![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
ইংরেজী ভাষাকে আর্ন্তজাতিক কে করেছে? ভাষা কি কখনও আর্ন্তজাতিক হয়? ভাষা ভাষাই। ওরা ভাষাকে পন্য করার পর থেকেই বিধাতা ওদের উপর অনেক বেশী চটেচেন। ওরা বোঝে না ভাষা হল মনের ভাব প্রকাশ। বাঙালীরা যে ভাষায় তাদের ভাব প্রকাশ করে তা হল বাংলা। বাংঙালী কে তোদের ভাষা শিখিয়ে মুল্যবান সময় নষ্ট করছিস কেনো? সাধারণ মানুষকে গিনিপিগ বানানোর চেষ্টা করেছিস? এখন থেকে সবাইকে বাংলায় কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাভাষায় সবকিছু শিখবে ও জানবে। ওদের ভাষা ইংরেজী শিখে আমাদের কোনো লাভ নেই। ওরা দরকার হলে আমাদের সাথে বাংলায় কথা বলবে। আজ থেকে প্রতিজ্ঞা করো কোনো বাঙালী ইংরেজদের সাথে ইংরেজীতে কথা বলবে না। ভাষার কোনো বংশ মর্জাদা নেই। সকল এয়ারপোর্ট কর্মকর্তাদের বলছি তোরা তারাতারি এয়ারপোর্ট ঘেরাউ দিয়ে রাখ। আমার বাংঙালী বিদেশে যাবে কেনো? বিদেশকে আমাদের কাছে নিয়ে আসবো। ভাষা নিয়ে ব্যবসা করা যাবে না।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই সহমত সব বাঙালীর মনে একদিন জাগ্রত হবেই।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত।