![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আপনাদের নিশ্চই মনে আছে রাজিবের মৃত্যুর খবর শুনে আমি একটি পোস্টে বলেছিলাম। ব্লগারদের কোন নেতা নেই। আমরা সবাই নেতা, সবাই কর্মী, সবাই স্বেচ্ছাসেবক। আমরা কোনো যশ চইনা, খ্যাতি চাইনা, প্রতিষ্ঠা চাই না। আমাদের একটি দাবি তা হল যুদ্ধ অপরাধী মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা শাহবাগে অবস্থান নিয়েছিলাম আমাদের বিবেকের তাড়নায়। আমরা সঠিক বিচার পাই নি বলে। প্রথম প্রথম আমাদের অভ্যুথ্যান কিংবা সঠিক বিচারের দাবি টনক নড়িয়ে দিয়েছিলো।
কিন্তু বাস্তবতা হল হঠাৎ পাশার দান ঘুরে যেতে থাকে। ব্লগার বলতে এখন সাধারণ মানুষ মনে করে ব্লগার এর সমর্থক শব্দ নাস্তিক। বলুন এ ভুল ধারনা খুব দ্রুত কিভাবে ভাঙানো যায়। আমরা যারা ব্লগ লিখি তারা সবাই নিজ উদ্দোগ্যে মনের ও জ্ঞানের তৃপ্তি মিটাতে লিখি ও শিখি।
ডাঃ ইমরান সাহেবের আগমন ও উত্থান আমাকে অবাক করে দিয়েছে। কে এই ডাঃ ইমরান? কে তাকে ব্লগারদের নেতা সাজতে বলেছে। কেনো তিনি তিন স্তরের নিরাপত্তা ব্যবহার করে সভা করছেন? এমন তো কথা ছিলো না। ব্লগারদের মুখপাত্র সকল ব্লগার। আমরা সবাই মূখপাত্র আবার সবাই সাধারণ ব্লগার। ডাঃ ইমরান কথা বলার কে? তিনি বার বার মিডিয়া ফেইস করার কে। তার আগমনের পর থেকে ব্লগার সমাজের দাম কমে গেছে। তিনি কি কোনো মেজরেটি ব্লগারের সাপোর্টে ব্লগারদের নেতা বলে নিজেকে দাবি করছেন।
ডাঃ ইমরান কে কারা ব্লগারদের মুখপাত্র বানিয়েছে তা খতিয়ে দেখতে হবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র সে হলে আমরা অপমানিত বোধ করি। দু’দিনের বৈরাগী আমরা চাই না। আমরা যে অহিংস আন্দোলন শুরু করেছিলাম তার শেষ হতে পারতো অনেক সুন্দরভাবে। অহেতুক মোল্লা সমাজ ও সাধারণ মানুষ আমাদের ভুল বুঝতো না। যে বাংঙালী আইয়ুব খানের মতো সামরিক ও আমলা শক্তি সমৃদ্ধ আইয়ুব খানকে কুপোকাত করতে পেরেছিল তার সামনে নিজামী, গোলাম আজম কিংবা চান্দে বাস করা সাঈদী ছিলো নগন্য ব্যপার মাত্র কিন্তু ঐ ডাঃ ইমরান সাহেব মুখপাত্র সাজার পর এই গণ জাগরণ কে সবাই ভিন্নখাতে নেওয়ার সুযোগ পেয়েছে। আমাদের এখন হিসাব করে দেখতে হবে জামায়াত বা শিবির এই ডাঃ ইমরান নামের ডামিকে আমাদের মুখপাত্র হিসেবে আমাদের ঘারে বসিয়ে দিয়েছে কিনা।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই দেশে এমন হওয়া অস্বাভাবিক না। আমার প্রশ্ন আমি ব্লগার হিসেবে কেনো মিডিয়ার মাধ্যমে জানব যে আমাদের মুখপাত্র ইমরান?
২| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
মাহাবুব১৯৭৪ বলেছেন: আপনি নিজে এগিয়ে গেলে তো আর এই জামাতের ডামি সুযোগ পেত না।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমরা সবাই কর্মি। আমি চেয়েছিলাম ব্লগাদের মধ্য থেকে একেকদিন একেকজন মিডিয়া ফেইস করবে। যদি ১০০ বার ১০০ জন মিডিয়া ফেইস করে তাহলে সবাই বুঝতে পারতো ব্লগাররা সবাই যোগ্য এবং আলাদাভাবে কেইকে দোষারূপ করতে পারতো না।
কিন্তু ইমরানের কারণে এখন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেলো।
৩| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
আবুল হাসান নূরী বলেছেন: উনি মনে হয় ব্লগার সমাজের স্বঘোষিত নেতা।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমারও তাই মনে হয়। ইমরান যদি ব্লগার হয় তাহলে আপনি আমি কি?
৪| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
সুইট টর্চার বলেছেন: আমাদের এখন হিসাব করে দেখতে হবে জামায়াত বা শিবির এই ডাঃ ইমরান নামের ডামিকে আমাদের মুখপাত্র হিসেবে আমাদের ঘারে বসিয়ে দিয়েছে কিনা।
ঠিক বলছেন ভাই, আমারও তাই মনে হয়।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এটা অসম্ভব কিছু না। জামাত শিবিরের টাকা আছে। শয়তানী বুদ্ধি আছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার অভ্যাস আছে।
তাহলে এরকম একজন ইমরানকে টাকার বিনিময় পুতুল হিসেবে পেতে রাখা তাদের পক্ষে হয়তো কোনো ব্যাপারই না।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
বেলাল আহমেদ রাসেল বলেছেন: ঢাকাবাসী বলেছেন: তাকে সরকার বেশ মোটা মাল দিয়ে কিনে নিয়েছে, তিনি দৈনিক মোটা ভাতা পান বলে শোনা যায়।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: মানুষ তো কত কিছুই বলে। দেখুন কি লজ্জার ব্যাপার মানুষ আজ ব্লগার বলতেই বুঝে নাস্তিক।
একদিন ঠিকই সত্যি বেরিয়ে আসবে। বেড়িয়ে আসবে ইমরান কার হাতের পুতুল।
৬| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
দয়াল সাহেব বলেছেন: আমি যতটুকু জানি শ্লোগান কন্যা লাকির শ্লোগানই উৎসাহের মূল প্রেরণা ছিল । তাকে কোন কর্মসূচী ঘোষনা করতে কিংবা ঘোষণার সময় পাশে থাকতে দেখছিনা । কারনটা কি ?
তিন স্তরের নিরাপত্তা করে শোডাউন হতে পারে, কাজের কাজ নাও হতে পারে ।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যারা আসল ত্যাগী ও দেশপ্রেমী তারা মাইক চায় না সত্য বলার অধীকার চায়। লাকি নির্ভয়ে সত্য বলতে পারে কিন্তু কে এই ইমরান? কোন ব্লগারের অনুমোতিতে তিনি ব্লগারের নেতা বলে নিজেকে দাবি করছেন?
৭| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
কেএসরথি বলেছেন: যোগ্য লোক না থাকলে সুযোগ সন্ধানী মানুষগুলো তো এইভাবেই জায়গা করে নিবে। অতীতেও নিয়েছে, এখনও নিচ্ছে, ভবিষ্যৎেও নেবে।
সবারই তো মিষ্টি খেতে ইচ্ছা করে, সুযোগ পেলে ছাড়বে কেন?
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: দেখুন আজ যদি ঐ ব্যাটা মারা যায়। তাহলে সবাই বলবে নাস্তিকদের নেতা মরেছে। তাতে আমরা যারা ব্লগ লিখি সবারই অপমান।
তিনি চিৎকার করে কথা বলেন। একবারও বলে না ব্লগার আর নাস্তিক এক কথা না।
আমরা সবাই জানি ডাইরী লেখার মত করে ব্লগ লেখার শুরু। তারপর এলো কমিউনিটি ব্লগ। কেউ যদি তার নিজস্ব ডাইরীতে লিখে আল্লাহ্ সৈরাচারী তিনি আমার প্রেমিকাকে কেড়ে নিলো তাহলে সে কি নাস্তিক?
এই ভুল ধারনা কে এখন ভাঙাবে বলুন?
৮| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
সোহানী বলেছেন: শ্লোগান কন্যা লাকি কোথায়? আমার খুব জানার ইচ্ছা সে কি এখন নিয়মিত আসে??
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কালকে আশুলিয়া সমাবেশে লাকিকে সংবাদের ফুটেজে দেখেছিলাম।
৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
রিদুয়ানুল হক বলেছেন: ডা:ইমরান এর জীবনবৃত্তান্ত কােরা জানা থাকেল পোষ্ট করুন দয়াকরে
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: শুধু জীবন বৃত্তান্ত না। ইমরান সাহেবের ব্লগ দেখতে চাই। ব্লগারদের নেতার ব্লগ!!!!!
১০| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
শিপু ভাই বলেছেন:
সবাই মুখপাত্র হতে পারে না।
শুধু ব্লগার বলছেন কেন?- অনলাইন এক্টিভিস্টরাও আছে এই আন্দোলনে।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যদি শাহবাগের প্রথম দিন থেকে ইমরান সাহেব মুখপাত্র থাকতেন তাহলে সন্দেহের অবকাশ একটু কম থাকতো।
আপনি কি জানেন লাদেন, সৌদ, সাদ্দাম, মৌদুদীরা প্রথম যুক্তরাষ্ট্রের সেল্টার পেয়েছিলো।
তেমনি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এই ডাঃ ইমরান জামায়াতের সেল্টারে সৃষ্টি। হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়ে কোনো উন্নত দেশে পাড়ি জমাবেন। তারপর..........
১১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
এ সামাদ বলেছেন: হ্যাঁ ইমরানের ব্লগ দেখার শখ আমারও। পারলে লিংক দিয়েন
আর স্লোগান কন্যা লাকীর ব্লগ দেখতেও মুন্চায়। পারলে লিংক দিয়েন
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি কখনও দেখি নি।
তবে ইমরানের চিৎকার করার ভঙ্গিমা বেশ সুন্দর। তার চিৎকার কম সাউন্ড দিয়ে দেখুন নইলে টিভ কিংবা ল্যাপটপের স্পিকার কেটে যেতে পারে।
১২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
সোহানী বলেছেন: হা ঠিক... ইমরান সাহেবের ব্লগ দেখতে চাই তাকে জানার জন্য.....
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি খুঁজেছিলাম কিন্তু দেখি নি।
ব্লগ না লিখে ব্লগারদের মুখপাত্র হওয়া যায়?
দেখুন ব্লগাররা শান্তিপ্রিয়। তার প্রমাণ এত কিছু ঘটে গেলো তারপরও আমরা কোনো প্রতিবাদ করিনি। সবাই যাকে আমাদের নেতা বলছে বা যাকে ব্লগারদের মুখপাত্র বলছে তিনি আদৌ ব্লগার কিনা তা আমরা আজও জানি না। এর চেয়ে প্রহসন আর কি থাকতে পারে বলুন?
এ দেখি হজ্জ্ব না করেই হাজী সাহেব?
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
সরলপাঠ বলেছেন: যতটুকু জেনেছি ডাঃ ইমরানের মেডিক্যাল শিক্ষাজীবন শুরু হয়েছিল শিবিরের ছায়ায় রংপুর মেডিক্যালে। তার ম্যাতকার শুনলে মনে হয় ছাত্রলীগে অনুপ্রবেশকারী শিবুর আর এখন স্বাচীপ নেতা।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: জ্বী!!!
এখন কি করা যায় বলুন তো???
ও তো ব্লগারদের মান-ইজ্জত খাবে!!!
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
মৌনতা০১ বলেছেন: যে কোনদিন কোন ভালো পোস্ট কোথাও লিখেছে এবং মানুষ শেয়ার দিয়েছে দেখলাম না , সে এখন গনজাগরন মঞ্চের স্বঘোষিত নেতা হয়েছে। একে এখনি বিদায় করেন। এসব বিতর্কিত লোকের কারনে শ্রদ্ধেয় (!) বেগম খালেদা জিয়া এই আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন এবং সরকারের সাপোর্টে হচ্ছে বলে মত দিয়েছেন। জনাব নেতাসাহেব নাকি লীগের সক্রিয় নেতা। মেডিকেল কলেজে চাদা তোলার ব্যপারে অনেক সুখ্যাতির কথা শুনেছি ব্লগে, ফেইসবুকে।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সহমত!!!
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
নাজ_সাদাত বলেছেন: এ সামাদ বলেছেন: হ্যাঁ ইমরানের ব্লগ দেখার শখ আমারও। পারলে লিংক দিয়েন
আর স্লোগান কন্যা লাকীর ব্লগ দেখতেও মুন্চায়। পারলে লিংক দিয়ে
সহমত
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: খুঁজেছি পাইনি।
কারও কাছে থাকলে লিংক দিয়েন।
১৬| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
Ali Khan Russell বলেছেন: উনারে একটু জিজ্ঞাস করেন উনার ব্লগ কৈ?
দুই দিন পর শুনা যাইতে পারে উনি নতুন সংবিধান লিখতাছে
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: অসম্ভব কিছু না!!!
১৭| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নেক্সাস বলেছেন: আমি ইমরানের ব্লগ অনুসারিত তালিকায় নিতে চাই। জানলে আমাকে জানাইয়েন
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমিও তো খুঁজছি!!!
১৮| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে এই ডাঃ ইমরান? কে তাকে ব্লগারদের নেতা সাজতে বলেছে। কেনো তিনি তিন স্তরের নিরাপত্তা ব্যবহার করে সভা করছেন? এমন তো কথা ছিলো না। ব্লগারদের মুখপাত্র সকল ব্লগার। আমরা সবাই মূখপাত্র আবার সবাই সাধারণ ব্লগার। ডাঃ ইমরান কথা বলার কে? তিনি বার বার মিডিয়া ফেইস করার কে। তার আগমনের পর থেকে ব্লগার সমাজের দাম কমে গেছে। তিনি কি কোনো মেজরেটি ব্লগারের সাপোর্টে ব্লগারদের নেতা বলে নিজেকে দাবি করছেন।
ডাঃ ইমরান কে কারা ব্লগারদের মুখপাত্র বানিয়েছে তা খতিয়ে দেখতে হবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র সে হলে আমরা অপমানিত বোধ করি। দু’দিনের বৈরাগী আমরা চাই না। আমরা যে অহিংস আন্দোলন শুরু করেছিলাম তার শেষ হতে পারতো অনেক সুন্দরভাবে। অহেতুক মোল্লা সমাজ ও সাধারণ মানুষ আমাদের ভুল বুঝতো না।
আপনার প্রশ্ন সুন্দর।
কিন্তু উত্তরে আপনি নিজেই একটা প্রেসক্রাইভড মেন্টালিটি শো করছেন!!!!!!
যখন কেউ বলছে সে জামাতের পেইড- আপনি সোৎসাহে বলচেন এবং মেনে নিচ্ছেন!
কিন্তু যখন আরো কেউ বলছে- সে সরকারের পেইড আপনি, মানছেনতো নাই- উল্টো এড়িয়ে যাচ্ছেন- কতজন কতকথা বলে, বলে????????
এই বৈপরীত্য কেন?
অথচ কেনা জানে সে স্বাচিপের সহ একজন মোটামুটি নামের আওয়ামী নেতা!
নাকি প্রজেক্ট ফেইল করায় এখন জামাতি বাইপ্রোডাক্ট বানায়া মাইনাস করার ধান্ধায় আছেন!!!
নাকি তার দাদা রাজাকার আবিস্কার হওয়ায় মূখে চূনকালী পড়ায়- এখন তারেও জামাতী বানানোর অপচেষ্টা!!!!
আর ধরে নিলাম সে জামাতী- তবে কি ভাবতে হবে আওয়ামীলীগ এতটা অথর্ব আর শূন্যগর্ভ দল যে এত বড় পদ দেবার আগে কিছু সার্চ করে নেয়নি?
নাকি যোগ্য লোকের অভাবেই ভিন্ন দলের লোককে জেনে শুনে মাইগ্রেট করিয়েছে!!!!!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ইমরান সাথেবে উত্থান সত্যিই রহস্যময়।।।
তবে শাহবাগ গণজাগরনের প্রথম দিকে তিনি কোথায় ছিলেন?
১৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯
পেন্সিল চোর বলেছেন: আমার কাছে লাগে সবই ভাওতাবাজি । আমারও প্রশ্ন ডাঃ ইমরান কে? :: তিনি ব্লগারদের মুখপাত্র হলেন কিভাবে?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কিন্তু আপনারা চুপ কেনো।
যাকে চিনি না। ব্লগিং জগতে যার কোনোপ্রকার পদচারণা নেই তিনি কি করে আমাদের নেতা বা মুখপাত্র সেজে বসে আছে।
আমাদের প্রতিবাদ করা উচিৎ।
ঐ ব্যাটার ভালো কিংবা খারাপ কিছু হলে মানুষ ভাববে তিনি একজন ব্লগার ছিলেন।
এ কেমন সমস্যায় পরলাম রে ভাই!!!
কোন দেশে বাস করি হঠাৎ একজন ব্লগারদের নেতা হিসেবে আবির্ভুত হলেন কিন্তু আমার জানামতে তিনি ব্লগার না।
এ যেনো কোনো মসজিদের ইমাম মন্দিরে গিয়ে পুরহিতের ভান করছে বা একজন ঠাকুর এসে মসজিদে নামাজ পড়াচ্ছে!!!
২০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: 'ব্লগার মাতা' জানা তো সাংবাদ সন্মেলন করেই জানিয়েছেন, ইমরান কোন ব্লগার বলে তার জানা নাই. বাকি বুঝে নেন...
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বুঝে নিলাম!!!
২১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
েরদওয়ান রহমান বলেছেন: উনার ব্লগ লিংক
http://prothom-aloblog.com/blog/drimran
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই না হলে ব্লগার!!!
মজা পেলাম!!!
২২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
আবুল হাসান নূরী বলেছেন: প্রথমআলোব্লগ থেকে একজন বিশিষ্ট ব্লগার হিসেবে নেতার পরিসংখ্যানঃ
Dr.Imran H Sarker; Enlightening myself to serve the patriots against all evil forces.I am a very simple, friendly, fun loving man with specific mission, vision and principles since very beginning of my life.I believe on liberal, secular democracy. My main goal is empowering peoples by democratic establishment, I am trying prepared myself through that hard way.......definitely I will be successful to change the fate of our people.
অবস্থানঢাকা, বাংলাদেশ
ব্লগে আছেন১ বছর, ২ মাস, ১৮ দিন, ৬ ঘন্টা, ৩৭ মিনিট
সর্বমোট পোস্ট ০ টি
সর্বমোট মন্তব্য ৪ টি
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: হাসবো না কাঁদবো বুঝতে পারছি না!!!
২৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যুদ্ধাপরাধী ট্রাইবুনাল নিয়ে যহন স্কাইপে ক্যাচাল হইল তহন সেই ক্যাচালে হুনছিলাম,সরকার পাগল হইয়া গেছে,একটা রায় চায়,রায়ের গ্রহন যোগ্যতার স্ট্রাকচার,এইসব আর কি।হেরপর পর একটা রায় আইলো,যাবৎজ্বিবন কারাদন্ড,বাতাসে আতাতের কথা চাউর হইলো।আমরা ব্লগাররা তার প্রতিবাদ করলাম।কোন কোন ব্লগার একত্র হয়ে সাহাবাগের মোড়ে মানবব্ন্ধন করলো,জনমত আতাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে সেই মানববন্ধনকে আন্দোলনে রূপ দিল।হেরপর সেই আন্দোলন আওয়ামি লীগ ছিনতাই করে কোন জায়গার কোন ইমরানকে নেতা বানাইয়া দিলো।
হেরপর আরও কাহিনী আছে,হেই আন্দোলন মিডিয়া দিয়া বিশ্বব্যাপি প্রচারে করে প্রমান করলো ট্রাইবুনাল নিরপেক্ষ।আমরা আসলেও হুজুগে বাংগালী,কান চিলে লইয়া গেলো,দে দৌড় চিলের পিছে।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আসুন আমরা আবার এক হই। এবং ঐ ইমরান নামের কথিত ব্লগার নেতাকে অবাঞ্চিত ঘোষনা করি।
২৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪
মতিউর রহমান মিঠু বলেছেন: এই প্রশ্নগুলো আমি করছিলাম কিছুদিন আগে "প্রজন্ম চত্বর...এবং কিছু কথা..."। এর কারনে গালি খাইছি, অনেকে ফোন করেও গালাগাল করছে.................
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: গালি খেয়ে চুপ থাকলে হবে না।
এখন আমাদের প্রমাণ করার সময় এসেছে।
ঐ সাজানো পুতুলদের চিহ্নিত করতে হবে।
নইলে ব্লগারদের মান-ইজ্জত বলতে কিছু থাকবে না।
২৫| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্রায় ৬ বছর ধরে সামু ব্লগে আছি। মাঝে মাঝে বিরতি দিলেও মোটামুটি নিয়মিত ব্লগ পড়ি।
ডা. ইমরান এইচ সরকার নামে কোন ব্লগারকে চিনি না। তিনি সারাদেশের ব্লগারদের নেতা, মুখপাত্র। যার কারণে ব্লগারদের আপামর জনসাধারণ নাস্তিক বলার সুযোগ পেয়েছে। খুব দু:খ হয়।
বেশি কষ্ট লাগে এক মাতারি, যে কি না ব্লগার শব্দের অর্থ জানে বলেই আমার মনে হয় না- সেও দেশব্যাপী বলে বেড়াচ্ছে ব্লগাররা আওয়ামীলীগ করে, নাস্তিক। হারামজাদীর উচিত ছিল একবার ব্লগ কাকে বলে, কি জিনিস, মাথায় দেয় না খায়....... এসব জেনে নেওয়া।
পরিশেষে, শাহবাগ আন্দোলন তার আবেদন হারিয়েছে। এই আন্দোলনের সাথে যুক্ত থাকার আর কোন কারণ দেখছি না। আমাদের প্রাথমিক সাফল্য এসছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারে এখন আর কোন বাধা দেখছি না। যেহেতু আইন সংশোধন হয়েছে, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার দুঃখও আপনার মতই!!!
২৬| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২
মোবাইল কোর্ট বলেছেন: আওয়ামী মিডিয়া সেল-স্বঘোষিত ব্লগার ইমরান সরকার এবং একটি চিঠি!!
http://www.amarblog.com/doctor/posts/162447
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যতই এই নেতার সম্পর্কে জানছি ততই অবাক হচ্ছি!!!
২৭| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
মিজভী বাপ্পা বলেছেন: অনলাইন এক্টিভিস্ট আর ব্লগারদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।সারাদিন যদি কেউ ফেবুতে অনলাইন হয় থাকে তাই বলে কি যে কেউ অনলাইন এক্টিভিস্ট হয়ে যাবে।হয়ত বা ফেবুতে হবে,কিন্তু এখানে সকল ব্লগারের উদ্দেশ্যে কাদা ছোঁড়া হচ্ছে।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সহমত!!!
২৮| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
জানা বলেছেন:
প্রথমত পোস্টটি বিভেদ সৃষ্টি করে। যুক্তিযুক্ত আলোচনা-সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু সেই সমালোচনা যদি অসহনশীল ও আক্রমণাত্নক হয় তবে তা গ্রহণযোগ্যতা হারায় তাতো পরিষ্কার।
বলেছেন: আমাদের এখন হিসাব করে দেখতে হবে জামায়াত বা শিবির এই ডাঃ ইমরান নামের ডামিকে আমাদের মুখপাত্র হিসেবে আমাদের ঘারে বসিয়ে দিয়েছে কিনা।
শ্রেফ আপত্তিকর একটি বাক্য। যা খুশি তাই বলা বা লেখা কিন্তু আপনার এবং অন্যদের বাকস্বাধীনতা হরণ করে। আশা করি বুঝবেন।
পোস্টটি কিছুক্ষণ রাখতে চাইছি।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এ আমার মনের প্রশ্ন। এখানে অন্য কোনো পক্ষও হতে পারে তা সময়ের সাথে বেড় হয়ে আসবে। কিংবা আসবে না।
ধন্যবাদ!!!
২৯| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: জানা আপু @ আপনাকে জানিয়ে রাখি এই পোষ্ট টা বখতিয়ারের ঘোড়া নামের একটু জামাত শিবিরের পেজে শেয়ার হতে দেখলাম। এটা সামু ব্লগের ব্লগার হিসেবে অপমানজনক বলে মনে হয়েছে আমার।
এই পোষ্টের লেখককে ব্যান করারও আবেদন জানাই।
অনেক ধন্যবাদ আপু। অধিকারের বাইরে কিছু বলে ফেললে আমাকে ক্ষমা করে দেবেন।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এটা আমার মৌলিক লেখা। আমার পোষ্ট কে কোথায় শেয়ার করলো তা আমার দেখার বিষয় না।
যখন আমি টেকটিউনসে এম এল এম এর খারাপ দিক পিটিসি নিয়ে লিখি তখনও অনেকের ব্যাক্তিগত ব্লগে আমার অনুমুতি ব্যাতিত তা পোষ্ট হয়েছিলো। এজন্য কি আমি দায়ী?
আমার মনের প্রশ্ন আমি লিখেছি তাতে ব্যান করার কথা বলে আপনি আপনার ক্ষুদ্র মনুষিকতার পরিচয় দিয়েছেন। এবং নিজেকে ডাঃ ইমরানের অনুসারী হিসেবে পরিচয় করিয়ে দিলেন।
ধন্যবাদ মতামতের জন্য!!!
৩০| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
জানা বলেছেন:
পোস্ট দাতার দায়িত্বশীল উপস্থিতি আশা করছি এখনই।
আমরা আমাদের সঠিক লক্ষে্যই কাজ করবো, পদক্ষেপও হবে বরাবরের মত যৌক্তিক এবং প্রয়োজনে কঠোর। পোস্টটিতে নজর রাখছি।
ধৈর্য্য রাখুন, আস্থা রাখুন আমাদের বিবেচনায়। ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনাকেও সকল অন্তর দিয়ে ধন্যবাদ জানাচ্ছি।
৩১| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
লেখোয়াড় বলেছেন:
জনাব আসিফ-উদ-দৌলাহ,
আপনি বাজে বথা না বলে রাজাকারদের বিচার চাইতে আসেন না, ইমরানের জায়গাটা আপনি নেন না।
কেউ আপনাকে বাঁধা দিবে না। আসবেন??
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্লগারদের মেজরিটি আমাকে চায় আমি আমার নিজ স্বার্থের দিকে না তাকিয়ে ব্লগারদের ও শান্তিকামী মানুষের দিক বিবেচনা করে শুধু সামনে আসা কেনো জীবন দিতেও প্রস্তুত আছি।
ধন্যবাদ
৩২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নেরে যাইতে কেউ মানা কর্সে? নো ত্যানা প্যাচানি
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার যাবার আগে প্রশ্ন আসবে পরে
তার আগে বলুন কোন যোগ্যতার বলে ডাঃ ইমরান ব্লগারদের নেতা হবে?
৩৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
আদরের জামাই বলেছেন: কি আর কমু ভাই?আমারও মুঞ্ছায় ইম্রাইন্নার ব্লগ টা দেখতে...
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: উপরে কোন একটি মন্তব্যে তার একটি লিংক দেয়া আছে দেখতে পারেন।
হরমুজ প্রনালী বিষয়ক একটি পোষ্টে তার মন্তব্য দেখা যায়।
৩৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
ashik বলেছেন: ডাঃ ইমরান হইতেছে ফিফা (ফিঊশন ফাইব) বেচারা তাই ব্লগের নিক টা প্রকাশ করতে পারতেছে না।আন্নের কুন সমইস্যা?
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনার জানা থাকলে নিক প্রকাশ করুন।
আমাদের জানা প্রয়োজন ব্লগারের নেতা কেমন ব্লগ লিখেন।
৩৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
আলাউদ্দীন বলেছেন: যেই বনে বাঘ নাই বিড়াল সেইখানে রাজা।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই বিড়াল যে বাঘদের সম্মান নষ্ট করছে। বাঘদের আর ঘুমালে চলবে না এবার জাগতে হবে।
৩৬| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
মাহতাব সমুদ্র বলেছেন: মোদ্দা কথা হচ্ছে ইমরান ব্লগার কিনা সেটা কথা নয়, আন্দোলন শুরু হয়েছে ব্লাগার ও ওনলাই একটিভিস্ট দের ব্যানারে। আমাদের দেখা উচিত উনি একটা ক্যাটাগরিতে পড়েন কিন।
আসিফের দৃষ্টি আকর্ষন ক্রে বলতে চাইছি বাঁশের কেল্লা পেজের খাদ্য হিসাবে এই পোস্ট টা আপনি সুকৌশলে দিয়েছেন। এটা সংঘাত মুলক পোস্ট যদিও বাঁশের কেল্লা আপনাকে নাস্তিক আখ্যা দিয়েছে।।
সামু কর্তৃপক্ষ কে বলছি এই পোস্ট টা ডিলিট করে দিন।। এটা বিশেষ উদ্দেশ্যে করা একতা পোস্। আমরা সেই শক্তির প্রকাশ সামুতে দেখতে চাই না।।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার পোষ্ট ডিলেট আমিই করবো যদি আপনি দেখাতে পারেন ডাঃ ইমরান এর ব্যকগ্রাউন্ড ও তার এই নেতা হবার জন্য তার ত্যাগ ও সে একজন ব্লগার তার প্রমাণ!!!
ধন্যবাদ মতামতের জন্য।
৩৭| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
আলাউদ্দীন বলেছেন: যার ব্লগীয় পরিসংখ্যান :
অবস্থানঢাকা, বাংলাদেশ
ব্লগে আছেন১ বছর, ২ মাস, ১৯ দিন, ৩১ মিনিট
সর্বমোট পোস্ট০ টি
সর্বমোট মন্তব্য৪ টি
যাকে এর আগে কখনই চিনতাম না । তার ব্যাপারে খানিকটা সমালোচনা মূলক পোস্ট করায় পোষ্টের লেখককে ব্যান করার অনুরোধ দেখে যতটা অবাক হয়েছি তার চেয়েও বেশি অবাক হয়েছি জানা আপুর তাৎক্ষনিক মন্তব্য দেখে। মহিউদ্দিন খান আলমগীরের ভূমিকায় জানা আপুকে দেখতে চাইনা।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভাই!!!
এই বাঙালী জাতটার জারা উপকার করতে গেছে সমকালে তারা কেউই তেমন মুল্যায়ন পায় নি।
আমি আমার বিবেকের কাছে দ্বায়বদ্ধ!!!
ধন্যবাদ পাশে দাঁড়াবার জন্য!!!
৩৮| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
ডিসকো বান্দর বলেছেন: এতদিন ধরে ব্লগে লিখছি এখনও কাউকে ব্লগার পরিচয় দিচ্ছি না। আর এই ইমরান এইডস সরকার নকি ব্লগার হয়ে গেছে। জীবনে যাকে ব্লগিং এ দেখিনি সে কিভাবে মিডিয়ার সামনে ব্লগার পরিচয় দেয়? হুজুগে মিডিয়া কিছু যাচাই বাচাই না করে হুদাই নিউজ করে। ব্লগার অমুক ব্লগার তমুক। আরে হলুদ মিডিয়া কোম্পানীরা এরা আসলে ব্লগার কিনা একবারও কি যাচাই করে দেখতে মন চায় না? হলুদ হলুদ হলুদ, হলুদে সব হলুদ হয়ে গেছে।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ঠিক বলেছেন।
৩৯| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
rainbristi বলেছেন: ইমরান এইস সরকারের ব্লগ লিংক কেউ দিতে পারেন। তার লিখা গুলা পড়ব খুব মন দিয়ে কথা দিচ্ছি। সামু তে থাকলে অনুসরন করব।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি তার কোনো ব্লগ পাই নি।
তবে প্রথম আলো ব্লগে তার একটি একাউন্ট আছে। লিংকটি উপরের কোন একটি মন্তব্যের মধ্যে আছে।
৪০| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: ডাঃ ইমরান কে কারা ব্লগারদের মুখপাত্র বানিয়েছে তা খতিয়ে দেখতে হবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র সে হলে আমরা অপমানিত বোধ করি। দু’দিনের বৈরাগী আমরা চাই না। আমরা যে অহিংস আন্দোলন শুরু করেছিলাম তার শেষ হতে পারতো অনেক সুন্দরভাবে। অহেতুক মোল্লা সমাজ ও সাধারণ মানুষ আমাদের ভুল বুঝতো না।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ!!!
৪১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
টুরিস্ট আশরাফুল বলেছেন: ইমরান এইচ সরকার যখন টিভিতে বয়ান দিবার আহে,মনে হয় দেশের রাষ্ট্রপ্রতি ভাষণ দিবার আইছে,খিচ্চা বইয়া তার বয়ান হুইন্না না,মনে চায় টিভিতে একটা লাত্থি মারি !! হালায় দেশ লইয়া লুডু খেলবার চায়,আবাল কোথাকার !!ব্লগারগো ইজ্জত মারবার লেইগা কয়ডা কুলাংকার ঐখানে ফাল পারতাছে !!সব হালায় আবুল !! ৫ তারিখে ঠিকি ব্লগারডি আছিল,আর অহন ঐখানে ব্লগার নামধারী কয়ডা কুলাংকার,ধর্মবিদ্বেষী ফাল পারতাছে !!শেষমেস কইয়া রাহি ঐইডা অহন আর ব্লগারগো নাইজ্ঞা ওহন আইছে নেতা হইবার আন্দুলুন !!
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সহমত!!!!
৪২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
আলাউিদ্দন আিরফ বলেছেন: আমি মাত্রই শাহবাগ চত্ত্বর থেকে আসলাম। সেখানে দেখলাম চারস্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশ ও ডিবি পুলিশের সশন্ত্র অবস্থান। তার ওপর শাহবাগের কথিত গণজাগরণ মঞ্চে প্রবেশের দুই পাশে আর্জওয়ে মিরর বসানো।
আপনি বলতে পারেন এই আন্দোলন কার বিরুদ্ধে, কার কাছে? নিশ্চয় সরকারের বিরুদ্ধে, এবং সরকারের কাছে। কারণ সরকার নিরপেক্ষভাবে যুদ্ধাপরাধের বিচার করলে এই আন্দোলন হতো না। তাই সরকারের বিরুদ্ধেই সরকারের কাছে আন্দোলন। কিন্তু সেখানে আর্চওয়ে মিরর কেন?
১৯৭১ সালে বা ১৯৫২ সালে কি পাকিস্তানীরা মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা দিয়েছিল। গানম্যান দিয়ে পাহারা দিয়েছিল? যদি না করে থাকে তাহলে শাহবাগে গণজাগরণ মঞ্চে আর্চওয়ে মিরর পুলিশি পাহারা কেন থাকবে।
ব্লগারদের নামে এসব ভন্ডামি এখুনি বন্ধ করা উচিত।
কারন এখন দেশের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষ ব্লগার মানেই মনে করেন একজন ভন্ড, নাস্তিক
এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। নিজের ব্লগার পরিচয়টুকুকে কলঙ্কমুক্ত রাখতে চাই।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি চাই ব্লগার আর নাস্তিক যে এক নয় তা যেনো সাধারণ মানুষ বুঝতে পারে।
ডাঃ ইমরানের সাহেব আমাদের কোনো নেতা বা মুখপাত্র নয় সেটা আমাদেরই প্রমান করতে হবে।
৪৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
ফারুক চৌধু্রী বলেছেন: হেহেহে ইমরান তাইলে ব্লগার না, তাইলে তো আমরা সব ব্লগার গুলাবী আফার সার্টীফাইয়ে নাস্তিক আর ইমরান আস্তিক, হেপাজতে জামাত ইসলাম তাহলে কেন আস্তিক কে নাস্তিক বলছে? হালারা দেখা যায় আসলেই হারামী।
আর আফনে যদি মূখপাত্র হন(একটা কমেন্টে আপনি ইচ্ছা প্রকাশ করছেন) তাইলে তো ব্লগাররা নাস্তিক কথা টা জায়েজ হয়ে যাবে।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: মজা পেলাম
৪৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
ভবঘুরে তৌহিদ বলেছেন: সামুতেই কয়েকদিন আগে এই ডাঃ ইমরানের ব্লগের আমোলনামা পোষ্ট করা হয়েছিল কান্তু পোষ্টটি ১২ ঘন্টাও থাকে নি কেন যে তা আমার বোধগম্য নয়। তবে তার আমল নামাটা অনেকটা এ রকম:
১।প্রজন্ম ব্লগের চিপ মডারেটর যার নাম অনুসারে শাহাবাগের নাম হয়েছে প্রজন্ম চত্তর। প্রজন্ম ব্লগে তার বয়স ১ বছর ৩-৪ মাস হবে পোষ্ট করেছেন ৪টি মন্তব্য ১২টি।
২। সামুতে বয়স ১ বছর ২ মাস পোষ্ট করেছেন ১ টি, মন্তব্য নাই।
৩। প্রথম আলো ব্লগের বয়স ১ বছর ২ মাস পোষ্ট ০করেছেন,মন্তব্য নাই।
টুইটারে ফলোয়ার ৪০০+ আর ফেসবুকে মিডিয়ায় আসার আগে বন্ধু ছিল ৫০০ আসে পাশে এখন ফলোয়ার প্রায় ১৪০০০।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমারও পরবর্তি পোস্টটি সাময়ীকভাবে স্থাগীত করা হয়েছে। সামু কর্তৃপক্ষ বলেছে ১২ঘন্টা পর পোস্টটি ফিরিয়ে দিতে পারে। কি হয় কে জানে!!!!
৪৫| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
রাকিব আল আজাদ বলেছেন: মনে হয় সরকারের গোপন কোন চাল।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এটা যে কার চাল সেটাই তো বুঝতে পারছি না।
আপনার কেউ বুঝতে পারলে দয়া করে জানাবেন।
৪৬| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
শীতের সকাল বলেছেন: ডা. ইমরান এইচ সরকার নাকি ব্লগারদের নেতা। এরকম মহান ব্লগারের লেখা না পড়লে নিজের জীবনকে বড়ই অনর্থক মনে হচ্ছিল। তাই হন্যে হয়ে খুজতে লাগলাম হযরতের লেখাগুলো। কিন্তু বড়ই হতাশ হতে হল। অনেক খুঁজে তার ৩টি লেখা পেলাম। যা সম্প্রতি লেখা।
দুটি পেলাম প্রজন্ম ব্লগে-
২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা; শুধুই কি একটি আনুষ্ঠানিকতা নয়?
তারিখ: ফেব্রুয়ারী ৪, ২০১৩ সময়: ৪:২৮ পূর্বাহ্ন
আরেকটি হল-
জাতির জনকের বীরোচিত প্রত্যাবর্তন
তারিখ: জানুয়ারী ১০, ২০১৩ সময়: ৩:৫৬ পূর্বাহ্ন
আর আমার ব্লগে গিয়ে খেলাম টাশকি! একি?!
ব্লগারঃ ইমরান এইচ সরকার
ব্লগ লিখেছেনঃ ০টি
মন্তব্য পেয়েছেনঃ ০টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৩৮টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ০টি
সদস্য হয়েছেনঃ ২ বছর ৫ সপ্তাহ আগে
লিংক- http://www.amarblog.com/blogger/drimran-0
দুই বছর ধরে ওনি কি ঘোড়ার ঘাসটা কেটেছেন রেজিষ্টেশন করে? কোন লেখা নাই?
একই হালাত প্রথম আলো ব্লগেও। দেখুন কি হালাত!
ডা: ইমরান এইচ সরকার-এর ব্লগ
Dr.Imran H Sarker; Enlightening myself to serve the patriots against all evil forces.I am a very simple, friendly, fun loving man with specific mission, vision and principles since very beginning of my life.I believe on liberal, secular democracy. My main goal is empowering peoples by democratic establishment, I am trying prepared myself through that hard way.......definitely I will be successful to change the fate of our people.
অবস্থানঢাকা, বাংলাদেশ
ব্লগে আছেন১ বছর, ২ মাস, ১৭ দিন, ২১ ঘন্টা, ৫ মিনিট
সর্বমোট পোস্ট ০ টি
কোন পোষ্টই নেই সেখানে।
আর নাগরিক ব্লগের হালাত দেখুন-
ইমরান সরকার -এর ব্লগ
ইমরান সরকার এখন অব্দি কোনো ব্লগ লেখেন নি। http://www.nagorikblog.com/blog/3266
বিডিনিউজ২৪ ব্লগের অবস্থা দেখুন-
ব্লগে যোগদান করেছেন: মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১২
পোস্ট করেছেন: ১টি
মন্তব্য করেছেন: ৩টি
আর কোন লেখা নেই কোথাও। অন্তত আমি বাটি চালান দিয়েও কোথাও পেলাম না। তাহলে কি তিনি ভুঁইফোর ব্লগার?
২০১২ সালে যার ব্লগিং জীবন শুরু? বহুত কষ্ট করে যিনি মাত্র ৩টি ব্লগ লিখেছেন। সর্বসাকুল্যে এখনও মন্তব্য ১০০ ছাড়ায়নি। এরকম আনাড়ি ও নতুন লোক ব্লগারদের নেতা বনলো কি করে? মাথায় ঢুকছে না।
(ফেসবুক থেকে সংগৃহীত)
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার মাথায়ও ঢুকছে না।
৪৭| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শীতের সকাল বলেছেন: একটা আইডিতে কমেন্ট ব্যান খাইছি ।
এইডা মনে হয় হারামু।
আমি শেষ আর নাই তয় ডরাই না।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমিও কোনো ভয় করি না।
যা হবার তাই হবে। তবে দেশের অবস্থা ভাল হলেই আমরা শান্তি পাবো। ব্লগারদের বিরুদ্ধে অহেতুক ছড়ানো গুজব গুলো উঠে গেলে খুশি হব।
৪৮| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মাইন রানা বলেছেন: http://projonmoblog.com/author/imran
এটা নাকি ড. ইমরান এইচ সরকারের ব্লগ!!! ২ টা পোস্ট!! তাও ২ মাস ধরে
তরুণ প্রজন্মের প্রথম শাহবাগ আর বর্তমানের মঞ্চ এক নয়। প্রথমদিকের মানুষ আর বর্তমান মঞ্চের মানুষ ও একনয়। প্রথম লক্ষ লক্ষ মানুষ নিজের ইচ্ছায় গিয়েছিল একাত্নতা জানাতে কোন ব্লগারের ডাকে নয়। কেউ কারো কথায় আসে নাই নিজ থেকে গিয়েছে।
শাহবাগে কিছু ব্লগাররা আন্দোলন শুরু করেছিল সরকারের বিরুদ্ধে এবং হাজার হাজার মানুষ নিজের বিবেগের তাড়নায় সেখানে গিয়েছে সরকার জামাতের আততের বিরুদ্ধে। সেই আতত এই শাহবাগ ভন্ডুল করে দিয়েছে যা সবচেয়ে বড় সাফল্য। আর কোন সাফল্য চোখে পড়ে কি?
কিন্তু কিছু সুবিধাবাদী চাটুকার সরকার দলীয় দালাল দ্বারা ব্লগারদের কিছু সুবিধা যেমন শাহবাগে ৪ স্তরের নিরাপত্তা, খাবার, টয়লেট, মিডিয়ায় টকশোতে চেহারা দেখানো, সরাসরি সম্প্রচার, ২য় মুক্তিযুদ্ধ বলে উৎসাহ, সরকারী কঠোর নিরাপত্তায় বিভিন্ন জায়গায় সমাবেশ ইত্যাদি সুবিধা দিয়ে এই আন্দোলনকে দলীয় আন্দোলন বানিয়ে ফেলেছে, মঞ্চ দলীয় সংগঠনের হাতে চলে গেছে তাই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে!!
যেখানে প্রথম দিকে প্রতদিনই লোক বাড়ছিল সেখানে এখন আওয়ামীলীগের দলীয় অঙ্গ সংগঠনের জনবল ছাড়া মানুষ একদম হয় না!!!! আর তখনকার উচ্ছ্বাস এর সাথে বর্তমান উচ্ছ্বাস দেখলেই বুজা যায় সাধারণ মানুষ এর উপস্তিতি। বর্তমান মঞ্চ চেনাজানা সব দলীয় লোকে ভরপুর!!!! মঞ্চ থেকে বর্তমান সব বক্তব্য হল রাজনৈতিক এবং বিরোধী দলের বিরুদ্ধে!!! নিরপেক্ষ কোথায়??
৪৯| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
শীতের সকাল বলেছেন: @ আলাউদ্দিন আরিফ
Click This Link
ব্লগারদের শাস্তি ও গণজাগরণ মঞ্চ বন্ধের দাবিতে সোচ্চার হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঢাকা অবরোধ ও ইসলামী গণজাগরণ মঞ্চ তৈরির ঘোষণা দেওয়া হেফাজতে ইসলামের এ আন্দোলন নিয়ে নানা প্রশ্ন উঠলেও তাদের দাবি এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটি শুধু একটি 'ইমানি আন্দোলন'। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধেও অবস্থান নেই হেফাজতের। চলমান আন্দোলন ও যুদ্ধাপরাধ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুনায়েদ বাবুনগরী। তার দেওয়া সাক্ষাৎকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
প্রশ্ন : ব্লগারবিরোধী হেফাজতে ইসলামের এ অবস্থান কেন?
জুনায়েদ বাবুনগরী : সব ব্লগারের বিরোধিতা করছে না হেফাজতে ইসলাম। যারা ২০১০ সাল থেকে আল্লাহ ও নবী (সা.)-কে অবমাননা করে ব্লগে লিখেছেন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের অবস্থান। যারা দীর্ঘদিন ধরে আল্লাহ ও নবী-রাসূলের বিরুদ্ধে লিখেছেন তারাও এখন শাহবাগে নেতৃত্ব দিচ্ছেন। তাই শাহবাগে নেতৃত্বদানকারী ব্লগারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম।
প্রশ্ন : ব্লগারদের দাবি তারা ইসলামকে অবমাননা করে কোনো ব্লগিং করেননি। যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের অনেকেই নিয়মিত নামাজ আদায় করেন।
জুনায়েদ : আমাদের কাছে তথ্য রয়েছে, শাহবাগ আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে বেশ কয়েকজন নবী-রাসূলকে অবমাননা করে ব্লগ লিখেছেন। তাদের বিষয়ে অনেক তথ্য-প্রমাণ রয়েছে আমাদের হাতে। আমরা আস্তিকদের বিরুদ্ধে নই। নবী-রাসূলকে অবমানকারী কয়েকজন গণজাগরণ মঞ্চকে নেতৃত্ব দিচ্ছেন বলে আমরা এর বিরোধিতা করছি।
প্রশ্ন : ব্লগারদের ধারণা আপনারা তাদের ভুল বুঝছেন। তাই তারা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে চান। আপনারা তাদের সঙ্গে আলোচনায় আগ্রহী কি না?
জুনায়েদ : আল্লাহ ও রাসূল (সা.)-এর সঙ্গে যারা বেয়াদবি করেছেন তারা নাস্তিক। তারা আল্লাহর দুশমন। তাই তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।
প্রশ্ন : এরই মধ্যে আপনাদের এ আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। অনেকে এ আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুঁজে পাচ্ছেন।
জুনায়েদ : হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। আমাদের আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতের রাজনীতি করে এমন লোকজনও সম্পৃক্ত রয়েছেন। তারা অরাজনৈতিকভাবে এতে যুক্ত। তাই এটি শুধুই অরাজনৈতিক এক 'ইমানী আন্দোলন'।
প্রশ্ন : যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আপনাদের অবস্থান কী?
জুনায়েদ : আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক। সেটা যথাযথ আইনের মাধ্যমে। তবে শাহবাগে যেভাবে অ-ইসলামী কর্মকাণ্ডের মাধ্যমে বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে তা সমর্থন করি না।
প্রশ্ন : যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে শরিক হবেন কি না?
জুনায়েদ : দেশে প্রচলিত আইনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার হবে। সরকারেরই দায়িত্ব আইনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করা। এতে আন্দোলনের শরিক হওয়ার কিছু নেই।
প্রশ্ন : সম্প্রতি গুজব ওঠে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে। এ বিষয়ে আপনাদের মন্তব্য?
জুনায়েদ : আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন। তবে সাঈদীর বিষয়টা সম্পূর্ণ অবাস্তব। তাই এ ধরনের কথা আমি বিশ্বাস করি না।
প্রশ্ন : আল্লাহ, রাসূল ও ইসলামের অবমাননাকারীদের খুঁজে বের করতে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি নিয়ে আপনাদের মতামত কী?
জুনায়েদ : সরকারের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে এ কমিটিতে আলেম-ওলামাদের অন্তর্ভুক্তি প্রয়োজন।
৫০| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
হাকিম২ বলেছেন: ডা: ইমরান এইচ সরকার-এর ব্লগ [ প্রথম আলো ব্লগের খতিয়ান ]
অবস্থানঢাকা, বাংলাদেশ
ব্লগে আছেন১ বছর, ২ মাস, ১৯ দিন, ৩ ঘন্টা, ৫১ মিনিট
সর্বমোট পোস্ট০ টি
সর্বমোট মন্তব্য৪ টি
৫১| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
প্রচুর বলেছেন: হাসতে মুন্চায়।
৫২| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
জাকির হোসেন মামীম বলেছেন: ডা: ইমরান এইচ সরকার
পিতা: মতিন সরকার (রৌমারী আওয়ামিলীগ)
দাদা রাজাকার ( যুদ্ধ পরবর্তীতে মুক্তিযোদ্ধা কতৃক খুন হন)
রংপুর মেডিকেলের সাবেক ছাত্রলীগ সভাপতি ও পরে বাম দল ভুক্ত হন ।।
এডহকের মাধ্যমে ডাক্তারি চাকুরী হয় ।।
১ম পোষ্টিং কুড়িগ্রাম জেলার উলিপুর থানা স্বাথ্যকেন্দ্রে ।।
ব্যাক্তি গতভাবে তিনি কোন স্মৃষ্টিকর্তাকে মানেন না। (বর্তমান মানেন কিনা জানি না ) ।। তিনি নিজ এলাকা রৌমারীতে এবারে সংসদ নির্বাচনে দোয়া প্রার্থী ।।
ভাইরে নিজের জানা ও দোয়া প্রার্থী বিষয়টা শোনা ।।
এতগুলান কথা লিখলাম
আমার আবার বিপদ হবে নাতো ??? (সত্য মিথ্যা যাচাই করিয়েন , আমি আমার জানাটা বললাম)
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: লাখো বুরা চাহে তো কেয়া হতি হে
ও বি হোতি হে যো মঞ্জুরে খোদা হতিহে!!!
৫৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
মাহমুদ বিন হাফিজ বলেছেন: যে বলে ইমরান জামাতের সৃষ্টি সে আসলে কোন বোকা প্রাণীর সাথেই তুল্য নয়। তুলনা করলে অতি বোকা প্রাণীও নিজেকে অপমানিত বোধ করবে। বোকারা বোঝে না, ইমরানকে দিয়ে আমিলীগ শাহবাগকে কিনে নিয়েছে, ব্লগারদের ব্লগারলীগ বানিয়ে ছেড়ে দিয়েছে। অবশ্য এতে আমিলীগের বেশ ক্ষতি হয়ে গেছে। কিছু কুলাঙ্গার ব্লগারদের জন্য ব্লগারলীগ নাস্তিক খেতাব প্রাপ্ত হয়েছে। ফলে আমিলীগ শাহবাগ কাঁটা গিলতে গিয়ে গলায় আটকে গেছে। এখন গিলতেও পারছে না বেরও করতে পারছে না।
৫৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩
শীতের সকাল বলেছেন: Click This Link
Click This Link
Click This Link
৫৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭
উড়োজাহাজ বলেছেন: আমারে কেউ মাইরালা
৫৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
টুরিস্ট আশরাফুল বলেছেন: কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে?
যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে , মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে।
[হযরত আলী রাঃ]
৫৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
অনন্ত অন্তর বলেছেন: কিছু অসুস্থ মানসিকতা সম্পন্ন নাস্কিকের কারনে 'ব্লগার' ও 'নাস্তিক' এক সুত্রে গাথা হয়ে গেছে। সাধারণ মানুষ যারা আগে ব্লগ কি তা বুঝত না এখন তাদের মোটামুটি ধারণা যে, যারা ইন্টারনেটে লেখালেখি করে মুক্তমত প্রদান করে তারাই ব্লগার আর তারাই নাস্তিক। অর্থাৎ ব্লগার ও নাস্তিক সমার্থক শব্দ বলে বিবেচিত হচ্ছে। নাস্তিকদের ব্লগ দাপিয়ে বেড়ানোর কারনে এবং বিভিন্ন ব্লগ সাইট তাদের প্রশ্রয় দেয়ার কারনে এটি হয়েছে। কোন ধর্মকে আঘাত করে কিছু বলা আমার মনে হয় কোন ধর্ম সমর্থন করে না। সুতরাং এদের প্রশ্রয় দেয়া বড় অন্যায় হয়েছে। যার খেসারত দিতে হচ্চে সকল ব্লগারদের। আজ যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা তো ঠিক ছিল কিন্তু নাস্তিকদের কারনে সেটি কি আজ অন্য খাতে প্রবাহিত হচ্ছে না?
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
ঢাকাবাসী বলেছেন: তাকে সরকার বেশ মোটা মাল দিয়ে কিনে নিয়েছে, তিনি দৈনিক মোটা ভাতা পান বলে শোনা যায়।