নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই একা আমি...খানিকটা পাগলামি...

কাবুলীওয়ালা

ভেবেছিলাম নিজেকে শুধরে নেব; ভুলে ভরা এই জীবনটাকে আবার না হয় আয়নাতে দেখব... হয়ত বেরিয়ে আসবে আপনার ঘুণপোকাটা! কিন্তু আজও আমি স্বীয় সত্ত্বাটাকে তাড়িয়ে বেড়ায়... আমি যেন এক বিবেকের কাবুলীওয়ালা... শুধু সুখের নিত্য নাটকটি ফেরি করি; দুঃখের কালো ছায়াটি মাড়িয়ে...

কাবুলীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

চেনা মুখোশ

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩





জীবনতরীটি ঠিকভাবেই চলছিল –

মাঝে মাঝে অলির

দেখা মিলছিল;

দক্ষিণা হাওয়া, পূর্ণিমার আলো

কিছুই অভাব ছিলনা সেক্ষণে।



অকম্সাৎ এক বসন্তে –

দমকা হাওয়া শুরু হল,

মনের গহীন কোণে কিসের

যেন টান পড়ল,

হৃদয়ের শিরা-উপশিরা

ছিঁড়ে গেল; ওষ্ঠের

কথামালা নিশ্চুপ হয়ে এল –

নূতন এক আত্নার

বাদ্য বাজল মনেতে!



দৃশ্যপট পাল্টে এল –

সমাজের মুখোশগুলো

ধীরে ধীরে জট খুলতে

শুরু করল বলে!

বিত্তের গৌরব; বংশের গর্ব,

ব্যক্তিত্বকে আড়াল করে

দিতে চায়; কুপের পানির

শ্যাওলা ব্স্মিৃতি পেতে থাকে!



স্বচ্ছ দরিয়ার জলে;

শ্যাওলা নাহি জন্মে –

পদ্মফুলের সৌন্দর্য

কাদায় না গোবরে!

যে তারা উঁকি দিয়ে

দিকের সন্ধান দেয়,

ছায়াপথও বুঝি তারে

অনুসরণ করে!



কুলহারা পথিক

পিপাসার্ত হৃদয়ে –

দাড়িয়ে রয়;

তবু একফোটা

বৃষ্টি নাহি ঝরে!





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +++++++++

২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

কাবুলীওয়ালা বলেছেন: ধন্যবাদ অপূর্ণ; আপনার ভাল লাগলো জেনে আমারও ভাল লাগলো।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

অদ্ভুত ভালবাসা বলেছেন: etodin por কাবুলীওয়ালা k chinte parlam...

৪| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৬:০৫

কাবুলীওয়ালা বলেছেন: ধন্যবাদ অদ্ভুত ভালবাসা; মানুষ চিনতে পারার মজাই অন্যরকম। আমাকে চিনতে পারার জন্য আপনাকে অভিনন্দন; আমি কিন্তু প্রায়ই আমাকে চিনতে পারিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.