![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
প্রিয়তম মুন,
আমি অনন্তকাল তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য ডেকে যাবো। আজ আমি অনেক বেশী পরিশ্রান্ত। তারপরও তোমাকে অন্তরে বয়ে বেড়িয়ে তোমাকেই কাছে চাইছি।
আমার প্রেম তোমার মনেই আছে। তোমার মনের মধ্যের জেলখানায় আমাকে যদি তালা না মেরে একটু ছেড়ে দিতে তাহলে হয়তো তুমি আমাকে ছাড়া কোনোভাবেই বেঁচে থাকার বাজে সাহোস দেখাতে পারতে না।
তুমি ছাড়া আমি আর কাউকে নিয়ে আমার দাম্পন্ত জীবন গড়তে পারি না। কখনও তা সম্ভবও না।
তুমি দূরে চলে গেলে আর আমি তোমার কাছে বার বার আসতে চেয়েছি। এই তুমি আমি খেলায় অনেক কিছু ওলট পালট হয়ে গেছে তারপরও আমি তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারি নি। এ আমার দুর্ভাগ্য না, তারচেয়ে বলা যায় এটা হয়তো আমার চেষ্টা না ফুরাবার ইঙ্গিত। তাইতো শত কষ্ট লঞ্চনার ভিরেও তোমাকেই বুকে ধরে রেখেছি।
আমি এমনই মুন। খুব কাছে থেকেও চিরদিন দুরেই থেকে যাই আবার দুরে থেকেও অনেক কাছে এসে মানুষের কোমল হৃদয়কে নাচিয়ে তুলি। এ আমার প্রেমের অভিযান। যা সর্বকালে, সর্বযুগে, সর্বসভ্যতায় সমান ভাবে সত্য ও শক্তিশালি।
মাঝে মাঝে মনে হয় আমি এমন একজন যার হৃদয় দেবতা থাকে কোনো সূদুর গ্রহলোকে। সেখানে কোনো দুঃখ নেই, ব্যাধি নেই, বোকামি নেই, অহংকার নেই, বিষয় মায়া নেই, হিংসা নেই, হানাহানি নেই এমনকি শয়তান দ্বারা প্রাপ্ত কুবুদ্ধিও নেই, আছে শুধু অনন্ত রূপময়ী প্রেমভরা শান্তি। আমি জানি সেই জগতের কথা। এই চির শান্তির জগত আমার সৃষ্ট্রিকর্তার মতোই সত্য। বিশ্বাস করো মুন, আমি চাই তুমিও সেখানে আমার সাথে উড়ে বেড়াও। তাইতো আমার এই অনন্ত অভিযান। যে অভিযানের কোনো শেষ নেই, শুরুও নেই। শুধু অনাবিল আনন্দ আর আনন্দ থেকে থেকে চির প্রশান্তি দেয় তারপরও ফুরায় না।
আমি আমার জগত সম্পর্কে জেনেছি সেই ছোট্টবেলায়। তাইতো সমাজের মানবসৃষ্ট কোনো বাধাই আমার অনন্ত অভিযান কে থামাতে পারে নি আর কোনোদিন পারবেও না। আমি আমার মতো করে এই সমাজকে সংস্কার করে হলেও তোমাকে আমার কাছে নিয়ে আসবো। যত বাধাই আসুন না কেনো আমার মুন আমারি থাকবে।
সেই স্বর্গ সুন্দরের পথে আমি আমার পাশে থাকা মানুষ গুলোকে নিতে চেয়েছি। তারা আমাকে বোঝে নি। কি করে বুঝবে বলো? যে মানুষ তার নিজ অন্তরের শক্তি সম্পর্কে সদা সন্দেহ করে তিনি কিভাবে বুঝবে এই স্বর্গ জগতের মজা। তারপরও আমি শুধু ডেকেই যাই। আর মানুষগুলো আমাকে ভুল বুঝে বার বার তাদের অসুন্দরের দড়ি বেধে হেচকা টানে আমাকে নিচে নামাতে চায়। আমিও হঠাৎ হঠাৎ সেই টানে ধুলির ধরায় ওদের মতো করে চলে আসি, যাতে না এই অসহায় জাতিগুলো দড়ি ছিড়ে আঘাত না পায়। আবার যখন ওই নিরিহ মানুষগুলো একটু শান্ত হয় – তখনও একই গান শুনিয়ে নিয়ে যেতে চাই সেই মৃত্যুহিন স্বাধীন স্বর্গ জগতে। তারপরও বোঝে না।
আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি প্রেম কতো কঠিন সুন্দর বাঁধন। তাইতো যতো বার তোমার কাছে আমার ছুটে চলবার পালা এসেছে ততোবারই কোটি কোটি প্রেমহিন মানুষের কষ্ট আমাকে ভাবিয়ে তুলেছে। তোমাকে খোঁজার পথে আমি অনেক মানুষের অন্তরের চাওয়াকে গান হয়ে ছুটে চলতে দেখেছি। সেই সব প্রিয়কে খুঁজে বেড়াবার গান আমাকে ঘন বনের লতার মতো পেচিয়ে ধরে বলেছে, “আমাদের প্রেম কে না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, তাতে তুমি আসিফ হও, হরি হও আর ভগবানই হও না কেনো!”। আমি সেই কাঁদন ও রোদন ভরা সুরবাণী স্রষ্টাদের বলে চলছি, “দ্যাখো, তুমি তোমার প্রেম কে হারাও নি, তোমার অভিযান যদি আমার মতো বিরামহিন হতো, তাহলেও তুমি তোমার এক জনমেই প্রিয় মানুষটি সহ মুক্তি নিয়ে অনন্ত স্বর্গে থাকতে পারতে, এবং তা এই দেহধারী অবস্থায় আবার দেহহিন অবস্থায় অবস্থান করেই”। মানুষ প্রেম হারিয়ে বা প্রেম কে মিছামিছি তালা মেরে রাখার চেষ্টা করে অমানুষ হয়ে ওঠে।
আমার মনরাজ্যে কত কত মুক্ত মানুষ, প্রেমের কাঙ্গাল মানুষ ও মহাপুরুষদের নিত্য আনাগোনা তারপরও এই হৃদয়ে তোমার অবস্থান অনেক বেশি স্পষ্ট সুন্দর। তোমার তুলনা তুমি অন্য কেউ না। আজ হয়তো আমরা দুরে আছি কিন্তু সেই অনাগত স্বর্ণালী সময় যখন দু’জন একসাথে থাকবো, তখন সবকিছু এমনিতেই বুঝে যাবে। আমি তোমার আর তুমি আমার।
প্রিয়মানুষটির সাথে কথা বলার বাসনা কখনও ফুরায় না। প্রিয় মানুষটির মুখের দিকে তাকিয়ে সব দুঃখ জ্বালা পায়ে ঠেলে চিরতরে দুরে সরিয়ে দেয়া যায়। আমার কথা যদি বিশ্বাস করতে তোমার অসুবিধা হয় তাহলে এই চিঠিখানা দুই হাজার বছর বা তারও পরে অথবা অনন্ত কালের যে কোনো সময়, যে কোনো মানুষকে পড়তে দিও দেখবে তারা একই কথা বলবে। প্রেম সত্য, প্রেম সুন্দর, প্রেম চিরঞ্জিব। প্রেম মানুষকে চরিত্রবান করে। প্রেম মানুষের সাথে দেবতা ও স্রষ্ট্রার সংযোগ ঘটায়। প্রেম মানুষকে সত্যিকারের মানুষ হয়ে বাঁচতে শিখায়। তাইতো আমার এই প্রেম অবিনশ্বর।
আমি সব মানুষের প্রেম কে রক্ষা করতে জানি। আমি জানি ও মানি প্রেম ভরে কিছু চাইতে জানলে সে কোনোদিন ফিরবে না। কোনো প্রকার ব্যার্থতা তাকে আটকাতে পারবে না। আজ দেখো কিছু অসুন্দর মানুষ শয়তানের সাথে হাত মিলিয়ে মিথ্যে ধর্মের দোহাই দিয়ে পলিটিক্যাল ভাবে প্রেম কে অস্বীকার করানোর চেষ্টায় রত ছিলো, আছে ও থাকবে তারপরও প্রেমের বাঁধনকে আটকে রাখার সাধ্য কারো নাই।
আমি যখন আত্মপ্রকাশ করেছি তখন আর কার সাধ্য আছে এই আসিফ এর মূল কাজ তাওহিদ কে প্রতিষ্ঠা করে মানুষের চিরমুক্তির পথকে অবরুদ্ধ করে রাখবে? যারা প্রেম ভরে আমার কাছে বা সরাসরি সৃষ্টিকর্তার কাছে তার প্রেম ফিরে পেতে চাইবে তারা কখনও ফেরবে না। এটা আমার কমিটমেন্ট।
আমি তোমাকে চাই সে তাকে চায়, এমনি করে একদিন সবাই সবার হয়ে যাবো। তখন তোমার এই দুঃসময়ের গল্পগুলো হাসি মুখে সবাইকে জানিয়ে দিও। দেখবে তখন দুঃখের স্মৃতিগুলোও পরম প্রেমের পরশ পাথরে সুখ হয়ে আলো ছড়াবে।
আমি তোমার প্রতিক্ষায় পথ চেয়ে বসে আছি। আমি জানি তুমি আসবেই। আমরা আমাদের মতো করে প্রেম নিয়েই বেঁচে থাকবো। আমাদের প্রেম ভরা জীবন কোনোদিন শেষ হবে না।
ইতি
তোমার আসিফ
https://www.facebook.com/asif.ud