত্তরে বিশ্ব ইতিহাসে সব চেয়ে অহিংস ও শান্তিপূর্ণ গণজাগরণে ডক্টর ইউনুস কে দেখা যাচ্ছে না। কিন্তু কেনো?
উত্তর: ১৯৭১ইং সালে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিলো না। তিনিও বিপক্ষে ছিলেন। আজ যদি তিনি শাহবাগে বাঁধ ভাঙার স্লোগানে আসেন তাহলে যদি তার সেই রূপ জনসম্মুখে চলে আসে?
বলুন ভাই কে চায় জেনে শুনে নিজের মানইজ্জত বিষর্যন দিতে চায়?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: মিথ্যে কথা।
প্রমাণ চাই
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
ডাব্বা বলেছেন: উত্তর: ১৯৭১ইং সালে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিলো না। তিনিও বিপক্ষে ছিলেন। ... তো ১৯৭১ এ যারা এ্যামেরিকায় ছিলেন তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সবার কথা বলছি না। যেহেতু ড। ইউনুসের সাথে মার্কিন বড় বড় মানুষের পরিচয় ছিলো এজন্য এই প্রশ্ন থেকেই যায়।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
ভুল উচ্ছাস বলেছেন: পোষ্টের কন্টেন্ট এটাই প্রমানিত করে আপনি একজন আন্ধা সাপরটার, যার নিজের বুদ্ধিতে সামনের দিকে এক কদম ফেলার এবিলিটি না। হা হা হা।
মন্তব্য পরে সেইরাম মজা পাইসি, অবশ্য আমিও সেইম মন্তব্যই করতে নিসিলাম।
হুজুগে বাঙ্গালী এখনো শিখে নাই গুনীদের সন্মান করতে এদের কাছে দেশ, ধর্ম কিংবা নিজের পরিবারের থেকেও দল বেশি বড় হয়ে উঠে।
আসুন না সবাই মিলে এই স্বভাব টা ঝেরে ফেলি তাহলেই তো আমরা অনেক অনেক ভালো থাকতে পারবো। জামায়াতের কর্মীরা রাজাকার বাচাতে ইস্লামকে ঢাল হিসেবে ব্যবহার করবে না। লীগ নিজের দুর্নীতি আর লুটপাট ঢাকতে দেশ কে ব্যবহার করবে না, বি এন পি ১০ ভাগ তারেক নিজের পিঠ বাচাতে আর কখনো নিজের পরিবারকে ইউজ করতে পারবে না।
কেন এমন হয় না বলতে পারেন? কারন আমরাই তাদের সুযোগ দিচ্ছি। একটু সচেতন হোন। ভালো কে ভালো আর মন্দ কে মন্দ বলতে শিখুন। আপনি একজন লীগ সমর্থক কিন্তু তাই বলে আপনার নেত্রি কোন নবী না যে সে কোন ভুল করবে না, সবাই ভুল শুদ্ধ নিয়ে মানুষ। আর এই ইউনুস ইস্যুতে উনিও ভুল করেছেন। মেনে নিতে লজ্জা কিসের? ভুল টা তো আপনার নয়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সহমত
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
ফারজানা শিরিন বলেছেন: জানামতে হাসিনা খালাও দেশে ছিলেন না । কিন্তু মোমবাতি প্রজ্বলন করছেন তাই দেশপ্রেমিক !!!!!!!!!!!!!! হাসতে পারলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপু কি জানেন?
একই দিনে বাবা,মা,ছোট ৩টি ভাই হারানোর কত জ্বালা। নিজেকে ঐ জায়গায় রেখে একবার চিন্তা করে দেখুন। এরকম মানুষের জীবনে আর কি চাওয়ার থাকতে পারে!!!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
ফারজানা শিরিন বলেছেন: ঐ হাসিনা পরদাদি হবে । ভুল হইছে দুঃখিত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: হুশ জ্ঞান রেখে কথা বলুন।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
আশিস মন্ডল বলেছেন: দুঃখিত, আপনার সাথে একমত হতে পারলাম না। ৭১' এ আমেরিকায় থাকা সবাই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল- এই কথা বিশ্বাস করার কোন প্রশ্ন আসেনা। আবার ওই সময় বাংলাদেশে থাকা সবাই বীর মুক্তিযুদ্ধের পক্ষে ছিলনা। অর্থমন্ত্রী, যে কিনা, ডঃ ইউনুস এর বড় সমালোচক সেই যেখানে তার ভুমিকার কথা স্বীকার করেছেন, সেখানে আপনার কথা একটু বেশিই যেন অবান্তর।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: তিনি নতুন প্রজন্মের সাথে সংগতি প্রকাশ করছেন না কেনো?
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
মদন বলেছেন: থুথু উপরে নিক্ষেপ করলে স্বাভাবিক নিয়মে ওইটা নিজের গায়েই পড়ে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: জ্বী
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
সমকালের গান বলেছেন: ইউনুস সাহেব যে কারনেই হোক আন্দোলনে যোগ এখনো দেননি। এইটা খুব কষ্টের। কিন্তু তাই বলে উনি রাজাকার ছিলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখেননি, এইসব ফালতু কথা না বলাই ভাল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কাকে আপনি ফালতু বলছেন?
যারা ৭১সালের ব্যথায় ব্যথিত তাদের ছাগলের দড়ি দিয়েও বেধে রাখা যায় না।
তিনি আসলেন না কেনো?
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
রাতুল রেজা বলেছেন: চিকন বুদ্ধি । বোঝা যাচ্ছে আপনার বয়স কম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনার বয়স কত রে ভাই?
জীবনের কতটুকু দেখেছেন?
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
শামীম সুজায়েত বলেছেন: দারুণ জিনিস ধরেছেন ভাই। এতদিনে বুঝলাম ড. ইউনুস কেমনে পাইলো নোবেল। তাই না বলি, পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি করে বিরল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনো নোবেল পেলেন না। ওরা (নোবেল কমিটি) আসলে মানুষকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান করেনা।তেমনই প্রতিহিংসা পরায়ন কিছু জ্ঞানপাপী তা নিয়ে সমালোচনায় মশগুল থাকেন।
আমাদের চৌদ্দ পুরুষের ভাগ্য যে কবিগুরুর পর এই উপমহাদেশে কেউ একজন নোবেল পুরুষ্কার পেয়েছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যি!!!
আপনি কি জানেন জ্যা পল সার্ত নোবেল পুরষ্কার প্রত্যাক্ষান করেছিলেন।
আবার আমাদের রবীন্দ্রনাথ নাইট উপাধী প্রত্যাক্ষান করেছিলেন।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
পিওর গাধা বলেছেন: হুজুগে বাঙ্গালী তালে তালে কাদের সিদ্দিকি কেও রাজাকার বলে........ একবারো ভেবে দেখেনা....
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কাদের সিদ্দিকি ৭১এ মারা গেলে বীর শ্রেষ্ঠ হতেন তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু মনে রাখতে হবে বেশ্যাও একদিন স্বতি থাকে।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
বুইড়া মাস্তান বলেছেন: ডেকটিউন ছাইড়া এখানে এসেছেন কি সামুর ব্লগারদের বিনোদন দিতে?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমাকে তাহলে ভোলেন নি। আমি ভেবেছিলাম আপনারা ভালো হয়ে গেছেন।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
দর্পন বলেছেন: তরে কে কইছে , ড. ইউনুস ১৯৭১ সালে বাংলাদেশের বিপক্ষে ছিলেন । তুই জানিস না ? কারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য কনসার্ট আয়োজন করেছিলো !!
আর সেই কনসার্টের যারা উপস্থিত হয়েছিলো , তারা সব বাংলার স্বাধীনতার শত্রু । !!
সময় এখনো , শেষ হয় নি প্রজন্ম শেষ হয়ে যায় নি । ইউনুস অবশ্যই যাবেন ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ইউনুসের সাথে রবি সংঙ্কর ও জর্জ হ্যারিকসনের তুলনা দিলে তারা ছোট হয়ে যান। তিনি কি সেই কনসার্টে ছিলেন? না ছিলেন না।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
রিমন০০৭ বলেছেন: কস্কি মফিজ!
বাংলাদেশে চাল আসছে ভারত থেইকা--সেই চাল আপনি কিইন্যা খাইছেন---আপনি ১টা ভারতীয় দালাল
বাংলাদেশে মসলা আসছে পাকিস্তান থেইকা--সেই মসলা আপনি তরকারিতে দিয়া খাইছেন---আপনি ১টা রাজাকার আবাল
বুঝাইতে পারলাম?
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: গাজায় দিলে মানুষ যে কত কিছু বলে? কালে কালে যে আর কত কি যে শুনবো তা ভগবানই জানেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
তিতুন বলেছেন: বাঘে হরিণ কায়, হরিণে ঘাস খায়; সুতরাং বাঘ ঘাস খায়। আপনার যুক্তিগুলো অনেকটা এই টাইপের
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: ১৯৭১ইং সালে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিলো না। তিনিও বিপক্ষে ছিলেন। কঠিন যুক্তি । কোন স্কুলে পড়েন আপনি ? ৭১ এ অনেকেই দেশের বাইরে ছিল , তার মানে এই নয় যে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল । দেশের অনেকেই তখন পালিয়ে পালিয়ে ছিল , তারমানে এই নয় যে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল । আর যারা যুদ্ধ করেছে , তারা জাতির বীর সন্তান । আর নোবেল গ্রামীণ ফোন পাইছে কিংবা তার জন্য দেওয়া হইছে ? আসলেই , আপনি কোন ক্লাসে পড়েন ?
এটা ঠিক সে এখনও শাহবাগে যায় নি এটা নিয়ে আমিও হতাশ । কিন্তু নিজের যোগ্যতায় বাংলাদেশের একজন নোবেল বিজয়ীকে নিজের দেশের মানুষ ও রাজনীতিবিদরা যেভাবে অপদস্ত করেছে , আপনার কি মনে হয় আপনাকে আপনার বর্তমান অবস্থান থেকে সেই অপমানের ১০০০ ভাগের ১ ভাগ করলে আপনি আর দেশ নিয়ে ভাববেন ? তাকে যখন অপমান করেছিলো সরকারী মন্ত্রীরা , দেশের অনেক মানুষই শুধুমাত্র ঈর্ষার বশবর্তী হয়ে , কোথায় ছিলাম আমরা তরুন প্রজন্ম ???? !!!
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: আর ভুলে যাবেন না সে বাংলাদেশের ইতিহাসের প্রথম নোবেল বিজয়ী । আগামী ১০০ বছরে আর একজন এই পুরস্কার পাবে কি না সন্দেহ আছে । তাই তার সম্পর্কে কথা বলার আগে নিজের যোগ্যতা বিবেচনা করে কথা বলবেন ।
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
অথৈ সাগর বলেছেন:
কিছু কিছু মানুষের ঘিলু নাকি হাঁটুতে থাকে । বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিবেন।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
ভয় বলেছেন: ঠিক । ইউনুস নরওয়ের সাথে ব্যবসা করে, আরিল্ডও নরওয়ের । আরিল্ড সামু ব্লগের মালিক । আপনি সামুতে ব্লগিং করেন । আপনি রাজাকার । আপনার ফাঁসি চাই ।
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
ভয় বলেছেন: ঠিক । ইউনুস নরওয়ের সাথে ব্যবসা করে, আরিল্ডও নরওয়ের । আরিল্ড সামু ব্লগের মালিক । আপনি সামুতে ব্লগিং করেন । আপনি রাজাকার । আপনার ফাঁসি চাই ।
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
এস এইচ খান বলেছেন: কমেন্টগুলো অসাধরণ
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
পূরান পাগল বলেছেন: আপনার তো দেখতেছি ব্যেফুক বুদ্ধি!!ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল,এলাকার পরিচিত এক গন্জিকাসেবকরে জিগাইলাম এই জিনিস খাইয়া কি লাভ? হেতি একগাল হাসি দিয়া কয় "সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে",ব্লগে আজকাল গাঁজা....................
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
পূরান পাগল বলেছেন: আপনার তো দেখতেছি ব্যেফুক বুদ্ধি!!ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল,এলাকার পরিচিত এক গন্জিকাসেবকরে জিগাইলাম এই জিনিস খাইয়া কি লাভ? হেতি একগাল হাসি দিয়া কয় "সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে",ব্লগে আজকাল গাঁজা....................
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
রাহী আবদুল্লাহ বলেছেন: আমার পাডা ছাগল মোঃ আসিফ-উদ-দৌলাহ রে তো খোয়াড়ে বাইন্ধা রাইখা আসছিলাম-কুন ফাক্তালে যে হারামজাদা খোয়াড় থেইক্ক্যা ছুইট্টা আইস্যা এই পাডামীডা কর্সে। পিলিশ ভাইসবেরা মোঃ আসিফ-উদ-দৌলাহ পাডাডারে আর লাইত্থাইয়েন্না।
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আমি বীরবল বলেছেন: @রাহী আব্দুলাহ, আপনার পাডা ছাগল মোঃ আসিফ-উদ-দৌলাহ রে অতিসত্তর আবার খোয়াড়ে ঢুকান। নাহলে খবর আছে
২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
গিড়ীবাজ বলেছেন: আমি বীরবল বলেছেন: @রাহী আব্দুলাহ, আপনার পাডা ছাগল মোঃ আসিফ-উদ-দৌলাহ রে অতিসত্তর আবার খোয়াড়ে ঢুকান। নাহলে খবর আছে
২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
সোনালী প্রান্তর বলেছেন: এখানে তো সুদের কারবার নাই । আইব কিভাবে ?
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
নস্টছেলে বলেছেন: সব আসিফ নামের প্রানীঃই কি আবাল?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
ক্ষুধিত পাষাণ বলেছেন: বর্তমান অর্থ মন্ত্রীর লেখা একটি বইতে পড়েছিলাম-স্বাধীনতা যুদ্ধের সময় ড মুহিত, ড ইউনুস সাহেব অন্যান্য অনেক প্রবাসী বাংগালীদের নিয়ে আমেরিকাতে মুক্তি যুদ্ধে সহায়তার জন্য অর্থ সংগ্রহ করে লন্ডনে বিচারপতি আবু সাঈদ চৌধূরীর হাতে তুলে দিয়েছিলেন।