![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমাদের এই সুন্দর ছোট্ট পৃথিবী নামক গ্রহটি যাতে সবাই চিনে নিতে পারে তার ব্যবস্থা সর্ব প্রথম আপনাকেই নিতে হবে। আমরা এখন থেকে সবাই সবাকে চিনে নিয়েছি। আমি পৃথিবীর মানব প্রজাতি। মহাবিশ্বের সকল কিছু আল্লাহ্ তৈরী করেছেন এবং তিনিই এর সর্বাত্বক রক্ষক। তাই আমরা সবাই সবাইকে বিশ্বাস ও শ্রদ্ধা করি। আমাদের প্রধান দায়িত্ব এই আমার মনে কোনো প্রকার খারাপ চিন্তার আশ্রয় না দেয়া। কারণ বাজে চিন্তা পাপ কাজে সহযোগীতা করে। পাপ করলে কোনো রকম ক্ষমা নাই। তাই পাপ করবো না। পাপ থেকে বাঁচার জন্য সবার আগে নিজেকে সত্য কথা বলতে হবে। সত্য বলে যদি কোনো বিপদও আসে তারপরও সত্য বলেই যাবো। যে সত্য ন্যায়ের কাজের জন্য বলে কোনো অত্যাচার সইতে হলেও সে বিষয়ে ভগবান সদা অবগত আছেন।
আয় তব সহচরী,
হাতে হাত ধরি ধরি।
..........................নজরুল
আমাদের পৃথিবীতে অনেক কিছু মানব কতৃক চালু করা বাজে কিছু সিস্টেম আছে। ঐ বাজে সিস্টেম গুলো সমাজের বিভিন্ন স্তরে সমস্যা করে মানবতার হুমকি হয়ে আসে। তাই আমাদের ব্যালেন্সড হবার চেষ্টা এই মূহুর্ত থেকে শুরু করছি। আমাদের মানুষের মঙ্গল করার জন্য সবসময় কাজ করতে হবে।
পৃথিবীর সব জমি সবার। পৃথিবীতে আমরা থাকি সুখে ও প্রেম নিয়ে জীবন নামের শেরাব সুধা পান করে অনন্তকালের জীবন উপভোগ করার জন্য। জীবনের কোনো আদী অন্ত নাই। শুধু পাপ করলে রুপান্তর আছে মাত্র। আল্লাহ্ আমাদের জন্য রুপান্তরবাদ বা জন্মান্তরবাদ প্রক্রিয়া দিয়ে দিয়েছে। আল্লাহ্ যা করেন তা তার সৃষ্ট সব সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। তিনি ব্যাতিত অন্য কোনো উপাস্য নাই।
আমাদের জীবনে যা কিছুই আসুক না কেনো তা বিশ্লেষন করলে আমরা মাত্র দুইটি জিনিস পাবো। একটি সত্য অন্যটি মিথা। আমরা সত্য বলবো। মিথ্যাকে পরিহার করে মানব সেবার মাধ্যমে নিজে ভালোথাকবো ও অন্য কে ভালো রাখবো।
আমাদের খারাপ সিস্টেম গুলোর মধ্যে অন্যতম একটি সমস্য ভুমি ব্যবস্থাপনা। আমি আপনাদের নিজের মন দিয়ে বিবেচনা করে দেখার বিশেষ ভাবে অনুরোধ করছি যে, আমরা যদি সব জমি রাস্ট্রীয় তত্ত্বাবধায়নে নিয়ে আসি তাহলে কি আমাদের ভূমি ব্যাবসা বা ভূমি কেনার জন্য যে অর্থ খরচ হয় সে অর্থ কি আমরা কর আরোপ করে মানব কল্যানে ব্যায় কররা চেষ্টা করতে পারি না?
সব মানুষ তাদের মৌলিক অধীকার পাবে। আমরা তাদের সবসময় সেবা করবো এবং নিজেরা ভালোভাবে চলবো।
আজ দেখুন বন্ধু এ্যালোপ্যাথি (এর মধ্যে অনেক গুলো আলাদা পার্ট), হোমিওপ্যাথি, ইউনানী, হারবাল সহ বাজে বাজে বিভিন্ন প্রকৃয়ায় চিকিৎসা গ্রহন করে মানুষ তার জীবনের মুল্যবান সময়, অর্থ ও সভ্যতার কল্যানকর সম্ভাবনার পথে দুরে নিয়ে চলছে। আমরা সব মানুষকে সাম্যবাদি (সবচিকিৎসা পদ্ধতি একটির মধ্যে নিয়ে আসা) চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কোনো প্রকার ভূমি ও অন্যান্য বিবিধ প্রাপ্ত সূত্র থেকে অর্থ নিয়ে তার মাধ্যমে চিকিৎসাপদ্ধতি শিক্ষা (মেধার ভিত্তিতে পরীক্ষা সাজেশন, বয়সের ভিত্ত্বিতে নয়) ও চিকিৎসা সেবা ফ্রি করার ব্যবস্থা গ্রহন করলাম।
পুরো পৃথিবীর শিক্ষা ব্যবস্থার শুধু মানদন্ড নয় বরং যে ভাষাই হোক সাবজেক্ট হবে একরকম। এবং সবভাষার সাথে সব ভাষার অনেক মিল আছে।
আমরা যে পরিমান টাকা ভিসা ও পাসর্পোর্টের নামে খরচ করি এখন থেকে আমাদের সবার পরিচয় আমরা সবাই বিশ্ববাসী মানুষ তাই আমাদের যাতে রাষ্ট্রিয় ব্যবস্থার সকল আইনের প্রতি অনুগত হতে সাহায্য করে এমন একটি পরিচয় পত্র(যাবতীয় প্রয়োজনীয় ডাটা সহকারে) ও ডাটাবেইজ আকারে রক্ষিত থাকবে।
পৃথিবীতে এক সময় সেনাবাহিনী ছিলো। এখন নাই। এখন সেনাবাহিনী হয়ে গেছে আইন শৃংখলা রক্ষা কারী বাহিনী। তাদের রাস্ট্রিয় আইনের মধ্য থেকে শুধুমাত্র মানুষের কল্যানেই কাজ করে যবে।
আমাদের পৃথিবীতে কোনো ইচ্ছা মৃত্যু বা সেচ্ছায় নিজে নিজের মৃত্যু বেছে নেবার কোনো প্রকার আইন নাই। এবং সমকামীকার কথা মুখে নিয়ে আসাও চরম অবরাধ বলে আমরা তাওহিদে বিশ্বা করি বলে মানি। সুতারাং এ বিষয়ে কোনোদিনও কোনো প্রকার পজেটিভ কিছু বলা যাবে না।
আমরা আমাদের বাচ্চাদের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি দেবো। তারা বিপথে গেলে আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। তারপরও চেষ্টা ব্যার্থ হলে আইন শৃখলা বাহিনী বা স্পেশাল কোনো বাহিনীর সাহায্য নেবো। এ ক্ষেত্রে রাস্ট্রও সব সময় সচেতন থাকবে।
ইন্টারনেট আমাদের কাছে ঈশ্বরের আশির্বাদ স্বরূপ মনে করি। তাই সবাইকে এই সেবার মধ্য দিয়ে সাম্যের মানব সেবায় ব্রতি থাকবো।
পুরো বিশ্বের কালচারের মধ্যেই একটি সমন্বয় করে পৃথিবীর যে কোনো ভুখন্ডেই তা হোক না কেনো, সেই ব্যাবস্থা নিশ্চিত করেই সাংস্কৃতিক শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিশ্বের সকল মিডিয়া ন্যায়ের পরিপন্থি কোনো কাজ করা থেকে বিরত থাকবে। তারা শুধু মাত্র শিক্ষা, পারিপার্ষিক সেবা, সেবায় গাফেলতি, অপরাধ বিমুক্ত করণ, সাম্যের ধর্ম শিক্ষা দেয়া (যাতে সব ধর্মের বিষয়ই উল্লেখ থাকবে) সহ যাবতীয় কল্যান কর কাজেই আত্ম নিয়োগ করবেন। মানুষের জন্য কোনো খারাপ ই রাস্ট্রিয় আইনের ঊর্ধে না।
আমরা আমাদের সুখঃ দুঃখ কোনো প্রকার ভেদাভেদের প্রশ্রয় না দিয়ে সব মানুষ সব মানুষের প্রতি সত্য জ্ঞানে ন্যায় রক্ষার জন্য মানব কল্যানে কাজ করবো।
আমাদের অধীকারের ক্ষেত্রে কোনো প্রকার বড় ছোট জ্ঞান করবো না। তবে রাস্ট্রিয় ব্যবস্থার সুবিধার্থে মেল্টাল লেভেলের ভিত্ত্বিতে পরীক্ষা গ্রহন পূর্ব অভিজ্ঞ ও বেশী পারদর্শি এই নীতি মেনে চেইন অব কমান্ড পরিচালিত হবে।
যে কোনো ভালো কাজ রাস্ট্রিয় ব্যবস্থাপনার মানুষের ম্যানেজমেন্ট এর উচ্চপর্যায়ে যারা আছে, আমরা সবাই সত্য জ্ঞানে সমস্যা অনুমোদন পূর্বক যথা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
ছোটরা বড়দের সম্মান করতে বাধ্য থাকবে। কাজের অধিকার নয় বরং ভালোভাবে বেঁচে থাকার জন্য মেল্টাল লেভেল অনুযায়ী রাস্ট্রয় ব্যাবস্থাপনা যে কাজ করতে বলবে ঐ কাজ করতে বাধ্য থাকবো এবং আইন মানতে বাধ্য থাকবো।
এই মূহুর্তে যারা যারা মৃত্যদন্ড প্রাপ্ত আসামী আছে তাদের সাজা মৃত্যদন্ড ব্যতিত অন্য যে কোনো সাজা দেয়া হবে। আর কোনোদিনও মৃত্যুদন্ড দেয়ার বিধান প্রনয়ন করা যাবে না। মুনষ যত বড় অপরাধই করুক না কেনো তা মার্জনা জনক বলে নিজ যোগ্যতা বলে আমি মানুষ হিসেবে মনে করছি।
অবশ্যই আল্লাহ্ তার সর্বশ্রেষ্ট জীব মানুষের তাওহিদের বিশ্বাসের জন্য অবগত আছেন তাতে আমারা আমাদের আল্লাহ্ কে যে নামেই ডাকি না কেনো। তাওহিদের আল্লাহ্ কোনো প্রকার শেরেক মুক্ত।
আমরা জানি মানুষ ইচ্ছা স্বাধীন জীব তা কোনো ভাবেই আল্লাহ্ র সৃষ্টিকে অবজ্ঞা করে নয়।
যদি মন সায় দেয় তাহলে চিন্তা করার জন্য সব মানুষকে অনুরোধ করছি। এবং মানুষ তার নিজ মেধা ও যোগ্যতা বলে যাবতীয় মানব কল্যানকর কাজের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করবেন।
©somewhere in net ltd.