![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমার কিছু একটা করা দরকার।
আমি এখন ঢাকা, কল্যানপুরে এক বন্ধুর আশ্রয়ে আছি।
আমার পেটের দায়ে কিছু টাকা ইনকাম করা দরকার। তাই বিনীত ভাবে বলছি যে, কেউ যদি আমার কাছে মেডিটেশন বা মাইন্ড কন্ট্রোল শিখতে আগ্রহী হন তাহলে আমি প্রাইভেট আকারে গিয়ে শিখাতে প্রস্তুত আছি।
আসিফ
০১৭১৭০৪৪৯১৯
০১৯১৯০৪৪৯১৯
০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:১১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি সবসময়ই সমান তালে থাকতে জানি বন্ধু!!! আপনি হয়তো আপনার মানুষিকতা দিয়ে যাচাই করে কথা বলছেন। আমার অনুভূতি অনেক বেশী অন্যরকম সুন্দর। আমি আপনাদের ভালোভাবে বাঁচাতে চাই। তাইতো আমার বিরামহীন পথচলা। আমাকে আজ ভুল বুঝুন তাতে আমার কোনো অসুবিধা নেই। যখন আপনার কর্ম আপনার অন্তরে আসিফ এর স্বাগত বর্তা শোনাবে। সেদিন চলে আসুন.........................আমি সবার হৃদয়ে থাকতে জানি।
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাব গোস্বা হলেন দেখছি
মেডিটেশন আর কি শেখাবেন্ । এইটুকুতেই রাগানুভূতি চলে আসল!!!!!!
ওকে। আমাকে না জেনেই বলে দিলেন আপনার অনুভূতি অনেক সুন্দর। ভাল । কারণ নিজের কাল মেয়েটাও, বা সন্তানের কাছে কাল মাটাই বিশ্বের সেরা সুন্দর
আপনার চোখে আপনার ানুভবতো সুন্দর হবেই।
তবে ইউনিভার্সাল হবে তখনই যখন সবার চোখে আপনারটা সুন্দর লাগবে- আর আপনার বারবারই মনে হবে- না জানি আমার কোথায় আরও বেশি ভাল করার ছিল!।
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি সবসময়ই সমান তালে থাকতে জানি বন্ধু!!! আপনি হয়তো আপনার মানুষিকতা দিয়ে যাচাই করে কথা বলছেন। আমার অনুভূতি অনেক বেশী অন্যরকম সুন্দর। আমি আপনাদের ভালোভাবে বাঁচাতে চাই। তাইতো আমার বিরামহীন পথচলা। আমাকে আজ ভুল বুঝুন তাতে আমার কোনো অসুবিধা নেই। যখন আপনার কর্ম আপনার অন্তরে আসিফ এর স্বাগত বর্তা শোনাবে। সেদিন চলে আসুন.........................আমি সবার হৃদয়ে থাকতে জানি।
৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
বাংলার ঈগল বলেছেন: যে পেটের দায়ে চলতে পারছে না সে অন্যকে ভালোভাবে বাঁচাতে চায়!!!
আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বলেন আরো কিছু বলেন অসুবিধা কোথায়?
মানুষ আল্লাহ্ এর কথা বলতে পারবে না বা মানুষকে ভালোভাবে বাঁচানোর কথা বলতে পারবে না এর মধ্যে পেটের দায়ের স্থান কোথায়?
পেটের দায় আমার আছে বলেই আমি কাজ পাওয়ার জন্য অন্য মানুষের সহযোগিতা চেয়েছি। মানুষ মানুষের কাছে সাহায্য চাইতে পারে যা অন্য মানুষের পক্ষে দেয়া সম্ভব।
আর মানুষ ও মানব জাতির অস্তিত্ব রক্ষা বা বাঁচার মতো বাঁচতে শিখানো তাগিদ প্রতিটা ভালো মানুষেরই কর্তব্য বোধ থেকে আসে বা করতে হয়। এভাবেই আমরা এই সভ্যতা পেয়েছি। এভাবেই চলতে চলতেই একটি প্লাটফরমের উপর দাঁড়িয়ে আপনি আমার সাথে ভাব বিনিময় করতে পারছেন।
পেটের তাগিদের জায়গায় পেটের তাগিদ আর কর্তব্যের যায় গায় কর্তব্য।
মানুষ মানুষের জন্য সাহায্যে এগিয়ে আসবে এটা স্বাভাবিক ব্যাপার মাত্র।
কেউ নিজের ও অন্যের দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা করে আর কেউ দারিদ্রকে পুজি করে দুর্বলতা ভেবে আঘাত করতে চায়। কোনটা ভালো?
কেউ যদি তোমাকে আঘাত করে কষ্ট নিও না,
মনে রাখবা, গাছের সবথেকে মিষ্টি ফলটিতেই মানুষ ঢিল ছোড়ে।
............................................মাওলা আলী
৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৩
বাংলার ঈগল বলেছেন: মানুষ মানুষের জন্য সাহায্যে এগিয়ে আসবে এটা স্বাভাবিক ব্যাপার (অবশ্যই সহমত)
ব্যাপারটা হচ্ছে: আপনার অন্য লেখাগুলো একটির সাথে অন্যটি সামন্জস্যপুর্ন না! মনে হচ্ছে আবেগ যখন যা বলছে তাই......এই রকম কিছু একটা ! (যেমন- আপনি মেডিটেশন শেখাবেন/ কিন্তু নিজেই নিজের উপর নিয়ন্ত্রন রাখতে পারছেন না, রেগে যাচ্ছেন!!)
মনে কিছু নিবেন না: (ব্যক্তিগত প্রশ্ন: আপনি কি শিয়া বা খ্রিষ্টান প্রভাবিত? )
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: মনে করুন আমি একটি স্থির বল/শক্তি। আমি সেই বলের স্বাদ অন্যকে নিতে বলছি বা খুব সুন্দর ভাবে বুঝিয়ে সুঝিয়ে বিপদ থেকে পরিত্রানের চেষ্টা চালাচ্ছি। এখন অন্যরা বলের স্থিরতা কোথায় সেটা না বুঝেই যদি বার বার লাথি মারে সেখানে ঐ স্থির বল (যখন কোন বস্তু শুন্য অবস্থায় থাকে) এর দোষ কোথায়?
রেগে যাওয়া মানুষের একটি আবেগ মাত্র। আপনি কি বলতে পারবেন যে অনেক সময় নিজে এবং অন্যদের মঙ্গলের জন্য রেগে যাওয়া যাবে না? মানুষকে আবেগবিহীন করার চেষ্টা করা মেডিটেশন এবং ধর্মের বিপরিত হিসেবে গন্য হয়।
আমার লেখাগুলো থেকে যিনি নিজে নিজে সামঞ্জস্য করে নিতে না পারবে তাকে আমি আর নতুন করে সামঞ্জস্য করে দেবো না। যদি কখনও আবার পড়ার প্রয়োজন মনে করেন পড়ে নিবেন। যদি আমার ব্যবহারকৃত রেফারেন্সগুলো যাচাই করে দেখেন তারপর আবার পড়ে দেখেন তাহলে বুঝতে বুঝে যাবেন।
আমি শুধু মাত্র তাওহিদের আল্লাহ্ এর কাছে নিজেকে বিকিয়ে দিয়ে মানুষের সেবা করার লক্ষ্যে ব্রতি এবং আমার তাওহিদ দিয়ে আমি প্রভাবিত। তাওহিদের পথে মানুষ সৃষ্ট কন্টক দুর করার জন্য আমাকে অনেক সময় অনেকের দ্বারা প্রভাবিত মনে হবে। এই প্রভাবটুকু না থাকলে মানুষকে স্পষ্ট করে বলা যায় না। একজন তাওহিদের আবির্ভাবক পথিকের অন্য পথিকদের চিনে নিতে জানতে হয়। তাতে করে সবার মঙ্গল।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বাস্তব চেতনা জাগায় স্বাগত।
জীবনটা খুবই রুঢ়! আবার খুবই সহজ।
আপনার ভবিষ্যত জীবন সুন্দর হোক।