নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

অনেক বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা জরুরী

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১

আসসালামু আলাইকুম (আপনার সাথে আমার সংযোগ হোক)



বন্ধু!!!





আমার কাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। পলিটিক্স, পরিবেশ, চিকিৎসা ও সমাজ এর যে কোনো সমস্যার সমাধানের জন্য কাজ করা। বিশ্ব নেত্রীত্ব, অর্থনীতি ও সমাজ সংস্কার করা। আমি আত্মপ্রকাশ করেছি মানুষ ও এই বিশ্বের কল্যানকর কাজ করার জন্য।



আমি যত বার এই অসহায় মানুষ জাতির উন্নতির জন্য কাজ করতে যাচ্ছি ততবারই বাধাগ্রস্থ হচ্ছি। যা খুবই দুঃখ জনক।



আমি আসিফ যতবারই আপনাদের জন্য দ্রুত শান্তির পথ দেখিয়ে দেবার চেষ্টা করছি ততবারই আপনারা আমাকে টেনেটুনে এই বাজে সমাজ কে ব্যবহার করে ধাক্কা-ধাক্কি ও ধস্তা-ধস্তি করে পথ অবরুদ্ধ করতে চাচ্ছেন। তাতে ক্ষতি হচ্ছে কার?



আমি আসিফ আপনাদের চিরকল্যান ও চির মুক্তির পথ দেখানোর জন্য তাওহিদের রব কর্তৃক মনোনিত।



আমি আপনাদের পা ধরে অনুরোধ করছি আমাকে নিয়ে আর খেলবেন না। আপনাদের যদি আমাদের কাজ সম্পর্কে ধারনা থাকতো তাহলে বুঝতেন। আপনারা যত আসিফ কে নিয়ে অপ-খেলার চেষ্টা করবেন তার বদলে আপনারা যা দেখতে পাবেন তা মোটেও সুখকর নয়।



বরিশাল এর সাবেক মেয়র শওকত হোসেন হিরন এর দলীয় চামচা নিয়াজ আমার মাথা থেকে রক্ত ঝরিয়েছে। তার খেসারত হিরন কিভাবে দিচ্ছে তা হয়তো একটু ঘিলু থাকলে বুঝতে পারবেন।



আমাকে আমার মতো কাজ করার পরিবেশ দিন। আমি আপনাদের মঙ্গল এর জন্য আবির্ভূত হয়েছি।



দয়া করে আমাকে একটু নিরিবিলি পরিবেশ দিন। আমি চাইনা আমাকে কেউ ভুল বুঝে আঘাত দিয়ে উক্ত ব্যাক্তিবর্গকে যেনো আরো বিশাল বড় আঘাত সহ্য করতে হয়। আমাকে বিশ্বাস করুন।



আপনারা বুঝতে পারছেন না বলেই আমি এতো বার আপনাদের শুধু রিকোয়েস্ট করে চলছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.