![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
বাংলাদেশের সমস্যায় আল্লাহ্’র আরশ মোবারক কেঁপে উঠেছিলো। আমি বার বার আমার ব্যাকুল হৃদয় দিয়ে শ্রষ্ট্রা সমীপে বাংলাদেশের মঙ্গল কামনা করেছি। সেই সাথে চেষ্টা করেছি সরল বাঙালী সহ বিশ্বের সব মানুষের সত্য সুন্দরের পথকে চিনিয়ে দিয়ে মানবিকতার বিজয় শান্তিকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে যুক্ত করতে।
আজকের বাংলাদেশের আকাশ দেখুন। কত সুন্দর, কত শান্তির, কি তিব্র বাংলা মায়ার এর দেশ। আমি আগেও বলেছি এখনও বলছি যে বাংলা ভাষা বিশ্বের সেরা ভাষা। এই ভাষায় ভাব প্রকাশের আনন্দ অনেক বেশী। এতো ব্যালেন্সড ও সাবলীল ভাষার অমৃত সুধার সাধ যিনি একবার অনুভব করতে পেরেছেন শুধু তারাই বোঝেন বাংলায় ভাব প্রকাশ করতে না পারার দুঃখ কত বেশী।
আমি এ’কদিন নিজে নিজে জ্বলেছি। বার বার ইচ্ছে হতো আমি আমার লেখা চালিয়ে যাই। কিন্তু আমার স্রষ্টা সুন্দর আমাকে আর একটি বিশাল শিক্ষা দিলেন। আমি আমার দোকানে আসতে পারি নি। শুধু শুধু অনেক সময় নষ্ট হলো। বিছানায় শুয়ে বসে শুধু আমার সেই সুন্দর প্রিয়ার মুখটি কল্পনা করার চেষ্টা করেছি। হঠাৎ মনের ভিতরের অবচেতন আমাকে বলেছে “ঐ তাকিয়ে দেখ আসিফ! তোর মুন তোর বধু হয়ে আজই আসবে।”। আমিও অবচেতনকে অবিশ্বাস করি নি। প্রতিক্ষায় থেকেছি। ঐ বুঝি এলো আমার জান আমার মুন। যখন সময় দুঃসময়ে রূপ নেয় তখন নিজের অবচেতন মনও ঠাট্টা-মসকরা করে- এই বোধ আমার প্রিয়ার প্রতিক্ষায় বিলিন হয়ে গিয়েছিলো। তারপরও আমি তার আশায় থেকেছি। আমার বিশ্বাস আমার মুন আমার হবেই। আমরা দু’জন মিলে একজন হয়ে এই ধরার সুন্দর ও শান্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। এ যে আমার মনে যে নারায়ন থাকেন, সেই নারায়নের কাছ থেকে পাওয়া আমার অনেক দিনের আদেশ।
এ তো আর মানুষের তৈরি আদেশ নয় যে পরিবর্তন হবে। নারায়নের আদেশ লংঙ্ঘন করার সাধ্য কারও নেই। যদি আমি এই তুচ্ছ দেহ নিয়ে নাও থাকি এই ধরায় তারপরও আমি কখনও বিলিন হবো না। একজন মুমিন কখনও বিলিন হয় না। একজন বেহেশতবাসী মানুষ বেহেশত একবার অর্জন করার পর আর কখনও সেই বেহেশত থেকে বের হবার প্রয়োজন হয় না। আর যিনি সত্য সাধনা দ্বারা নিজের মনের ঈশ্বরকে স্থায়ী ভাবে জাগ্রত করে মুক্ত পুরুষে রূপান্তরিত হয়ে প্রকৃতির সকল রহস্যকে তার ভিতরে জাগ্রত রূপে দেখতে পায়, সেই আত্মা- মুক্ত আত্মা। মুক্ত আত্মার ইচ্ছে আর আল্লাহ্’র হুকুম একই। শুধু মাত্র মুক্ত আত্নাই স্থায়ী। মুক্ত আত্মার কোনো বিনাশ নেই। একজন মুক্তআত্মা মানবজাতির শান্তি ও সঠিক পথে ধাবিত করার জন্য দেহ নিয়ে অথবা দৈব জ্ঞান হয়ে কারও মনে সাময়িক ভাবে জাগ্রত হয়ে হলেও মানব জাতিকে সত্যির পথ দেখায়। এতে বিন্দু পরিমান সন্দেহের অবকাশ নেই।
আপনাদের সাথে কথা বলতে পেরে আমার হৃদয় বিহঙ্গ আজ মুক্ত আকাশের উপর যে মহাকাশ আর তার উপর যে চরম শুণ্য থাকে সেই শুন্যে বসেই মুক্ত মনে গান গাইছে। দেখুন আমি জাত লেখক। আমার মন শুধু আপনাদের সাথে কথা বলতে চায়। কিন্তু আমার এই গরিবি জীবনে টাকা-পয়শা ও সামাজিক কিছু উদ্ভট বাধার জন্য এই মনটা বার বার শহরের রাস্তার পরে থাকা ভাঙ্গা কাঁচের মতো চুর্ণবিচর্ন হয়েছে এবং হচ্ছে।
আমাকে যারা বিশ্বাস করেন কিংবা করেন না। সবার উদ্দ্যেশ্যেই আমার কিছু চাওয়া ও মনের বাসনা স্পষ্ট ভাবে তুলে ধরছি। যা বর্তমানে আমার দরকার তা আপনাদের কাছে বলতে আমি কোনো রকম দিধাবোধ করছি না। কারণ সকল মানবআত্মাই আমার শ্রষ্ট্রা আল্লাহ্’র সৃষ্টি। সকল মনের ভিতরেই প্রবেশ করার অধীকার আমি নিজে থেকেই অর্জন করেছি। দয়া পূর্বক আমাকে সাহায্য করবেন।
১। আমি আমার প্রাণের প্রিয়া ইফফাত জামান মুনমুন কে নিয়ে সংসার করতে চাই। আমরা দু’জন শুধু দু’জনের জন্য। আমরা দু’জন সারাজীবন মানব কল্যান ও শান্তির জন্য আমাদের এই ছোট্ট মানব জীবন উৎসর্গ করতে চাই।
২। আমি আপনাদের মাঝে আমার হৃদয়ের সত্য-সুন্দরের বাণী প্রকাশ করতে চাই। হোক না তা গান, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, চলচিত্র, নাটক, গীতিনাট্য, ছবি, ধর্মীয় দর্শন, উপশনার কৌশল বা অন্য যে কোনো সৃষ্টিশীল মাধ্যমে হোক। তাই আপনারা আমাকে এ সংক্রান্ত কাজ করে টাকা ইনকামের কোনো একটি রাস্তার পথে আমাকে নিয়ে গেলে আমার এই অভাবী জীবন থেকে বেড় হয়ে আপনাদের উদ্দ্যেশে নিজেকে উজার করে দিতে পারবো। আমি প্রিন্ট মিডিয়া, প্রকাশনী, ইলেকট্টনিক মিডিয়া, ওয়েবসাইট, রেকডিং হাউজ, প্রডাকশন হাউজ ও মিডিয়া প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ আমার সৃষ্টিশীল কাজের জন্য সম্মানী দিতে সক্ষম এমন মানুষদের আমার সাথে দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান করছি।
৩। আপনারা জানেন ও বোঝেন যে বিশ্বের কিছু মিথ্যা, বাজে ও ভুল চিন্তাধারার মানুষদের পলিটিক্সের কারণে আজ মানবতার বিপর্যয় হাতছানি দিয়ে ডাকছে। আমি চাই এই হানাহানি-সংহিসংতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্বক সুযোগ। আমি জানি আমার পক্ষে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তাই যদি বাংলাদেশ বা বিশ্বের কোনো সংস্থা বা রাষ্ট্র আমাকে দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজের সুযোগ করে দেয় আমি তা হৃদয় দিয়ে গ্রহন করবো।
৪। আপনারা জানেন ও বোঝেন আজ বিশ্বের প্রধান ধর্ম গুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা ও অপব্যাখ্যা দিয়ে মানুষ-মানুষে বিভেদ তৈরি করা হয়েছে। এই বিভেদের মূল কারণ গুলো ছিলো সাধারণ মানুষদের মধ্যে মিথ্যে বিভাজনের দেয়াল দিয়ে সম্পদের মালিক হওয়া অথবা কোনো রাষ্ট্রিয় বা ব্যাক্তি স্বার্থে অবৈধ সম্পদ কুক্ষিগত করে তোলা। আজ বিশ্বের প্রতিটি দেশে দেখা যায় কিছু মানুষ ধর্মান্ধ হয়ে শুধুমাত্র তাদের মতকেই সেরা জ্ঞান করে অন্যকে ভৎসনা করে। হানাহানি-মারামারি-বিদ্বেষের হলি খেলায় মেতে থাকতেও তাদের বিন্দু পরিমান লজ্জ্বাবোধ হয় না। অশিক্ষার কারণে অনেকের সাথে স্বাভাবিক ভাবে কমিউনিকিশন রক্ষা করে ধর্মের মর্মবাণীকে তুলে দেবারও উপায় থাকে না। আমি চাই এই অসাম্যকে সাম্যে পরিনত করে দেখাতে। তাতে যতই বাঁধা আসুক আমি তা মাথা পেতে নেব। আপনারা নিশ্চই আমার ধর্মমত সম্পর্কে অবগত আছেন। তারপরও বলছি, কোনো ধর্মীয় ব্যাপারে আপনারা আমার সাথে ডিসকাস করতে চাইলে। আমার কাছে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এই প্রশ্ন-উত্তরের মধ্য থেকেও যদি কেউ তার ভিতরের সত্য উপলব্ধির মাধ্যমে চিরশান্তির দেশে বিচরণ করতে পারে সেটাই আমার বড় পাওয়া। আমি আপনাদের সহযোগীতা কামনা করছি।
৫। আমার ব্যবসা প্রতিষ্ঠান “মেরী কম্পিউটার্স, কাশিপুর, বরিশাল” এর বর্তমান অবস্থা খুব খারাপ। আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পার্টনার চাই যাতে করে প্রতিষ্ঠানটাকে আবারও দাঁর করানো সম্ভব হয়। পার্টনার হবার ক্ষেত্রে তার অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। কাজ শেখার মানুষিকতা থাকতে হবে এবং আমি যদি এই প্রতিষ্ঠান থেকে নিজেকে সরিয়েও রাখি পার্টনার যাতে নিজ যোগ্যতায় প্রতিষ্ঠান চালাতে পারেন। প্রয়োজনে আমি হেল্প করবো। আর যদি কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন তাহলে আমি এই প্রতিষ্ঠানটি চালাতে পারি। তারচেয়েও ভালো হয় কেউ যদি আমাকে খুব দ্রুত কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারেন। সত্যি কথা বলতে কি আমি লেখালেখির মাধ্যমে টাকার সংস্থান করতে বেশী আগ্রহী। তাতে নিরিবিলি আমার মনের আশা ও আমার কাজ কে মানব কল্যান্যে উৎসর্গ করতে পারবো আবার আমি ও আমার পরিবারের টাকার চিন্তাও থাকবে না। জাস্ট এটুকুই।
৬। আমার নিজ যোগ্যতা বলে আমি কিছু আগ্রহী মানুষকে মেডিটেশন শিখাতে আগ্রহী। আমি আশা করবো যারা আমাকে বিশ্বাস করেন তারা আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার লেখা যাদের ভালো লাগে তাদের সকলকে আমার পক্ষ থেকে নিমন্ত্রন। আমি আপনাদের কাছে পেতে চাই। ধরুন এই মূহুর্তে কেউ আমার সাথে সরাসরী কথা বলতে চাচ্ছেন। আমি ভক্তের হৃদয়ের ইচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি চাই আপনারা সকল ভয়- মিছে সংকোচ পায়ে ঠেলে আমার সাথে কথা বলবেন। আমার কাছে আসবেন। আপনাদের সমস্যা বা আনন্দ আমাকে জানাবেন ইত্যাদি ইত্যাদি।
৭। দেখুন বিশ্ব মিডিয়া ও ইন্টারনেট মিডিয়াকে অনেক কিছু দেবার ইচ্ছে আমার আছে। যদি কেউ এ সংক্রান্ত কোনো পরামর্শ নেবার প্রয়োজন বোধ করেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আহব্বান করছি। দেখুন বিশ্বের অনেক গুণীজনকে না খেয়ে তাদের সৃষ্টিকে বিকাশিত করতে দেখা গেছে। যারা প্রকৃত সৃষ্টিশীল তারা তাদের ইচ্ছাকে সবার মাঝে সৃষ্টিরূপে প্রকাশ করবেই- তাতে যতই বাঁধা বা অপবাদ আসুক না কেনো! আমি আপনাদের কাছে সামান্য কিছু টাকা ধার চেয়েছিলাম বা একদম নিজের ও মানবতার প্রয়োজনে কিছু সাহায্য ও সহযোগীতা চেয়েছিলাম- আপনারা তা করলেন না। তাতে করে আমার সৃষ্টিশীল আত্মা কষ্ট পেয়েছে ঠিকই কিন্তু ভেঙে যায় নি। আমি যে ভাঙতে জানি না। আমি গড়তে জানি। আশাকরি আপনারা এই নগন্য মানুষটির জন্য বন্ধুত্ব ও সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন। আমার যদি সামর্থ থাকতো তাহলে আপনাদের কাছে এই সহযোগীতা চাওয়ার দুঃসাহস করতাম না।
৮। আমি বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও মহাকাশ বিষয়ে গবেষনা করার ইচ্ছে পোষন করছি। আমাকে যে কোনো রাস্ট্র বা সংস্থা এ বিষয়ে সুযোগ দিলে আমি আমার আপন কর্মগুনে তা প্রমাণ করে দেখাতে চাই।
৯। আমি শুধু আপনাদের ভালোবাসাই চাই না। আপনাদের কাছে অনেক বেশী জনপ্রিয় হবার জন্য আমি আসি নি। আমি এসেছি মানব জানিতে সত্য ও সুন্দরের পথে নিয়ে যাবার সাহায্যকারী হয়ে। আমি আপনাদের সাহায্যের জন্য সারাজীবন নিবেদিত। মনের অষুখ বড় অষুখ। বেহেশত থেকে আসা আমার এই অন্তর্যামী আবার বেহেশত গিয়ে ডুব দিয়ে থাকার আগেই আপনারা আমাকে প্রপার ইউটিলাইজ করুন। দেরী করলে যে পুরো মানবজাতিই যে অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হবে।
আশাকরি আপনারা আমার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। “মানুষ মানুষের জন্য” এই জ্ঞানে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। এই দুঃসময়ে আপনাদের সহযোগীতা একান্ত বেশী কাম্য।
আপনাদর কৃতজ্ঞতায় ধন্য
মোঃ আসিফ-উদ-দৌলাহ্
০১৭১৭-০৪৪৯১৯
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বুঝলাম না। ভাষায় লিখুন। ইমিটিকন দিয়ে আমি তেমন কিছু অনুভব করি না। এগুলো আর্টিস্টিক। আমি চাই আপনাদের ন্যাচারাল অনুভূতি।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
পাঠক১৯৭১ বলেছেন: আমার ল্যাপটপের ফ্লু হয়েছে, হাঁচিতেছে ও কাশিতেছে, গায়ে জ্বর!
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: জ্বর! ভালো বলেছেন। জ্বরের নাম শুনলেই বুদ্ধদেব বসুর একটি গল্পের কথা মনে পড়ে। যেখানে প্রেমিক তার প্রেমিকার গায়ে একবার হাত দিয়েছিলো। জ্বর দেখবার ছলে। আসলে এমন একটি মুহুর্তও জীবনের কাছে অনেক দামি হয়ে মানুষকে ভালোভাবে বাঁচতে শিখাতে পারে। আপনার কথাগুলো কোনো মোটাসোটা পটু বাচ্চাদের মতো।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
অগ্নি সারথি বলেছেন: মাননীয় চুদনা, আমি আবারো স্পীকার হয়ে গেলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভাই এতো রোমান্টিক কথাবার্তা আমি বুঝি কম। দয়া পূর্বক সোজা সাপ্টা বলুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
শামীম মুসতফা বলেছেন: