![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
বাংলা হবে লেটেস্ট বিশ্ব ব্যবস্থা। এখন থেকে সব জমি জমা রেজিস্ট্রি নামক অবৈশ টাকা ইনকাম চলবে না। জমিজামা মাপা হবে ন্যায্য ভাবে। বাংলার প্রায় সকল মানুষের জমিজমা সক্রান্ত সমস্যা। সব জমিজমার সিমানা নির্ধারণ একদিনেই সম্ভব। সব জমি কম্পিউটারাইজ সিস্টেমে ভাগ করা হবে। জমিজামা কেনা, বিক্রি বা কেস, মামলার দোহাই দিয়ে নিত্য নতুন আইন করে একটি শ্রেণী ফুলে ফেপে বড় হবে তা মেনে নেয়া হবে না। আজ থেকে ঘোষনা করছি সাব-রেজিস্ট্রি নামের ঐ পুরাতন ব্রিটিশ ব্যবস্থা ভেঙ্গে দাও। নিয়ে আসো সবার সমান অধিকার। জমি বাটয়ারার নামে কোনো মানুষকে আর মারা যাবে না। জমিজমা সংক্রান্ত বিবাদে মিটালে কয়েক পুরোদেশের পরিস্থিতি পাল্টে দেয়া সম্ভব। নইলে ভাই, ভাই, আত্মীয়-স্বজন সবাই যে ওদের হাতের খেলোয়ার হবে। সিমানা নিয়ে গন্ডগোলের নামে প্রতিদিন এই বাংলায় মানুষ মার্ডার হতে দেয়া যাবে না।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার সব লেখা পড়। তাহলে তোমরা স্পস্ট একটি গাইডলাইন পাবে।
Click This Link
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ছাগল দেয়া এরে ডিফাইন করা যাবে না... রাম ছাগল ও যথেষ্ঠ না। মানবছাগল নামে নতুন একটা টার্ম দেয়া যাইতে পারে।
"লেখক বলেছেন: আমার সব লেখা পড়। তাহলে তোমরা স্পস্ট একটি গাইডলাইন পাবে।"-কত বড় মানবছাগল!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছ। আমাকে ছাগল বললে অসুবিধা নেই। আমি যে রাগতে জানি না।
শোনো, মহত্মা গান্ধী একটি ছাগল পালতেন কারণ তিনি ছাগলের দুধ পছন্দ করতেন। এই ছাগলটার নাম কোনোদিন আসতো না যদি না মহত্মা গান্ধী থাকতেন। বুঝলে আমার এই বাংঙালী ছাগল না।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
এই আমি সেই আমি বলেছেন: কিন্তু কবে এবং কিভাবে ?