নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই একা আমি...খানিকটা পাগলামি...

কাবুলীওয়ালা

ভেবেছিলাম নিজেকে শুধরে নেব; ভুলে ভরা এই জীবনটাকে আবার না হয় আয়নাতে দেখব... হয়ত বেরিয়ে আসবে আপনার ঘুণপোকাটা! কিন্তু আজও আমি স্বীয় সত্ত্বাটাকে তাড়িয়ে বেড়ায়... আমি যেন এক বিবেকের কাবুলীওয়ালা... শুধু সুখের নিত্য নাটকটি ফেরি করি; দুঃখের কালো ছায়াটি মাড়িয়ে...

কাবুলীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

সূরা-মুলকের Revision

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪





গতকালকে এশার নামাযের কিছুটা আগেই মসজিদে গিয়েছিলাম। কিছু করার ছিলনা বলে, মোবাইলের iQuran App-টিতে ‘সূরা-মূলক’ পড়ছিলাম। ঠিক ইকামত দেওয়ার আগে, ইমাম সাহেব নামাযে দাঁড়ানোর সময়ই সূরাটি শেষ করেছিলাম। সাধারণত সূরাটি তেমন একটা পড়া হয়না। বেশিরভাগ সময়ই ‘সূরা-ইয়াছিন’, ‘সূরা-রাহমান’, ‘সূরা-ওয়াকিয়াহ্’ পড়া হয়। কুরআন শরিফ নিয়মমাফিক তেমন একটা পড়া হয়না।



আজ হঠাৎ করেই ছোট মামা আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল। বয়সে মামা আর আমি প্রায় পিঠাপিঠি ছিলাম। গত মাসেও যখন দেশে ছিলাম, তখন মামার সাথে চাকরি নিয়ে প্রায় ঘন্টাখানেক কথা বলেছিলাম। সে সবসময়ই হাসিমুখে আমার কথা শুনত আর মুচকি হেসে প্রতিউত্তর দিত। আমি তাকে নিয়ে কিছুটা হতাশ ছিলাম। সে অনেক ভাল চাকরির অফার পেয়েও করেনি। কারও অধীনস্তে কাজ করতে তার ভাল লাগত না।



আজ যখন ছোট বোনটি sms-এ লিখল: “choto mama has just passed away” – তখন নিজেকে অনেক অপরাধী লাগছিল। মনে হচ্ছিল, আমিই বা বলার কে? যিনি উপর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনি যখন তাকে চাকরিতে ফেরাতে পারেনি। আর আমার আজ ‘সূরা-মূলক’ পড়ার রাত। প্রথমাংশের প্রায় অনেকখানিই মুখস্থ বলা চলে। sms-টা পেয়ে তক্ষণাৎ সূরাটির কথা মনে পড়ল। কেন হঠাৎ এত সূরার মাঝে কাল সূরা-মুলকটিই পড়েছিলাম, কিছুক্ষণের জন্য যেন খেয় হারিয়ে ফেললাম। আজ এই রাতে আমাকে আবারও বারবার তা আওরাতে হচ্ছে এই বিদেশভূমে। বোধ হয় শেষবার পড়েছিলাম গত বছর নানা মারা যাবার দিনে।



আমার ছোট মামা সবসময়ই নেপথ্যে থাকতে পছন্দ করত। ইংরেজিতে তাকে introvert বা unsocial বললেও বলা যেতে পারে। তারপরও আমার ছোটবেলার একটা বিশাল সময় কেটেছে তার সাথে। শেষের দিনগুলোতে কেমন যেন আনমনা হয়ে থাকত সে। এখন সবই স্মৃতি। তার এভাবে চলে যাওয়াকে অকাল প্রয়াণ বলতে চাইনা আমি। আজরাইল (আঃ) কাছে অকাল শব্দটির কোন মূল্য নেই। তিনি হুকুমের গোলাম; মালাকুত মওত। আমার ছোট মামার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসীব করেন; আমিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.