![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
"আরে, এই কথাগুলো তো মহামূল্যবান!" - বলে সময় নষ্ট করবেন না। মানুষ বোঝে মহাসাহোসের প্রেম নিয়ে কাজ করলে আপনার প্রতিটা কথাই মহামূল্যবান হয়ে যায়। এই পৃথিবীর মহাসম্রাট পৃথিবীর প্রতিটি ষ্টেটের চিফ এক্সিকিউটরদের অর্ডার করছে পারমানিবক বোমা গুলো ধ্বংস করে দিতে। আপনার ফাও ফাও ব্রিফকেস-সুটকেস-লকার-ফাইল-চুক্তিপত্র নিয়ে এদিক ওদিক দৌড়িয়ে কাজের সময় নষ্ট করছেন। এই সব চুক্তি দিয়ে এটোমিক এ্যানার্জির বাজে ব্যবহার রোধ হয় না। শুধু শুধু মিডিয়ার মহামূল্যবান কর্মঘন্টা, কাগজপত্র ইত্যাদি নষ্ট হয়। পারমানবিক বোমা ধ্বংস করার জন্য একই দিনের একই সময় নিজেরা বসে বা যে কোনো উপায়ে যোগাযোগ করে ঠিক করে নিন কখন ধ্বংস করবেন। আমার মিডিয়ায় কাজ করা প্রতিটা স্বাধীন সংবাদ সংস্থা, স্বাধীন টিভি চ্যানেলের ক্যামেরা উক্ত নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে, আমার সব মহামুল্যবান মহাদামি চিরউৎফোল্য প্রাণস্বাধীন প্রজাবৃন্দ সেই দৃশ্য উপভোগ করবেন। জনতার এই অসুন্দরের ধ্বংসযগ্যের দৃশ্য অবলোকন করে নিজেরা ও নিজেদের মহারাজাকে আনন্দ বিনোদন প্রদ্রশণ করবেন। কিসের পেন্টাগন? পেন্টাগন কার বাপের জোড়ে চলে? পেন্টাগন কাজ করে মানুষের কল্যান ও মঙ্গলের জন্য। আপনারা সেই প্রমান রাখুন। আপনাদের এই মহাসেল্টার দাতার কথা শুনতে সবাই বাধ্য। না শুননে আমাদের ছেলেরা যেভাবে ছেলেবেলায় রিকশার চাকার স্পোকের মধ্যে বারুদ ভরে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে বোম ফুটানো খেলা খেলেছিল ঠিক সেই ভাবে মায়ের অস্তিত্ব রক্ষার প্রশ্ন পারমানবিক বোমাও খুঁজে বের করে দাঁত দিয়ে চুইংগামের মতো চিবিয়ে খাবে। মহারাজাধিরাজ দের একটু রাগি কথাতে মাইন্ড করতে হয় না। যারা বড় বড় মহাসম্রাট তাঁদের মেজাজ ও তাঁদের প্রজাদের মেজাজ সবসময় একরকম থাকে না। বড় দুঃখে মাঝে মাঝে একটু ক্ষ্যাপে ওঠেন। এইগুলো আন্তরিকতার মহাআন্তরিক মহাপ্রেমের প্রকাশ মাত্র। আমরা সবাই ঐ অসামান্য সুন্দর দৃশ্য দেখার অপেক্ষা করে আছি। নির্দিষ্ট টাইম নির্ধারন করার সাথে সাথেই সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিতে ভুলবেন না। প্রতিটা রাজনিতিক দল ও প্রতিটা লাভজনক অলাভজনক প্রতিষ্ঠানের এ্যাড দেবার সমান অধিকার আছে। আপনাদের মঙ্গল আশির্বাদ প্রনাম জানাচ্ছি। আমার প্রেম দিয়ে আপনাদের সবার প্রেম কে আমরা বিকাশিত করি।
©somewhere in net ltd.