নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

রাজণীতিবিদ ও কুটনীতিবিদ এর মধ্যে পার্থক্য কি? বুঝিয়ে বলো।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আজ আমার বাংলাদেশী ভাইয়েরা বুঝতে পেরেছেন রাজতীতিবিদ আর কুটনীতিবিদ কাকে বলে? উহা দারা কি করা হয়? দেখো বন্ধু আজ জনগণের মধ্যে মানুষ জেগে উঠেছে। কে বলেছে আমার বাংঙালী বোকা? বাংলাদেশের মানুষ এক চায়ের কাপে ঝর তুলছে “গনতন্ত্র কি?” , “রাজনীতি কি?” , “দূর্ণীতি দমন কমিশনের কাজই হলো দূর্ণীতি করা” , “বিএনপি কি?” , “আওয়ামী লিগ কি?” , “সংবিধান কি?” , “আইন কি?”। দেখো আজ একটি জাতিসত্ত্বা জেগে উঠেছে। চালিয়ে যাও বন্ধু। আর বসে থেকো না ওদের গড়া মায়াজালে। টিভির রিমোট, খবরের কাগজ, ইন্টারনেটে আসক্তি কিছু সময়ের জন্য বিসর্জন দিয়ে জেগে উঠুন দেখবেন পুরো সমাজ পরিবর্তন হতে বাধ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.