![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমি প্রাণ ভরে স্বাগত জানাচ্ছি সেই অনাগতকে যিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধীকারী হতে যাচ্ছেন। খুব দ্রুত বাংলাদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। অনেক অনেক মন্দের পরে অবশ্যই ভালো থাকে। ভালোর জয় সর্বত্র। হোক না অগণতান্ত্রীক!!! হোক না অনিয়ম!!! তারপরও রাইট। আমরা আর রক্ত চাই না। আমরা চাই আমাদের সাভাবিক জীবন যাপন। গণতন্ত্র আর সৈরাতন্ত্র বুঝি না চাই এই রক্তপাত বন্ধ হোক। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। এই সেনা নায়ক বীরদের বাংলা মা আগুনে জ্বলে পুরে ছাড়খার হতে দেয়া যাবে না।
আইন? কিসের আইন? কার জন্য আইন? মানুষ আইনকে সৃষ্টি করেছে নাকি আইন মানুষকে সৃষ্টি করেছে। জনগণ জাগেনী। জনগন প্রতিনিয়ত ব্লাকমেইল ও লাঞ্চনার স্বীকার হয়েছিলো, হচ্ছে এবং হবে। এটাই এই তৃতীয় বিশ্বের নব জাগ্রত বাংলার চেহারা।
আমি আমার সকল অন্তর দিয়ে তার শুভ আগমণী বার্তার খবর দিলাম। তিনি আসবেন। তিনি আসতে বাধ্য। তিনি আমাদের এই পঁচা, বাসী, গন্ধে ভরা রাজনীতিদের কাছ থেকে আমাদের আলোর পথে নিয়ে যাবেন।
বন্ধুগণ আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন দেখবেন সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। শুধু শুধু আমার সোনার বাংলার কিছু নিরিহ মানুষের জীবন গেল। আর জীবনটা শুধু একবারের জন্যই মানুষ পায়। আর আফসুস করে লাভ নেই। আসুন এই অনাগতর সাথে কাধে কাধ মিলিয়ে একই সারিতে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
একাকী বাংলাদেশি বলেছেন: এরকম সিরিয়াস ব্যাপারে হাসি তামাশা না করাই ভালো। এই পোষ্টের জন্য আমি আপনার ব্যান কামনা করছি। রিপোর্টেড
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনি আমার পোস্টি দয়া করে আর একবার পড়ুন। সব বুঝতে পারবেন। ধন্যবাদ!!!
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
বাংলার আকাশ বলেছেন: Allah jane ! Hole nofol namaz porbo.
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
একাকী বাংলাদেশি বলেছেন: আপনার পোষ্ট না বুঝার কোনো কারন নেই একেবারে ঝকঝকা ক্লিয়ার। কিন্তু ব্যাপার হলো যা বলছেন তা গ্যারান্টি দেওয়ার মত সামর্থ আপনার আছে কিনা?
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
ভীতু সিংহ বলেছেন: ভাইজান কি ডিজিএফআই তে পার্ট টাইম করেন?
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
মহিদুল বেস্ট বলেছেন: NEMESIS দরকার
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
ঢাকাবাসী বলেছেন: জ্যোতিষ সম্রাট ....।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
আহলান বলেছেন: ভাই কি সামরিক শাসনের ইঙ্গিত দিলেন? ...
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
হরিপদ কেরাণী বলেছেন: পরিবর্তন না হয়ে উপায় নেই। Cantonment is the back door to exit for AL. it is the only solution for them. আমারও মনে হয় কাউন্ট ডাউন করার সময় এসেছে।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
পাঠক১৯৭১ বলেছেন: ভাই আপনি তো কম্প্যুটার ইংজিনিয়ার;
আমার কম্প্যুটারটার বিয়ের ব্যবস্হা করতে পারবেন?
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
নাম বলবো না বলেছেন: এইটাই মনে হয় একমাত্র সমাধান, আর নইলে ক্ষমতাসীনদের পিঠে ছালা দিলেও কাজ হবেনা। বন্ধু রাষ্ট্রে গমনও একটা সমাধান হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই কিসের ইশারা দিয়া গেলেন? একটু ক্লীয়ার করেন