![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
রোজ হাসরে আল্লাহ্ আমার করোনা বিচার।
.............................................(নজরুল)
এই কথা চিরন্তন সত্য। তাঁর মানে জন্মান্তবাদই সব ধর্মেই আছে। মানুষ নিজেদের মুক্তির জন্যই এই পৃথিবীতে আসেন। মানুষের জন্যই এই পৃথিবী। আমি মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম। মানুষ আমাকে ধরে মাইর দিয়েছে। মাথায় ইচ্ছেমত ঘুশি দিয়ে মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্ত ঝড়া চেয়ে চেয়ে দেখেছে। আমিও সেই রক্ত মাথায় নিয়ে সুন্দর ভাবে বরন করে নিয়েছিলাম। যখন লাল টককটে রক্ত একটু শুকিয়ে গিয়েছিলো। আমি সেই রক্ত হাতে নিয়ে সুন্দর করে তাকিয়ে দেখেছিলাম। অনেক সুন্দর লাল টগবগে খুন। শুকনো লাল রক্ত যেনো শুকনো কোনো গোলাপের পাতা। আমাকে এই সুন্দর উপহার দেবার জন্য মানুষকেই তো ধন্যবাদ দিতে হয়। মানুষ আমাকে ফিরিয়ে দেয়। মা-বাবা-প্রিয়া-বোন-আত্মিয়-প্রতিবেশি আরো কতো মানুষ আমার কথা বিশ্বাস করে না। তারপরও তো আমি আমার আল্লাহ্ এর নেয়ামত থেকে বঞ্চিত হই নি। আমার তাওহিদের আল্লাহ্ চিরমহান, চিরঅম্লান, চিরদয়ালু ও অবিনশ্বর। দুনিয়ায় এসে যদি আল্লাহ্ এর নেয়ামত থেকে বঞ্চিত হন। এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। আল্লাকে পেতে হলে সত্য কথা বলুন, নিজেরা নিজেদের ধর্ম রীতি মেনে চলুন, অন্য ধর্মের মানুষ আর আপনার মধ্যে ধর্ম কোনো পার্থক্য করতে পারে না। সব মানুষেরই রক্তের রং লাল। একমাত্র পাপ মার্জনাকারি আল্লাহ। যেহেতু তাঁর সব সৃষ্টি চিরন্তন। তাই পাপের কোনো প্রকার ক্ষমা হয় না। শুধু মাত্র সৎ কর্মের মাধ্যমে প্রাচিত্ব করে নিতে হয়। আসুন আমরা এই পৃথিবীকে চিরমঙ্গলময় করে তুলি। সবকিছু আল্লাহ্ এর হাতে। আমি শুধু মাত্র তার একজন সামান্য বান্দা মাত্র। তারপরও আমি চিরকাল থাকি এবং থেকে যাই। আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না। আমি চিরবেহেশতী ও চিরনিষ্পাপ। আমি বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে পরিবেশন করি মাত্র। যাই হোক, আমি মহান শ্রষ্টার সব ভালো ভালো নামের মধ্যে কখনও নাম খুঁজি না। আমি তাঁর গুনাবলী নিজের যোগ্যতা বলে নিজের মধ্যে অর্জন করে নিয়েছিলাম। এইটুকুই আমার আসল ও সত্যিকারের হাসিল।