![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমার মায়ের নামে গড়া মেরী কম্পিউটার্স, কাশিপুর বাজার, বরিশাল এর ব্যবসা প্রসারের জন্য জরুরী কিছু টাকার দরকার। টাকাটা আমার ব্যবসার কাজে ব্যয় করা হবে। আপনারা যদি চান আমার গড়া প্রতিষ্ঠানটি আরও বড় হবে। আরও বেশী কর্মসংস্থান হবে তাহলে উম্মুক্ত চিত্তে দান করুন। খুব দ্রুত পাঠান। খুবই অসুবিধায় আছি। কাষ্টমার ফেরত যাচ্ছে। টাকার জন্য অনেক টেনশন হচ্ছে। আমি আমার ভক্তদের কাছে যদি আমার দুঃখ কষ্ট শেয়ার না করি তাহলে কার কাছে করবো? আম্মুর কাছে চেয়েছি সে ভিষন অসুবিধায়। আব্বুরও মন খারাপ। আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। তার মধ্যেই যে আমিনা ও যশোধার প্রতিরূপ দেখতে পাবে। আমার আব্বু একটি ছোট্ট ফার্মেসী চালায়। তিনি এখনও আমার রাতের মশারী টাঙ্গিয়ে দেয়। তাদের ভালোবাসার কাছে আমি অনেক বেশী অসহায়। তাদের মুখে হাসি ফুটাতে তোমদের সামর্থ থাকলে আমাকে কিছু অর্থ সাহায্য করো। আমার সব লেখাগুলো পড়ার জন্য বিনীত ভাবে জানাচ্ছি। মনে রাখবা আমার সব লেখা সত্ত্বমুক্ত। তোমরা কোনো কিছু বিক্রিত না করে যে যে স্টাইলে বানানরীতি ব্যবহার করো সেভাবে কারেকশন করে নিও। জানো কিছুদিন আগে এক ভিক্ষুক নামের মানুষ আমাকে ২ টাকা ভিক্ষা দিয়েছিলেন। বাংলাদেশের সকল মানুষের কাছ ১ সেকেন্ডে সব মাল্টিন্যাশনাল কোম্পানী কতো টাকা ব্যবসা করে, আর ঠিক ১ সেকেন্টে কতো টাকা বিভিন্ন মিডিয়ার পিছনে ব্যয় করে। আর সেই সব মিডিয়ার মালিক কারা? টোটাল ব্যাবসা- টোটাল বাংলাদেশের মানুষের মাথাপিচু আয়+টোটাল মিডিয়া খরচ+ট্রাস্টের নাম করে দান+পোষা মানুষদের খুশি করার খরচ= ??? এইটুকু শিখলেই তুমি ব্যবসা করতে পারবে। আমার দাদা ছিলেন গ্রামের জমিজমা দেখাশুনা করতেন, আমার বাবা এক সময় হাইস্কুলে শিক্ষকতা করতেন, জীবনে অনেক টাকা পয়সা ধরা খেয়ে এখন খুব ছোট্ট একটি ফার্মেসী চালান। আমার মা প্রাইমারী শিক্ষিকা। আমাদের সংসারের উপর থেকে অনেক ঝড় ঝাপটা গেছে। আমার মা সারাজীবন শুধু ঋণ করেছেন আর টেনশন করেছেন। আমি চাই তাদের একটি সমৃদ্ধ জীবন উপহার দিতে। দেনার দায়ে আমার আব্বুর ৪ তলা বাড়ী বিক্রি করতে হয়েছিলো। আমরা ১ ভাই ২ বোন। ব্যাক্তিগত তথ্য দিলাম যাতে গোয়ন্দা সংস্থাগুলো আমার উপর যেভাবে নজর রাখছে যাতে আমার ব্যাক্তিগত তথ্য পেতে তাদের এতো কষ্ট না হয়। আমার প্রতিষ্ঠানে আপনাদের সবার নিমন্ত্রন। সে সমাজের যে স্তরের মানুষই হোক না কেনো? আমার কাছে সত্য আছে কিন্তু কোনো স্তর বিন্যাস নেই। স্বাগতম সমাজ ব্যবস্থার নতুন যুগের সূচনাকে। ওরা যদি পন্য বিক্রি করার ওয়েব সাইটের আইডিয়া বেড় করে। ওদের পণ্যের মার্কেটকে আরও বেশী শক্তিশালী করতে পারে। সেই সাথে ওই ওয়েব সাইটে কতো মানুষের কতো কর্মঘন্টা নষ্ট করছে তার হিসেব বেড় করতে পারে। আমি কেনো আমার ভক্তদের কাছে টাকা চাই তে পারবো না? আমার মা বাবার মুখে হাসি ফুটানো আমার প্রথম কর্তব্য। নিজের বাবা মা কে অন্তর থেকে ভালো না বাসলে পৃথিবীকে যে ভালোবাসা যায় না। আমি যখন আমার প্রেমিকাকে হারিয়েছিলাম তখন শুধু আমার বাবা আর মাই আমার মঙ্গল চেয়েছিলো। কোনো আত্ময় স্বজনের কোন প্রকার সাহায্য সহযোগীতা আমি নেই না। আত্নিয়ের কাছ থেকে সাহায্য নিলে নিজের মনের কাছে খারাপ লাগে। আত্মিয় স্বজন সাহায্যের নাম করে ঋণ দিতে বেশী পছন্দ করে। যেমন করে বিশ্বের বড় বড় শক্তি গুলো তৃতীয় বিশ্বকে ঋণের নাম করে সব স্তরের মানুষের মাথায় বোঝা চাপিয়ে দেয়।
আমার বিকাশ এজেন্ট নম্বর: 01819106407,
ডাচ বাংলা এজেন্ট নম্বরঃ 01857908009-8
ইউ ক্যাশ এজেন্ট নম্বরঃ 01858-430084
একাউন্ট নম্বরঃ মেসার্স মেরী কম্পিউটার্স, হিসাব নং-৩৩০০১৯০৫, অগ্রণী ব্যাংক লিমিটেড, কাশিপুর বাজার শাখা, বরিশাল।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কিছু মানুষকে সারা জিবন এভাবে টাকার ছবিই দেখানো হয়। আমি ছবি চাইনা এই মূহুর্তে অর্থকষ্টে আছি। হয়তো সাময়িক।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২
তামিম ইবনে আমান বলেছেন: dafuq
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনার সোসাইটির ভাষা বুঝতে আমার কষ্ট উঠছে।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
পাঠক১৯৭১ বলেছেন: আপনাকে বুঝতে কস্ট হচ্ছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যেদিন প্রাণ ভরা কষ্টের মধ্য থেকে নিজের আত্মাকে সুস্থ করতে পারবে সেদিন বুঝবে আমি যে তোমাদের মধ্য থেকেই নিজেকে চিরযুগ প্রতিষ্ঠা করে যাচ্ছি।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
ভোরের সূর্য বলেছেন: বরিশালে ভাল কোন মনোরগ বিশেষজ্ঞ ডাক্তার থাকলে খুব তাড়াতাড়ি আপনি চিকিৎসা নিন।সাথে সাথে কাউন্সেলিংও করতে পারেন।
আপনার জন্য কাউন্সেলিং খুব দরকার।
ঢাকায় মেহেতাব খানম( ঢাকা বিশ্ববিদ্যালয়) কাউন্সেলিং করাতে পারেন।
অথবা
সেন্ট্রাল হসপিটালে ডাক্তার মোহিত কামাল বসেন। খুব ভাল ডাক্তার।আপনি তার কাছেও ট্রিটমেন্ট নিতে পারেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনাকে একটি সুন্দর তথ্য দেই তা হল পৃথিবীর পেশাজিবিদের মধ্যে সবচেয়ে বেশী আত্মহত্যা করে ডাক্তারী পেশার মানুষ। তার মধ্যে মনোরোগের ডাক্তাররা বেশী। আমার জীবনের হারিয়ে হারিয়ে যাওয়া মানুষটি তোমাদের সমাজের গড়া ডাক্তার পেশা বেছে নিয়েছে। আজ একটি প্রাণ আলাদা হয়ে দু'জায়গায়। আমার স্ত্রী আমার মা বাবার সাথে ভদ্র ব্যবহার করতে অযোগ্য বলে বিদায় করে দিচ্ছি। জানো বন্ধু আমার প্রিয় মানুষটি, আজ যিনি ডাক্তার নামের রোবট। তাকে আমি ডাক্তার দেখে ভালোবাসিনী। আবার তাকে পাবার জন্য আমাকে কোনোদিন ডাক্তারও হতে হবে না। এ যে চির সত্য। তোমরা যাদের মনোরোগ বিশেষজ্ঞ ভাবছো তার মনোরোগ কে চিকিৎসা করবে বলো? যারা এই ডাক্তারদের কাছে গিয়ে বিভিন্ন বিদেশী অষুধে আসক্ত হয়ে আছে। তাদের যে আজ জাগার সময় এসেছে।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
পথহারা নাবিক বলেছেন: আহা!! সহানুভুতি দেখানো ছাড়া কিছুই করতে পারলাম না!!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কেউ টাকার সমস্যায় পরলে তাকে টাকা না দিতে পারলে কোনো অসুবিধা নেই। সহানুভুতি বা হামদর্দ থাকলে জীবনে কোনোদিন হারবে না। অযথা উপদেশ দেয়া যে পাপ। তোমাদের সহানুভুতির মাঝেই যে আমার স্থান। আমি যে তোমাদের ভিতরেই আত্মপ্রকাশ করি। মজার ব্যাপার কি জানো, এই সাহায্য চাওয়ার পর টাকা তো দুরের কথা কেউ আমার দেয়া নম্বরগুলোয় ফোনও দেয় নি। মানুষ আজ তার তুচ্ছ জীবনের প্রতি কতো মায়া দেখায়। আরে সবার মাঝে নিজেকে বিলিয়ে দেবার নামই যে জীবন।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: ব্যংক থেকে ঋণ নিতে পারেন
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সিসি নেয়া আছে। লিমিট বাড়িয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: আপনার জন্য সহানুভুতি, তাড়াতাড়ি সলভ হয়ে যাক ।
সামুতে জানতাম সবাই সহ ব্লগার, কিন্তু এখানে ভক্ত আশেকান থাকে জানতাম না ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ব্লগার আর মানুষ যে এক। তাকে ভক্ত আশেকন বা পির ফকিরের মাধ্যমে বিভাজিত করো না। ভক্ত আশিকান যে তোমার হৃদয়ে আছে।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: আপনাকে আসলেই বুঝতে সমস্যা হচ্ছে।
যা হোক, ব্লগে এভাবে লিখলে সবাই বিষয়টি ভালভাবে নিবে না। কাছের বন্ধু বান্ধবদের সহযোগীতা নিন। ব্যাংক লোন ট্রাই করতে থাকুন।
আরো ভাল হয় কাছের কাউকে ব্যাবসায়িক ্অংশীদার করে নিন। এতে সম্মানও নস্ট হবে না, পুজির ব্যবস্হাও হয়ে যাবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ব্লগকে সব মানুষের স্থান হলে তার মধ্যে সত্যিকারের যারা সাহায্য চায় তাদেরও দরকার আছে। আর যদি ব্লগকে কোনো বিশেষ শ্রেণীর মধ্য আটকে রাখতে চাও তাহলে পারবে না। সবাই যে মানুষ। চাষা বা অশিক্ষিত বা ভিক্ষুক বলে আজকে যাকে ঘৃনা করছো। তার ভিতর থেকে যে অনাগত সে কি ভিক্ষুক হবেই? আরে নেতার সন্তান নেতা হবে এমন কোনো কথা নেই। সকল মানুষই যে এক আত্মার সৃষ্টি।
আমার ডয়েন্ট ভেঞ্চারে ব্যবসা প্রসারিত করার আপদত কোনো চিন্তা ভাবনা নেই। আপনি আমাকে বন্ধু মনে করলে সাহায্য করতে পারেন। ফোনে যোগাযোগ করতে পারেন।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
পাউডার বলেছেন:
হিরুইন খাস্নাকি? ভিক্ষা করিস কেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই বাজে নেশার জন্য মানুষ ভিক্ষা করে না প্রতারণা করে। ও যে ভিক্ষার নামে ভন্ডামি। সত্যি বলা আর যাই হোক মিথ্যা নয়।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন, ব্লগে এভাবে লিখলে সবাই বিষয়টি ভালভাবে নিবে না। কাছের বন্ধু বান্ধবদের সহযোগীতা নিন।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: : ব্লগকে সব মানুষের স্থান হলে তার মধ্যে সত্যিকারের যারা সাহায্য চায় তাদেরও দরকার আছে। আর যদি ব্লগকে কোনো বিশেষ শ্রেণীর মধ্য আটকে রাখতে চাও তাহলে পারবে না। সবাই যে মানুষ। চাষা বা অশিক্ষিত বা ভিক্ষুক বলে আজকে যাকে ঘৃনা করছো। তার ভিতর থেকে যে অনাগত সে কি ভিক্ষুক হবেই? আরে নেতার সন্তান নেতা হবে এমন কোনো কথা নেই। সকল মানুষই যে এক আত্মার সৃষ্টি।
আমার ডয়েন্ট ভেঞ্চারে ব্যবসা প্রসারিত করার আপদত কোনো চিন্তা ভাবনা নেই। আপনি আমাকে বন্ধু মনে করলে সাহায্য করতে পারেন। ফোনে যোগাযোগ করতে পারেন।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
ভাল্লুক আকবর বলেছেন: ডিজিটাল ভিক্ষা করতে আইসেন তাই না। কি আমার লেখক তার আবার ভক্ত!!!!! এই সব ধুনফুন ছাড়েন। দরকার হইলে কামলা দিয়া টাকা কামান।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কামলা দিতে যে জানি না বন্ধু। আমি যে অনেক কিছুই জানি না। যেমন ধর গাছে চড়তে। তবে আমার এক বন্ধু ছিলো এখন পিডিবিতে চাকুরী করে ওর সাথে সেই ক্লাস এইটে থাকতে ছোট্ট একটি গাছে উঠে দাবা খেলতাম।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
নানাভাই বলেছেন: মেইল এ্যাড্রেসে মেইল করেন
nana.bhai(at)msn.com
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনি আমার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। ০১৭১৭০৪৪৯১৯, ০১৯১৯০৪৪৯১৯, ০১৬১৬০৪৪৯১৯, এছাড়াও যে নম্বর গুলো দেয়া আছে সবই আমার।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: ভাইরে তুই দেশের ইজ্জত ডুবাইসনা......তোর পোষ্ট পইড়াতো মনে হইছে এইডা অনন্ত জলিলের পোষ্ট......
আর কাশিপুর বাজারেতো মুদি দোকান ভালো চলে......ওইখানে কম্পু দোকান কি চলে ?? চললে কন......আমার ৩টা দোকান আছে বাজারে ভাড়া দেওয়া......একটায় লাগলে ভাইরে দিয়া কম্পু উঠায়া দিমু....।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ৩টা দোকান থাকলেই ব্যবসায়ী হওয়া যায় না। ভালো ব্যাবসায়ী হবার জন্য নিজের মেধাকে জাগ্রত করো। অনন্ত ভাইয়ের বা সিনেমা দখে তোমরা মজা পাও তাই না? সিনেমার মধ্যের ম্যাসেজগুলো মন দিয়ে দেখো। তোমাকে ৩টি সিনেমা দেখতে বলছি, নানাপাটেগারের অপহরন, শাহরুখের আনজাম, লাইফ ইজ বিউটিফুল। নিমন্ত্রন রইলো।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
বিডি আমিনুর বলেছেন: বেশি বেশি পরিশ্রম করেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি পরিশ্রমে অভস্ত। আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানেই থাকি। তোমাকে আমন্ত্রন। এসো।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
আমি শুধুই পাঠক বলেছেন:
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: যারা প্রতিদিন নিজের ভিতে মারা যাচ্ছে তাদের ছবি দিয়েছো। তোমাকে স্বাগতম নতুন দিনের যাত্রী হবার জন্য।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
জনাব মাহাবুব বলেছেন: ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: আপনাকে আসলেই বুঝতে সমস্যা হচ্ছে।
যা হোক, ব্লগে এভাবে লিখলে সবাই বিষয়টি ভালভাবে নিবে না। কাছের বন্ধু বান্ধবদের সহযোগীতা নিন। ব্যাংক লোন ট্রাই করতে থাকুন।
আরো ভাল হয় কাছের কাউকে ব্যাবসায়িক ্অংশীদার করে নিন। এতে সম্মানও নস্ট হবে না, পুজির ব্যবস্হাও হয়ে যাবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ব্লগকে সব মানুষের স্থান হলে তার মধ্যে সত্যিকারের যারা সাহায্য চায় তাদেরও দরকার আছে। আর যদি ব্লগকে কোনো বিশেষ শ্রেণীর মধ্য আটকে রাখতে চাও তাহলে পারবে না। সবাই যে মানুষ। চাষা বা অশিক্ষিত বা ভিক্ষুক বলে আজকে যাকে ঘৃনা করছো। তার ভিতর থেকে যে অনাগত সে কি ভিক্ষুক হবেই? আরে নেতার সন্তান নেতা হবে এমন কোনো কথা নেই। সকল মানুষই যে এক আত্মার সৃষ্টি।
আমার ডয়েন্ট ভেঞ্চারে ব্যবসা প্রসারিত করার আপদত কোনো চিন্তা ভাবনা নেই। আপনি আমাকে বন্ধু মনে করলে সাহায্য করতে পারেন। ফোনে যোগাযোগ করতে পারেন।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
ময়না বঙ্গাল বলেছেন: ভাই আসিফ,
আমি আপনার জন্য কি করতে পারি, আপনার কি দাবী বন্ধু হিসেবে তা খোলাখূলি আমাকে জানাবেন। আপনাকে ভুল বোঝার অবকাশ নাই। এটা নগ্ন সত্য যে, আপনি অর্থ সংকটে পড়েছেন। আপনার নিয়তে যদি কৃত্রিমতা না থাকে - আপনার সুদিন সামনেই ইনশাল্লা।কিছু বল্গার ভাই আপনাকে ভূল বঝলেও আপনার ধৈর্য্যশীল উত্তর আমাকে অনুপ্রাণিত করেছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যি এই মুহুর্তে আমার ৩০০০০ টাকা দরকার। ১ মাস পর আর দরকার নেই। আশাকরি এর মধ্যে আমার সিসি লোনটির লিমিট বেড়ে যাবে। তা দিয়ে আবার শোধ করে দিতে পারবো। সাময়িক সমস্যা। সিআইভি পঠানো হয়েছে। দোয়া করবেন যেনো নিজেই নিজের সমাধান করতে পারি।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যি এই মুহুর্তে আমার ৩০০০০ টাকা দরকার। ১ মাস পর আর দরকার নেই। আশাকরি এর মধ্যে আমার সিসি লোনটির লিমিট বেড়ে যাবে। তা দিয়ে আবার শোধ করে দিতে পারবো। সাময়িক সমস্যা। সিআইভি পঠানো হয়েছে। দোয়া করবেন যেনো নিজেই নিজের সমাধান করতে পারি।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সামু ব্লগে অনেক দিন। কত কিছু যে দেখলাম তার কোন ইয়াত্তা নেই। কিন্তু আপানার মত কাউকে পাইনি। তবে কাছাকাছি পেয়েছিলাম একটাকে। নাম হচ্ছে "ফারাবী"। যাই হোক আমার যতটুকু মনে হয় আপনি মানসিক ভাবে সুস্থ্য নন। হয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যার কারণে আপনা কোথায় কি বলতে হয় বা চাইতে হয় তার জ্ঞানটুকু লোপ পেয়েছে।
প্লিজ অন্যভাবে নেবেন না। সিরিয়াসলি আপনি একজন মানসিক বিশেষজ্ঞর সাথে দেখা করুন। তারপর অন্য কিছু।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি না হয় মানুষিক বিশেষজ্ঞের কাছে গিয়ে আমার সমস্যার কথা বললাম। মানুষিক বিশষজ্ঞের সমস্যা হলে কার কাছে যাবে? তুমি কি মনে করো সব মানুষিক বিশষজ্ঞরা মানুষিক ভাবে সুস্থ্য। যার স্পষ্ট করে নিজের কথা সবার মাঝে ছড়িয়ে দেবার ক্ষমতা আছে তাকে তোমরা পাগল ভাবতে পারো তাতে আমার যে কোনো অসুবিধা হয় না। আমি যে তোমাদের দ্বারা প্রভাবিত হই না।
সত্যিকারের জ্ঞান কখনও লোপ পায় না বরং বাড়ে। কাউকে না কাউকে কিছু একটা শুরু করে দেখাতে হয়। নতুন কিছু দেখানোর ইচ্ছা না থাকলে আজ যে তুমি ব্লগ নামের কোনো কিছুতে কমেন্ট করতে পারতে না। নিজে নিজেকে ঊর্দ্ধে নিয়ে যাবার নাম যে জীবন। টাকা না দিতে পারলেও যে উপদেশ দিতে পারো এও যে এক সাহোসের নাম। কিন্তু তোমাকে বুঝতে হবে সৎসাহোস কাকে বলে?
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: যাহ ব্যাটা ছাগল কোথাকার
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এভাবে কতগুলো ছাগল তাড়াবে? ছাগল তাড়াতে তাড়াতে যাদের জীবন নামের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় তাদের ভিতরে যে মানুষ আছে, তাকে ছাগল বানিয়ো না।
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫
অপ্রচলিত বলেছেন: দেশটা যে কি সব আজাইরা পাবলিক দিয়া ভরে যাইতেসে। ব্লগে এমনে লেখে নাকি?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ব্লগ কাহাকে বলে? ব্লগ কতো প্রকার ও কি কি? উদহরণ সহ বর্ণনা কর। ১০
ব্যাখ্যা করো, "দেশটা যে কি সব আজাইরা পাবলিক দিয়া ভরে যাইতেসে। ব্লগে এমনে লেখে নাকি?" ০।০০
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
আমি শুধুই পাঠক বলেছেন: এই পুস্ট এখনো আছে!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
দূষ্ট বালক বলেছেন:

