নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

স্বাগতম জার্মান

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

জার্মানী জাতির এই বিশ্বকাপ জয়ে অনেক বেশি মনে পড়ছে এ্যাডলফ হিটলার কে। দেশপ্রেম কখনও বৃথা যায় না। যার মধ্যে দেশপ্রেম নেই তার মধ্যে মানবতা থাকতে পারে না। বাংলাদেশের এক কৃষক সেই মানবতা ভরা প্রেমের অর্ঘ্য নিবেদন করে ৩.৫ কিমি দৈর্ঘের জার্মানীর পতাকা উপহার দিয়েছিলেন। এর নাম কৃতজ্ঞতা ও আন্তরিকতা। আমরা সবাই মানুষ। আমরা একে অপরকে নিজের অন্তর দিয়েই বুঝতে ও জানতে পারি।



জার্মানীর এই বিশ্বকাপ জয় মানে সেই গরিব কৃষকের প্রেমের জয়। এই জয় মানবতার জয়। এই জয়ে চ্যাম্পিয়ান হয়েছে আন্তরিকতা ও কৃতজ্ঞতা। কিভাবে ঐ সাধারন কৃষকের চাওয়া গড ফেলে দেবেন?



সেই সাথে আমি আর্জেন্টিনা দেশের মানুষদের সম্মান জানাচ্ছি। তাঁরা অনেক ভালো খেলেছিলো ও বিশ্বকাপ চ্যাম্পিয়ার হওয়া থেকে ১টি গোল দুরে ছিলো মাত্র। আপনাদের পরিশ্রমের বিজয় হয়েছে। চে গুয়েভারার দেশের প্রতি আমার আন্তরিক প্রেম নিবেদন করছি।



আমি কৃতজ্ঞতার জানাই ফিফা কর্তৃপক্ষকে, যারা এই সময় পর্যন্ত সব থেকে সুন্দর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেই সাথে ব্লেটার সাহেব কে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।



বিশ্বকাপের সমস্ত দর্শক, খেলোয়ার, মিডিয়া ও বিশ্বকাপ ফুটবল আয়োজনে যে যেভাবে ছিলেন সাবাই কে আমার আন্তরিক প্রেম নিবেদন করছি।



সমস্ত ইউরোপ বাসী ও খৃষ্টান সম্প্রদায়কে আমি হয়তো বোঝাতে সক্ষম হয়েছি যে, আনলাকি থারটিন (ডেসিমেল ১৩ সংখ্যা) একটি কুসংস্কার মাত্র। ১৩-৭-২০১৪ইসায়ী তারিখে জার্মান বিশ্বচ্যাম্পিয়ান হলো। সেদিন ১৩জন একসাথে বসে যিশু সহ দ্যা লাস্ট সাফার ছিলো। ওখানে ১৩ সংখ্যা ও যিষুর কোনো দোষ ছিলো না। সেদিন ভুলত্রুটি ছিলো কিছু মন্দ মানষিকতার মানুষের।



আসুন আমরা সবাই সত্য ও মঙ্গলের পথে নিজেদের নিয়োজিত করে মানব জীবন ধন্য ও স্বার্থক করে তুলি।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

ঢাকাবাসী বলেছেন: হিটলারের মত দেশপ্রেমিক দুর্লভ।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১২

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যি কথা। নিজ দেশ ও নিজ জাতির প্রতি প্রেম না থাকলে এ রকম নেতৃত্ব দেয়া সম্ভব না।

২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

আজীব ০০৭ বলেছেন: ঢাকাবাসীর সাথে সহমত

৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: নিজ দেশ ও নিজ জাতির প্রতি প্রেম না থাকলে এ রকম নেতৃত্ব দেয়া সম্ভব না।

৪| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

ফারগুসন বলেছেন: সুন্দর বলেছ। ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: স্বাগতম জার্মানী ,অভিনন্দন আর্জেন্টিনা ।
হিটলার তো অনেক বড় ইতিহাস। সুন্দর পোস্ট ।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমাদের বুঝতে হবে যে এ্যাডলফ হিটলারকে যতখানি নেগেটিভ করে উপস্থান করা হয়। তিনি মোটেও তা ছিলেন না। তিনি মন্দ কাজ করতে বাধ্য হয়েছিলেন।

এ্যাডলফ হিটলার মানব জাতির মহাউদাহরন। তাকে আমাদের সম্মান করা উচিত। মন্দ গুনকে না বলা উচিত।

৬| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫

সুমন কর বলেছেন: স্বাগতম জার্মানী !:#P

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনাকেও সুস্বাগতম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.