নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

আমরা সাধারণ জনগন বলতে কি বুঝি?

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

বাংলাদেশের রাজনৈতিক স্টাইলে একজন পূর্ণাঙ্গ দূর্ণীতি মুক্ত, ন্যায় পরায়ন ও স্বজন প্রীতি বিহীন এম.পি. মন্ত্রী হয়ে নির্বাহী ক্ষমতা দেখানো সম্ভব না। বাংলাদেশের আমলা, দলীয় পোস্ট প্রাপ্ত ব্যাক্তি ও সুযোগবাদী ব্যবসায়ী, বিচার বিভাগ, লোকাল গভমেন্ট ও রাজনীতিবিদ এর জন্য আজ সৎ সিস্টেম করাপটেড। এখানে একজন রাজনৈতিক ব্যাক্তি ইচ্ছে করলেও সৎ থাকতে পারে না। সাধারণ জনগন বলতে আমরা কাকে বুঝি। আপনি, আমি, আমরা সবাই। যে দেশে রগে রগে শিরায় শিরায় দূর্ণীতি ও স্বার্থপরতায় ভরা সে দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে বলুন। সাধারণ জনগণের মধ্য থেকেই সাধারণ জনগণের নেতা নির্বাচিত করা হয়। আর নেতা হবার পর তিনি আর সাধারণ থাকেন না। তিনি সাথে কিছু সাধারণ জনগণ হয়ে বনে যান দূর্ণীতি গ্রস্থ একজন মানুষ। এরপর এক উত্থান নয় পতন।

আমরা সাধারণ জনগণ আসলে সবকিছুতে বেশী বুঝি। সব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চাই। রাজনৈতিক পোস্ট পজিশন নেই কিন্ত চায়ের কাপে ঝড় তুলতে পছন্দ করি। অহেতুক নেতা-নেত্রীর পক্ষ নিয়ে ঝগরা বিবাদ করে অযথা সময় নষ্ট করি। এরচেয়ে বরং যে যে কাজটি পারেন তার পিছনে অধিক সময় ব্যায় করে নিজের ভাগ্যের উন্নয়ন করলে দেশও উন্নত হতে বাধ্য।

আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি সেই সুন্দরের জন্য যে এসে সব কিছু ঠিক ঠাক করে দেবে। যে শক্তি সবার মনের মধ্যে উদয় হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সয়ংসম্পূর্ন হবে। সবাই আপন শক্তির জোড়ে সচেতন হবে। এই জীবনে যদি সেই সুন্দরকে দেখে যেতে না পরি তাতে কোনো অসুবিধা নেই। কারণ সবাই বেঈমানী করলেও মৃত্যু নামের চরম আপন বন্ধুটি অন্তত আমার সাথে বেঈমাণী করবে না। সে আসবেই এবং আমাকে নিয়ে যাবে চির সুন্দরের দেশে যেখানে এই চেতনা থাকবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.