![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
প্রাণ প্রিয় বন্ধু,
যারা এই মুহর্তে আমার কথাগুলো বুঝতে পারছেন। সেই সব ভাগ্যবান মানুষের মনের আন্তরিক চাওয়া নিজেদের মন দ্বারা বোঝা বা নিজদেদের আমার সম্পর্কে বা এই মুহুর্তের চাহিদা বা মানব আশা জানতে চাওয়ার প্রয়োজনিয়তার কথা ভেবে ফেসবুক বা সরাসরি কয়েকটি প্রশ্ন (যা অবশ্যই বাংলা ভাষায় দিয়ে প্রকাশ করলে খুশি হবো) বিনয় চিত্তে প্রেরন বা জানতে চাওয়ার জন্য একদম সরাসরি মনে ফাক ফোকর না রেখে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধু আপনাদের অনেক ঝরের পর একটু সুন্দর সময়কে আমার থেকে অন্যকেউ মানুষ হিসেবে ভালো বোঝেন কিনা আমি জানি না। আপনারা ইচ্ছা স্বাধিন মানুষ আপনাদের আবেগ আছে বলেই তো আপনার সুন্দর!
আমি চির শিশু, চির কিশোর,
আমি যৌবন ভিতু পল্লিবালার আচর কাচরী নিচর
..............................................নজরুল
পেয়ে যদি তোমায় হারাই,
দুরে দুরে থাকি গো তাই,
ফুল ফুটায়ে যাই গো চলে.
চঞ্চল বুলবুল....
............................নজরুল
এই সুন্দর ভয় যেমন আমার আছে। তারপরও আমি নিজের সম্বন্ধে অবগত। সমভয় সব ভালোমানুষেরই থাকে। নিজের অন্তরকে নিজের মতো করে খুঁজে পাওয়া যত অতিতের কষ্টই নিয়ে আসুক না কেনো, তারপরও আমরা সেই সুন্দর ও সত্যের চিরপূজারি আর এজন্যই তো আপনাদের তাওহিদের একমাত্র খোদা আপনাদের অন্তরের অনেক কাছে থেকে আপনাদের মধ্য থেকেই এই চির মধুর সেরাব সম ভাবকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ইউনিভার্সল ওয়েতেই দিয়ে দিতে পছন্দ করেন।