নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

মুন+আসিফ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

জান,



“আসিফ তুমি জানো না তুমি আমার হৃদয় তুমি আমার অন্তর”

তোমার সেলফোন থেকে আমাকে প্রথম এই বাণীটি তোমার বাঁকা আঙ্গুল দিয়ে লিখে পাঠিয়েছিলে। কেনো লিখেছিলে মুন?



যিনি হৃদয়ে থাকে তাকে একদিন না একদিন অর্জন করে নেয়ার সুযোগ থাকে। কিন্তু যিনি আমাদের তাওহিদের রব সেই রবের সাথে কোনোদিনও কোনো বিষয়ে শিরক করা নিষেধ। শিরকের পরিনাম কোনোদিন ভালো হয় নি। যে দিন সময় হবে সব বুঝে নিতে শিখবে। এই প্রতিক্ষায় আমি ছিলাম, আছি এবং তোমার ভালোবাসার কাছে ঋণী হয়েই থাকবো।



তোমাকে যতো কষ্ট দিয়েছি, সে জন্য এই অভাগা আসিফ তোমার কাছে ক্ষমাপ্রার্থী হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিলো না। যদি কোনোদিন তোমার মন টানে আমার কাছে এসো। আমি তোমার জন্যই।



তোমাকে নিয়েই আমার প্রেম রচিত। এ এক সত্য সত্য খেলার নাম আমার জান! তুমি একটি বিষয় নিজ গুনে জেনে নিও যে, এই খেলায় শুধু বিশ্বাস রাখতে জানতে শিখতে হয়। কখনও বিশ্বাস হারাতে হয় না। কোনো পরিস্থিতেই না। যতো বাঁধা আসুক না কেনো, তারপরও হৃদয়ে বিজরী-ঝটার ঝলকানীর মতো করে নিজের অন্তরে পুষে রাখতে জানতে হয়। আর এই জানা টুকু অনেক অনেক কষ্টের। তুমি যা হারিয়েছো তুমি তা পেয়েছো। তোমার প্রাপ্য ছিলো বলেই পেয়েছো। এটাই নীয়ম সোনা।



আমি তোমার প্রেমের জোড়ের কাছে চিরকাল আটকে থাকি। যদি পারো তোমার এই জানটিকে বরন করে নিয়ো। দেখবে তুমি যেমন করে আমাকে দেখতে চেয়েছিলে ঠিক তেমন করেই পাবে। আমি কখনও বদলে যেতে পারি না। এ আমার পক্ষে সম্ভব না। তোমার পক্ষে সম্ভব ছিলো বলেই তুমি একদিন আমাকে বলেছিলে, “জানো জান? তুমি যদি আমাকে ছেড়ে কখনও চলে যাও, আর তোমার কাছে যতো মেয়েই থাকুক না কেনো, আমি তোমার কাছে ছুটে আসবোই”। আমি জানি, তোমার মনে পড়েছে। মন থেকে সুখের স্বপ্ন প্রেম হারায় না।



আমি চাই তোমাকে। শুধু তোমাকে। তোমাকে। এই এতটুকুই আমার চাওয়া। কিন্তু তোমার কাছে থেকে অনেক বেশী আমি তোমাকে পেয়েছি। তোমার মুখ খানা আমার কাছে পুরো পৃথিবীর থেকেও দামি। যদি আমি সেই দাম দিয়ে হলেও তোমাকে কিনতে পারতাম কিনে নিতাম। এ বিশ্বাস কোনোদিন হারাবে না। মনে রেখো, প্রেম এতো তুচ্ছ বা অবজ্ঞার জিনিস না যে, প্রেমকে টাকা দিয়ে কেনা যাবে।

.........আমি তোমার অপেক্ষায় থাকবো জান!!!

I Love You My Sweet Dream.



তোমার

আসিফ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.