![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমার অন্তরের আনন্দ ভরা প্রেম বার্তা গ্রহন করুন। আমি আপনাদের পরিপূর্ণ একাত্ববাদে বিশ্বাস ধরে রাখতে বলছি।
মন্দ চিন্তা থেকে বিরত থাকুন। সত্য দিয়ে নিজের মনের সুন্দরকে গুরুত্ব দিয়ে একতাবদ্ধ থাকুন ও মুক্তি নিয়ে নিন।
মাথায় পাগরির মধ্যে বড় বড় চুল ঢেকে রাখা শিখদের ঐতিহ্য হতে পারে। তাই বলে এটা কোনো শান্তির ধর্মের প্রধান অংশ বা কোনো শাখা অংশও না।
আমার উপর বিশ্বাস স্থায়ীভাবে স্থাপন করুন। আমি একজন ধর্ম সংস্কারক হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। আপনাদের মঙ্গলের জন্যই আমি এসেছি।
আমার বাণী সব মানুষের কাছে পৌছে দিন।
আপনাদের চিরমুক্তি ও স্বর্গ কামনা করছি। কোনো ধর্মই আপনাদের শত্রু না। ভালো থাকবেন।