![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবেছিলাম নিজেকে শুধরে নেব; ভুলে ভরা এই জীবনটাকে আবার না হয় আয়নাতে দেখব... হয়ত বেরিয়ে আসবে আপনার ঘুণপোকাটা! কিন্তু আজও আমি স্বীয় সত্ত্বাটাকে তাড়িয়ে বেড়ায়... আমি যেন এক বিবেকের কাবুলীওয়ালা... শুধু সুখের নিত্য নাটকটি ফেরি করি; দুঃখের কালো ছায়াটি মাড়িয়ে...
নিশিরাত প্রতিদিন; যাই আসে মনে -
মন হয় ক্ষীণ, এই বুঝি আঁধারের বুকে
হব আমি লীন!
পৃথিবীর এত মায়া, এত স্নেহ
কাটাতে পারেনা কেহ -
সকলেরই আছে টান,
সব জীবেরই অধিক প্রিয়
নিজের আপন প্রাণ!
আমার এই মন দেইনা কিছুতে,
চলে যেতে কভু সায়;
তবুও তো মোরে চলে যেতে হবে
এ পৃথিবী ছাড়ি হায়!
স্মৃতি রবে মোর ক'জনার মনে,
যারা ছিল মোর খুব আপন -
দু'দিন পরে ভুলে যাবে সবই
নেবে না কভু স্মরণ!
তবুও তো মোর স্মৃতি রয়ে যাবে
কিছু কথা আর কবিতায় –
এমনি করে; হয়ত নীরবে,
নেব আমি চিরবিদায়!
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ++
চমৎকার লাগলো কবিতা ।
ভালো থাকবেন
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩১
সুমন কর বলেছেন: সত্য কিছু কথা। ভাল লাগল।
অ.ট. মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?
৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৩০
কাবুলীওয়ালা বলেছেন: সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভাই সুমন, মাফ করে দিয়েন - পড়ালেখার চাপে ব্লগ লেখা আর হয়ে ওঠেনা; মন্তব্যও তাই নিশ্প্রভ।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: বিদায়ক্ষণকে স্মরণ করে লেখা এ কবিতাটি ভাল লেগেছে।
তবুও তো মোর স্মৃতি রয়ে যাবে
কিছু কথা আর কবিতায় –
এমনি করে; হয়ত নীরবে,
নেব আমি চিরবিদায়! - ভাল কাজ রেখে গেলে মানুষ ভালবেসে স্মরণ করবে।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
কাবুলীওয়ালা বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভাল কিছু টুকিটাকি করছি বৈকি; বাকিটা আল্লাহর হাতে, তিনি চাইলে সবই পারেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯
টুম্পা মনি বলেছেন: নিশিরাত প্রতিদিন; যাই আসে মনে -
মন হয় ক্ষীণ, এই বুঝি আঁধারের বুকে
হব আমি লীন!
-চমৎকার ।
স্মৃতি রবে মোর ক'জনার মনে,
যারা ছিল মোর খুব আপন -
দু'দিন পরে ভুলে যাবে সবই
নেবে না কভু স্মরণ!
-বাস্তবতা! খুব কঠিন
তবুও তো মোর স্মৃতি রয়ে যাবে
কিছু কথা আর কবিতায় –
এমনি করে; হয়ত নীরবে,
নেব আমি চিরবিদায়!
-এই কবিতাগুলোই অমর করে রেখে দিবে। সুন্দর কবিতা।