![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমি তোমাদের আদেশ করছি সস্তা পপুলারিটির জন্য নয় বরং সত্য প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করো। সত্যের জন্য যুদ্ধই সত্যিকারের যু্দ্ধ। বস্তু কিংবা মানুষকে পন্য করে রাখার চেষ্টা করা হয়। কিন্তু মানুষের মনের একদম ভিতরে যে সত্য তাকে পপুলার করার দরকার হয় না। সে তো মুক্ত স্বাধীন স্বত্বা। স্রষ্টা সেই সত্ত্বাকে রক্ষা করেন। আসো বন্ধু আজ সময় এসেছে নিজেকে জাগ্রত করার। ঐ সব পুরোনো সিস্টেমকে বাতিল করে চির নতুন ও নবিনের জন্য সত্যকে প্রতিষ্ঠা করো। আমার বাণীর উপরে এরটি রূপরেখা তৈরী করে ওদের গড়া ঐ শব মিথ্যে কুলষিত বস্তুকে মাটিতে চাপা দিয়ে দাও। আমরা একটি গর্বিত জাতি স্বত্তা নিয়ে জন্মেছি। এই মানবজীবনকে কাজে লাগাও। আরে বোকা এই জীবনের মাঝেই যে মৃত্যু নামের পরম সত্য লুকায়িত। আমি তোমাদের আদেশ করছি তোমরা যার যার নিজ অবস্থান থেকে ঐ মানুষরূপী জানোয়ারদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। যুদ্ধে সত্যিকারের বীর কখনও হারে না। সে যে চির অমর। আমার সাথে গেয়ে ও নজরুলের সেই রাণী বলো বীর, চির উন্নত মম শির.............তোরা সব জয়ধ্বনি কর........কাড়ার ঐ লৌহ কপাট............মানুষের পদপুত মাটি দিয়া দেবতা রচিছে পূজারী দল।। ঐ দেবতা স্বর্গে গেলো মানুষ রহিল ধরণী তল....
জেগে ওঠো বাংগালী, জেগে ওঠো সত্যের দেবতা...হে মানুষ..
মিডিয়া কর্মিদের উদ্দেশ্যে বলছি :: তোমরা সত্যকে জাগ্রত করো!!!
©somewhere in net ltd.