নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই একা আমি...খানিকটা পাগলামি...

কাবুলীওয়ালা

ভেবেছিলাম নিজেকে শুধরে নেব; ভুলে ভরা এই জীবনটাকে আবার না হয় আয়নাতে দেখব... হয়ত বেরিয়ে আসবে আপনার ঘুণপোকাটা! কিন্তু আজও আমি স্বীয় সত্ত্বাটাকে তাড়িয়ে বেড়ায়... আমি যেন এক বিবেকের কাবুলীওয়ালা... শুধু সুখের নিত্য নাটকটি ফেরি করি; দুঃখের কালো ছায়াটি মাড়িয়ে...

কাবুলীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের স্মৃতি

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬

মানুষের মন বড়ই বিচিত্র। অনেকদিনের না দেখা, মনের অনুভূতিগুলোকে যেমন কঠোর বানিয়ে দেয়; ঠিক তেমনি কাছে পেলে মুহুর্তের পাওয়া অশ্রুসিক্ত নয়নে নিজেদের ভাবিয়ে তুলে। এ যেন আপনা হতেই নিজেদের জিজ্ঞাসা করা - এতদিন কোথায় ছিলেম! আজকের ক্ষণিক পাওয়াগুলোই একদিন হয়ত স্মৃতির চাদরে ঢাকা পড়ে যাবে। আর একসময় এই স্মৃতিগুলো সেই স্মৃতি হয়ে আমাদের আরও কিছুদিন চলার পথে পাথেয় হবে, সাহস জোগাবে। শুনেছি শক্তমনের মানুষেরা নিজেদের পুরোপুরি এক্সপোজ করেনা। আমি নিজেকে কিছুটা শক্তমনেরই মনে করি, তাই সবটুকু বলতে গিয়েও কিছুটা চেপে গেলাম।

কিছু স্মৃতি নাহয় চাপায় থাকল মনেতে,
কিছু নাহয় টলমলালো আখিঁপাতেতে।
নাইবা মেলল পেখম কিছু চাওয়াগুলি,
স্বপ্ন নাহয় দেখলাম কিছুগুলি...

স্মৃতির পাতাতে ধুসর যে দাগ পড়ে;
মনের কথায় আপনাতে ব্যথা বলে,
আমি নাহয় থাকলাম চুপটি করে -
ফের কেন অশ্রুরা কথা বলে।

কি জানি কি ভেবে নিশ্চুপ এই আমি,
মনের ভেতর হাজারটা পাগলামি।
হৃদয়ের টান, মনের আকুতি
মিলেমিশে একাকার -
থাকল না হয় মনের গহীনে
স্মৃতিরই স্মৃতিতে আমার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.