![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমি শপথ করছি যে, সৃষ্টিকর্তা এক ও অদ্বিতিয়। কখনও মানুষে মানুষে কোনো প্রকার ভেদাভেদ করবো না এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। কখনও মিথ্যা কথা বলবো না। নিজ মাতৃভাষা, সাস্কৃতি ও দেশের কাছে ঋনি থাকবো। দেশ, জাতি ও পুরো বিশ্বের মানুষের একতা ও সংহতি রক্ষায় সর্বদা সতেষ্ট থাকবো। দেশের আইন মান্য করতে বাধ্য থাকবো। হে স্রষ্টা আমাকে শক্তি দাও ও কবুল কর। আমিন!
©somewhere in net ltd.