![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
মুন! আজ তোমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে। আমার কাছে এসো। আরো কাছে। আজ শুধু দু’জনে কথা বলবো। আর কারও দরকার নেই।
মিলনে মিলনে রাঙা হয়ে যেতে ইচ্ছে হচ্ছে। তোমার সেই ঠোট রাঙা হাসি দেখতে ইচ্ছে করছে। তোমার সেই কাঁপা কাঁপা স্বরের মিষ্টি কথা শুনতে ইচ্ছে করছে। আমি আর পারছি না জান। তুমি চলে এসো। মনে আছে সেদিন তুমি আমি জড়াজড়ি করে স্বর্গে চলে গিয়েছিলাম। আর তোমার আকাশের তারার মতো দুটি চোখ আমার দিকে তাকিয়ে ছিলো। এই স্মৃতি কি কখনও অতীত হতে পারে? আমাদের সব স্মৃতি বর্তমানের থেকেও অনেক বেশি বর্তমান, চিরন্তনের থেকেও অনেক বেশি চিরন্তন। তুমি আমার কাছে কখনও পুরোনো হবে না। আমরা দু’জন চির শিশু, চির কিশোর, চির যৌবনা, চির সুন্দর ও চির পবিত্র। আমাদের দুজনের অন্তরে যে একই আনন্দময়ী কথা বলেন। সেই আনন্দময়ী আজ মিলনের তেজে জেগে উঠে থর থর কাঁপছে। আজ আমরা নিত্যানন্দ সুখি।
আমি আর সহ্য করতে পারছি না। শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে। শুধু তোমার কথা ভাবতে ইচ্ছে করে। শুধু তোমাকে সুখি করতে ইচ্ছে করে। আমার সব কিছু দিয়ে তোমাকে সেবা করতে ইচ্ছে করে। আমি তোমারই। আমি চিরকাল তোমারি থাকবো। যেমন করে সব যুগে সব কালে আমি তোমার পাশে ছিলাম। ঠিক তেমন করেই কাল, মহাকালের বুকে আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো।
এই ছোট্ট জীবনীকালে আমি তোমায় পেয়ে ধন্য। তোমার আমার মিলনে স্বর্গও কেঁপে কেঁপে ওঠে। স্বর্গ আমাদের কাছে সুখ-শান্তি ভিক্ষা চাইবে। সমস্ত সুন্দর আজ তোমার দাস হয়ে গেছে। সমস্ত প্রকৃতি আজ তোমার মনের মতো করে সেজে উঠেছে।
তোমাকে ভালোবাসার জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। কিসের রাত? কিসের দিন? কিসের অবসর? আমি তোমাকে সবসময় পাশে রাখতে চাই। কিসের সকাল? কিসের বিকাল? কিসের রাত? আমি সবসময় তোমার সাথে মিলনের আনন্দে মেতে উঠতে চাই। তোমাকে দুরে রেখে আমার কোনো কাজ নেই। আমার সমস্ত কাজ তোমাকে ঘিরে। তোমার সাথেই আমি আমাকে খুঁজে পেয়েছি। আমরা দুজন কাছাকাছি এলেই সময় থেমে যাবে। যে জীবনে তুমি নাই- তার আবার জীবন কিসের? আমার জীবনের সমস্ত আনন্দ তুমি।
মুন! আকাশে নাকি গ্রেট মুন উঠেছে। সেই মুনও তোমার হাসির সামনে লজ্জা পেয়ে থেকে থেকে মলিন হয়ে গেছে। তুমি সমস্ত গ্রেটের থেকে গ্রেট। তুমি আমার সমস্ত উৎসাহের মূল। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। আমার সবখানে তুমি। শুধু তুমি। আমি আজ তোমাকেই পাশে চাই। এই পৃথিবী দিয়ে আমি কি করবো? এই মিথ্যে ছলনা দিয়ে আমি কি করবো? এই সমাজের শ্রেণী বৈষম্য দিয়ে আমি কি করবো? এই পলিটিক্স দিয়ে আমি কি করবো? আমার পৃথিবী তুমি সয়ং। তোমার পিছনে এই পৃথিবীর মহারাজা ঘুরে বেড়ান। তোমার অন্তরে স্রষ্টা কথা বলে ওঠেন। তোমার রাঙা পায়ের পাতায় সমস্ত প্রেমের পতাকা ওড়ে। তুমিই আমার দেশ। তুমিই আমার মহাদেশ। তুমিই আমার মাটি। তুমিই আমার আগুন। তুমিই আমার সব ঋতুর সৌন্দর্য্য।
তোমায় আমি কোনো উপমা দিয়ে সাজাতে চাই নি। তোমার কোনো উপমা নেই। আজ সব উপমা তোমাকে দেখে তাঁদের উপমা খুঁজে নিতে চাইছে। তুমি উপমার উপমা। মুন তুমি আমার জান। তুমি আমার জীবনীশক্তি। আমি তোমাতে বিভোর হয়ে আছি। আর কিছু আমার দরকার নেই। আমি শুধু তোমার সাথে মিলনের মাঝে থাকতে চাই। আমার সমস্ত শরীর আজ তোমার শরীরকে খুঁজছে। আমার বাহু আজ তোমাকে আলিঙ্গন করে ধরে রাখতে চাইছে। আমার ঠোট আজ তোমাকে কিস করতে চাইছে। তোমার সমস্ত শরীরে আমার কিস পড়ে আছে। আমি তোমার সমস্ত শরীরে কিস করেছিলাম। আমি চুমুতে চুমুতে তোমাকে ভরিয়ে দিতে চাই। সারাজীবন তুমি আমার সব সময়ের সংগী। আমি আর কিছু চাই না। আমি শুধু তোমাকে চাই। তোমার মাঝেই আমার সমস্ত বনভুমি, পাহাড়, নদী, সমাজ ও পরিবেশ। তুমি আমার রসায়ন। তুমিই আমার ফিজিক্স। তুমি আমার ম্যাথমেটিকস। আমার যা আছে আজ তার সবকিছু তোমার মাঝে হারিয়ে গেছে। তুমি আমি এক হয়ে একাকার হলেই পৃথিবীর সব কিছু জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা আমার কাছে শেরাব সুধা। তুমি কাছে থেকো কিন্ত। কখনও দুরে যাবার কথাও বলবে না। আমি তোমাতেই আমার সব অন্তরের মিল খুঁজে পেয়েছিলাম। সেই মিল দিয়েই সবার সাথে আমি মিলবন্ধন করে এগিয়ে আসছি।
সময়ের সাথে সাথে আমি তোমার খুব কাছে এগিয়ে আসি। আজ পৃথিবীর সর্বকালের সমস্ত প্রেমিক-প্রেমিকার সবটুকু প্রেম আমি আমার বুকে ধারন করে নিয়েছি। সমস্ত প্রেম দিয়ে আমি তোমাকে বেঁধে রেখেছি। আর তুমিও আমাকে বেঁধে রেখেছো। আমরা আর কোথাও যাবো না। এই অসুস্থ সমাজ ব্যবস্থার নোংড়ামির কাছে আমরা মাথা নত করবো না। আমাদের মনের চাওয়ার থেকে আমার আর কোনোকিছু গুরুত্বপূর্ণ না।
আমাদের মধ্যে গভীর প্রেম ছিলো বলেই আমরা সেক্স করে সর্বচ্চ মজা পেয়েছিলাম। সারাজীবন এই মজা হারাবে না। মনের সাথে মন এক না হলে প্রেমও হয় না, আর সেক্সও হয় না। আমি তোমার সাথে প্রতিদিন সেক্স করতে চাই। আমি তোমাকে কাছের থেকেও কাছে পেতে চাই।
মুন! তোমার সুরেলা-দরদী কন্ঠের গান আজও আমার কানে বাজে। আজ আমি তোমার সব গান শুনবো। তুমি আমি নিত্য নতুন সুরের গান গাইবো। এমন কিছু ডুয়েট গান আমরা তৈরি করবো যা শুনে পুরো বিশ্ব আনন্দে নাচবে। সবার প্রেমের মধ্যেই সেই গান আমরা দিয়ে দেবো। আমাদের সুখকে আমরা সবার মাঝে ভাগ করে দেবো। দেখো মুন! এই সুন্দর পৃথিবীতে মানুষ খুব বেশিদিন বাঁচতে পারে না। এই টুকু একটু জীবনের মধ্য থেকে যদি প্রেম কেড়ে নেয়া হয়, তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? কি হবে এই মিথ্যে সভ্যতার? কোনো সভ্যতাই প্রেম ছাড়া বাঁচে না। সভ্যতার জীবন হলো প্রেম। তাকিয়ে দেখো সমস্ত সভ্যতার দিকে। দেখবে সব সভ্যতাই তোমার আমার মতো কোনো কোনো যুগল প্রেম নিয়ে এসেছিলো। এই পৃথিবীর সুন্দর সব কিছুই নর-নারীর প্রেমের মধ্য থেকেই এসেছে। আমি তোমাকে সমস্ত সভ্যতার সবটুকু প্রেম দিয়ে বরন করে নিয়েছি। আজকের সব সভ্যতার সব প্রেম তোমাকে দিয়ে দিলাম।
মুন! তোমার আমার প্রেম বিশ্ব সেরা। সবদিক থেকেই আমাদের প্রেম সেরা। বিশ্বের সব থেকে সেক্সি পুরুষ আমি আর বিশ্বের সব থেকে সেক্সি নারী তুমি। আমাদের মিলনে আজ পৃথিবীর সব কিছু নতুন করে প্রাণ পাবে।
আমাদের প্রেম দিয়ে এ যুগের নারী-পুরুষরা আবারও নতুন করে প্রেম শিখবে। আমরা দুজন সব নর নারীর প্রেমের অলংকার হয়ে আছি। আমরা দুজন সব প্রেমভরা জুটির প্রেমের শিক্ষক। আমাদের সংসার দেখে সবাই মজা পাবে। সবাই আমাদের মতো হতে চাইবে। কে বলেছে সংসারে সুখ নেই? যে সংসারে প্রেম থাকে না সেটা সংসার না, সেটা হলো নরক। আর যে সংসারে প্রেম থাকে না তারপরও মিথ্যে প্রেমের অভিনয় করতে হয়, সেই সংসার হলো নরকের থেকে নিকৃষ্ট। সংসারের উপর ভিত্তি করে প্রেম হংয় না। প্রেমের উপর ভিত্তি করে যে সংসার হয়- সেটাই প্রকৃত সংসার। আমাদের দু’জনের সংসারে কোনো দিনও কোনো বিরহ আসবে না। আমরা দুজন বিরহ মুক্ত সুখি হয়েই সবাইকে প্রেমের পথ দেখিয়ে যাবো।
মুন! তুমি যে সংসারের স্বপ্ন দেখতে আমি আজ সেই সংসার গড়ে দেবার কাজে নেমেছি। এখন শুধু তুমি এলেই হয়। দু’জনে একসাথে জীবনের সমস্ত আনন্দকে ভোগ করবো। আমাদের জীবনের প্রতিটি দিনই হবে এক একটি নতুন নতুন স্বর্গে দিন কাটানোর মতো। তোমার হাসি আমার কাছে সমস্ত প্রকৃতির থেকেও রহস্যময় সুন্দর। তোমার কাছে আমি রহস্য শিখেছি। তাইতো মোনালিসার হাসিকে আমার কাছে ম্লান মনে হয়। আমার তুমি আছো। আর কিছু আমার দরকার নেই। গোল্লায় যাক সমস্ত কৃষ্টি কালচার। আমার কৃষ্টি কালচার হলো শুধু তোমায় ভালোবাসা।
তুমিই আমার প্রাণের বাঙালী। তুমি আজ সমস্ত বাঙালীর মডেল। তুমি আজ সমস্ত সুনাগরিকদের মডেল। তুমি আজ সব সভ্যতার সেরা মডেল। তুমি আজ সব নাইকাদের নাইকা। তুমি আজ সব রাণীদের মহারাণী। তুমি আজ সব সুন্দরের সেরা সুন্দর।
মুন! তুমিই স্থায়ী ভাবে মিস ইউনিভার্স। তুমিই স্থায়ী ভাবে মিস ওয়ার্ল্ড। তুমিই স্থায়ী ভাবে মিস এশিয়া প্যাসেফিক। তুমিই স্থায়ী ভাবে মিস ইসলাম। আমার সমস্ত চেতনা দিয়ে তোমাকে কাছে রাখার চেষ্টা করে যাবো। আমার সমস্ত কিছু দিয়ে তোমাকে বার বার কাছে ডেকে যাবো। আমার সমস্ত প্রেম দিয়ে তোমাকে জয় করে এনে আমার কাছে রেখে দেবো। কারও রক্ত চক্ষুকে আমি ভয় পাই না। আমার সমস্ত ভয় আজ দূর হয়ে গেছে। সেখানে শুধু একটি বাক্যই উচ্চারিত হচ্ছে আর তা হলো “আমি তোমাকে ভালোবাসি”।
আমি সারাজীবন তোমাকে আই লাভ ইউ বলে যাবো। তোমার প্রেমের হাজিরা খাতায় আমি কখনও ইয়েস ম্যাম বলিনি। আমি বলেছি আই লাভ ইউ। আমাদের সংসারের ভিত্তি প্রস্তর হলো আই লাভ ইউ। আমি তোমাকে নিয়েই এই পৃথিবীতে সংসার করবো। এবং সবাইকে বুঝিয়ে দেবো- প্রেমের থেকে বড় কোনো সত্যি নেই। আজ তুমি ছুটে চলে এসো জান। আজকে না আসো কোনো একটি “আজ” তোমাকে আমার কাছে নিয়ে আসবে। আমি সেই দিনের প্রতিক্ষায় থাকবো না। আমাদের প্রেমের সংসার আমি সমস্ত মানুষের ভালোবাসা দিয়ে হলেও সাজিয়ে ছাড়বো। তোমার কোন স্বপ্নই আমি অপূর্ণ রাখতে পারবো না। তোমার সব স্বপ্ন আমি সত্যি করে দেবো।
মুন! আমাদের প্রেম এতো বেশি কাঁদবে কেনো? সব কান্না আজ লাথি দিয়ে গুড়িয়ে দাও। তোমার প্রেমের তেজে তুমি আজ নিজেকে চিনতে শেখো। তোমার মাঝেই সকল প্রেমের তেজ লুকিয়ে আছে। তুমি যদি আজও সেই তেজকে প্রেমের আগুনে পরিনত করতে না পারো। তাহলে আরো দেরি হয়ে যাবে। তোমার শরীরের প্রতিটি অংশকে জিজ্ঞাস করে দেখো! তোমার মনের সমস্ত সুন্দরকে জিজ্ঞাস করে দেখো? দেখবে সবাই তোমার প্রেমেরই জয়গান গাইছে।
https://www.facebook.com/asif.ud