নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

মানব সভ্যতার অস্তিত্তের কথা এখন আমাদেরই ভাবতে হবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বৃটিশ পলিসি ভুল। প্রতিটা জায়গায় ইনফরমেশন গ্যাপ। প্রতিযুগেই মহামানব আসে বিশ্ব শান্তির জন্য তোমরা সত্য ও আত্মাদের ঠিকভাবে মূল্যায়ন করতে পারো নি। দেখো বন্ধু আজ সময় এসেছে। মানুষের ভিতরের মানুষটিকে জাগিয়ে তোলো বন্ধু। মানবতার জয়গান গাও দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। হে বিশ্ব চিন্তাবিদের মসনদে যারা অধিষ্ঠত আছো তোমাদের গোয়েন্দা সংস্থা সমূহে ভুল লোক নিয়োগ দেয়া, স্বজনপ্রীতি, প্রকৃত মেধাকে গুরুত্ব না দেয়া আজ মানুষের গড়ে তোলা সভ্যতাকে এক গভীর সংকটের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তোমরা এই হানাহানি বন্ধ কর। পৃথিবীর সব মানুষ ভোগ বিলাশ কম করুন। এর মধ্যেই নিহিত আছে শান্তি। চির মুক্তির পথ। সত্যের গভীরে পৌছে সত্যকে অনুধাবন করুন। আমি যে তোমাদের মধ্যেই আছি বন্ধু। তুমি তোমার বিবেককে জাগ্রত করো আর মানুষ মেরো না। পুরো বিশ্বকে নতুন একটি সিস্টেমে নিয়ে আসার সময় এসেছে। পরম আত্মা আর সহ্য করতে পারছে না। জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় রাস্টের গোয়েন্দা সংস্থারা ঠিক মতো তথ্য সরবরাহে ভুল করেছে। মানুষকে মানুষের মতো বাঁচতে দিয়ে এখনও মানব অস্তীত্বকে টিকিয়ে রাখার সময় আছে। এর পর কিন্তু সে উপায়ও থাকবে না। আজ ফাস্ট ওয়াল্ডএ মানুষ মানুষকে খেয়ে ফেলছে। এ কেমন কথা? মানব সভ্যতা রক্ষার জন্য নতুন করে ভাববার সময় এসেছে। আজ ওয়াল্ড ইকোনোমি, ওয়াল্ড পলিটিক্স, ওয়াল্ড এন্টারটেইনমেন্ট নতুন করে ঢেলে সাজাতে হবে। যা তা আবিষ্কার করলে হবে না। তোমরা দেখছো ড্রোন হামলা আর আমি দেখছি যে লোকটি ড্রোন হামলা চালাচ্ছে। তিনি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। মাতবতার সার্থে বিশ্বের সমস্ত মেধাগুলোকে আবারও বসতে হবে। জাতিসংঘ নামক সংস্থা এখন ভ্যালু লেস। আসো আমরা নতুন করে এই পৃথিবীর কথা চিন্তা করি।

এতো মৃত্যু আমার আর সহ্য হচ্ছে না। মানুষ মানুষকে কেনো মারবে? মানুষের এই হানাহানি বন্ধ করার এখনও সময় ও সুযোগ আছে। আসুন বন্ধু আমরা একটি নতুন যুগের সূচনা করি। জ্ঞাণের গভীরে যে জ্ঞাণ তাকে জাগিয়ে তোলো। মানুষ হাত দিয়ে উড়োজাহাজের ইঞ্চিন আবিস্কার করে নি মেধা দিয়ে করেছে। আজ যে বিজ্ঞানী তাকে রাস্ট্রিয় ব্যবস্থার মধ্যে নিয়ে এসো না। আজ যে বিশ্ব শান্তির অগ্রদুত হিসেবে তোমাদের ধরায় এসেছে তাকে তোমরা মেনে নাও। যিষু মৃত মানুষকে জিবিত করেছিলেন। কোনো লাশকে নয়। আজ আমার সোনার দেশের সোনার মানুষ লাশ হচ্ছে। স্রষ্টার চোখের জল আর সহ্য হয় না। আমি তোমাদেরই চিরদিন মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। তোমরা আমাকে পাগোল বলো তাতে কোনো অসুবিধা নেই। আমাকে তোমরা কিছু লেখা বা ওয়েবসাইটের কোনো কনটেন্ট ভেবে ভুল করো না। আমার বাস যে মাংশের মানুষের মধ্যে। আমার বানীগুলোকে তোমরা অপব্যখ্যা দিও না। আমি যে মানবতার জয়গান গাইতে যুগে যুগে আসি। আকাশের তারার কি বয়স বাড়ে? তোমরা সূর্যের দিকে মুখ তুলে দাঁড়াও দেখবে সবার উপর মানুষ সত্য। এতো রক্ত যে আর সহ্য করতে পারছিনা বন্ধু। পরমাত্মার অনেক বেশী কষ্ট হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.