![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
তোমরা আমার টাকার সমস্যাকে সমস্যা মনে করলে না। সত্যি আমার ১ থেকে দের মাসের জন্য টাকা দরকার। বরিশালের কেউ আমাকে চিনলে কালকের মধ্যে আমার প্রতিষ্ঠানে এসে পৌছে দিয়ে যাও। আর আমাকে যদি কেউ বিশ্বাস করে থাকো তাহলে তোমাকে আমার কাছে ঋণী করে দেড় মাসের জণ্য উপকার করো। বিশ্বাসে মিলায় বস্তু। টাকা তো বস্তুই, কিন্তু চলার জন্য অনেক দরকারি। ধার কিন্তু সম্র্তদান কারক নয়। অসমর্থবান কেউ দিও না। আর কেউ আশা দিও না। কমিটমেন্ট রক্ষা না করতে পারলে সে কমিটমেন্ট করা ঠিক না। স্বামী বিবেকানন্দ ভিক্ষার টাকায় শিকাগো যেতে চেয়েছিলেন। পরে তিনি ঠাকুর পরিবারের নামে একটি জাহাজের টিকিট পেয়ে যায়। পরবর্তিতে তিনি তার ক্ষমতা বিশ্ব ব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।
সহযাত্রীদের কাছে টাকা চাওয়াকে আমার কাছে লজ্জার কিছু মনে হয় না। সত্যের যে লজ্জা নেই। বরং টাকার টেনশনে লিখতে না পারার মধ্যে লজ্জা লুকায়িত।
আবারও আমি তোমাদের ঠিকানা দিলাম
আমার বিকাশ এজেন্ট নম্বর: 01819106407,
ডাচ বাংলা এজেন্ট নম্বরঃ 01857908009-8
ইউ ক্যাশ এজেন্ট নম্বরঃ 01858-430084
একাউন্ট নম্বরঃ মেসার্স মেরী কম্পিউটার্স, হিসাব নং-৩৩০০১৯০৫, অগ্রণী ব্যাংক লিমিটেড, কাশিপুর বাজার শাখা, বরিশাল।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ব্যবসার জন্য এই মুহুর্তে নগদ টাকার ঘাটতি।
নিচের লিংকটি দেখতে পারেন। দিলে খুব উপকার হবে।
Click This Link
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
বোকার হদ্দ বলেছেন: বিদ্রোহী ভাই, ইয়ার্কি করিয়েন না।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যি এই মুহুর্তে অনেক বেশী প্রয়োজন। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ব্যবসার অবস্থা এই মূহুর্তে ভালো না। ইচ্ছে করলে আমার সাথে কথা বলতে পারেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: দয়া করে বিদ্রোহী ডাকবেন না।
নজরুল বলেছিলেন, "আমাকে বিদ্রহী বলেছিলেন আমাকে বিদ্রহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দেয়া হয়েছিলো। আমি বিদ্রহী করেছি সকল অন্যায়ের বিরুদ্ধে।"
ইচ্ছে করলে সব্যসাচী (নজরুলের বড় ছেলে) এর আবৃত্তি শুনে দেখতে পারেন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
বোকার হদ্দ বলেছেন: ভাই আপনাকে বলিনি। আমি ব্লগার বিদ্রোহী ভৃগুকে বলেছি। আর আপনাকে সহযোগিতা করার মত কোন সামর্থ আমার নেই।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: দেখুন বন্ধু!!!
শিশু ও কিশোর কালঃ শক্তি+সময় আছে কিন্তু টাকা নেই।
যৌবন কাল+ কর্ম জীবনঃ শক্তি+টাকা আছে কিন্তু সময় নেই।
বৃদ্ধ কাল= টাকা+ সময় আছে কিন্তু টাকা নেই।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনি যে আমায় বিশ্বাস করছেন তাতেই আমি ধন্য। বিশ্বাসের চেয়ে বড় আর কি দান আছে বন্ধু?
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫
ঘর জামাই বলেছেন: ভাল একটা ব্যবসা ফেদে বসেছো, ব্রো । তোর লাজ শরম কিচ্ছু নাই । তোর আশে পাশে অনেক বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের কাছে হাত পাতো । নাকি ঐ জায়গাটি ও শেষ করেছো ? তুই তো মুগো বরিশালের ইজ্জত ডু্বাইবি রে আসিফ ! তোরে না কয়েকদিন আগে টাকা দিলাম, আবার তুই এখানে ভিক্ষা করিস ? তুই তাড়াতাড়ি তোর পোস্ট সরিয়ে ফেল , নয়তো আমি হাটে হাড়ি ভাংবো । আমি সবার কাছে তোর মুখোশ খুলে দিব । বেডি কাম কইরা খা, গতর খাডা । আর কত হাত পাতবি ???????
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বন্ধু আমার প্রফাইল পিকচার এবং নাম দেখো। তারপর প্রফাইল পিকচার এবং নাম দেখো। দেখবে তুমি যা বলেছে তা তোমার মনেই কাঁটা হয়ে ফুলবে। আমরা যে ধর্য্য ও শান্তির বাণীকে প্রতিষ্ঠিত করতে আসি। সত্য প্রতিষ্ঠার জন্য আত্মপ্রকাশ করি। আমি তোমার মন্তব্য মুছে দিতে পারতাম। কিন্তু ওটা আমার কাজ না তোমার কাজ। তোমার মধ্যে যদি আমার জন্য কোনোদিন বিশ্বাস জন্মে সেদিন তুমি আমাকে নিয়ে কিছু একটা লিখবে। বরিশালের ইজ্জত ডুবানো এতো সহয নয়।
তুমি জানো এই বরিশালে কতো বিখ্যাত মানুষের জন্ম। যেমন শের-এ-বাংলা একে ফজলুল হক, মানবেন্দ্র মুখপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, অভিনেতা গোলাম মোস্তফা, ভিলেন রাজিব, যাদু শিল্পী জুয়েল আইচ, আব্দুর গফ্ফার চৌধুরী, সোহেল রানা, রুবেল, মডেল তানিয়া, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রুহুল আমীন হাওলাদার, কবি আহসান হাবিব, কবি আবুল হাসান, আমার প্রাণের বন্ধু হানিফ সংকেত প্রমুখ।
তুমি আমাকে যত ইচ্ছে গালাগালি করো কিন্ত অপবাদ দিও না।
টাকা দিয়ে কাউকে বিশ্বাস করার ক্ষমতা যে আজও তোমার হয় নি। হাটে হাড়ি ভাঙতে চেষ্টা করো দেখো পারো কিনা? নিজের মনের আদালতে নিজেকে সপে দাও।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: কাশিপুইরা সাক্ষীর নাম শুনছেন........কাশিপুরের লোকগো স্বয়ং অন্যান্য বরিশালবাসীরাও বিশ্বাস করেনা........। ব্যাবসার জন্য টাকা লাগবে তো ব্যাংক আছে.......সমবায় সমিতী আছে......এনজিও আছে.........তাগো কাছ খিক্যা লোন লও........ক্যান অহেতুক পাব্লিকের কাছে হাত পাততে যাও......আর নিজের এলাকার মানসম্মান ডুবাও......।
৫০,০০০তো দুরের কথা.......এই ভাব লইয়া টাকা ধার চাইলে কেউ ৫টাকাও দিবেনা...।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: পুরো বরিশাল নিয়ে বৃটিশদের করা একটি নথি আছে। তুমি পড়লে মজা পাবে। তাতে বাকেরগঞ্জকে ভারতবর্ষের সবচেয়ে ঝগড়া প্রবন এলাকা বলে প্রমান করার চেষ্টা করা হয়েছে। তোমাদের
যে নিজেকে বিশ্বাস করতে পারে না তার কাছে মানসম্মান অনেক কিছু। সত্যের যে কোনো মানসম্মান নেই।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
অপ্রচলিত বলেছেন: ভাই, ব্লগটাকে এভাবে কলুষিত না করলেই কি নয়?
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আচ্ছা কুষলিত কাকে বলে? কুষলিত করার ইচ্ছা অসত্যের মধ্যে থাকে বিশ্বাসের মধ্যে না।
তোমার ক্ষমতা থাকলে আমাকে শুধু এই ব্লগ কেনো দুনিয়া থেকেই সরাবার জন্য চেষ্টা করতে। আমি দেখতে চাই তোমরা সত্যকে ভয় পাওয়ার জন্য না সত্যকে নিজের মধ্য উপলব্দি করার জন্য তৈরী হও।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: টেকা দিয়া কি হপে????????
শিকাগো যাবেন নাকি??????