![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হট টপিক নিয়া ব্লগে কিছু লিখা আমার ভালো লাগে না। বাট গত দুদিন যাবত অনলাইনে সাকিব আল হাসানকে নিয়ে যা হচ্ছে, কিছু না লিখে থাকতে পারলাম না। এখানে যা লিখলাম,সেটা আমার পার্সোনাল উপলব্ধি, আপনার সাথে না মিললে আচ্ছা মত চুল্কায়া নেন।
প্রথমে একটা কথা পরিষ্কার শুনে রাখেন সবাই। ভরা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে কঠিন কঠিন খেলোয়ারদের সাথে আমি,আপনি, সাকিবের চৌদ্দগুষ্টি তুলে গালাগালি করা ঐ নির্বোধ কিংবা ত্যালত্যালে মুখের পাপন খেলে না, খেলে সাকিবই। জীবনে একবার সত্যিকার কাঠের বল হাতে নিয়া ধরসেন? বাপে একটা ল্যাপটপ বা মোবাইল কিন্না দিসে, সেটা গুতায়া সাকিবকে মনের সুখে গাইল দিয়া খুব আত্মতৃপ্তি পাচ্ছে- এইসব আবালের দৌড় এতটুকুই।
আমি কাল রাতে টিভিতে সাংবাদিকদের সাথে পাপনের কথা বলার স্টাইল দেখে অবাক হয়ে গেলাম! মনে হচ্ছে যেন সে সৎমা টাইপের কুটনি মহিলা,সৎ ছেলে সাকিবের উপর তার চেপে থাকা রাগ এই চান্সে বের করে দিচ্ছে! যার দায়িত্ব সাকিবকে প্রটেক্ট করা- তার কথার স্টাইলে কেমন শত্রু শত্রু ভাব!
জি ভাই সাকিব এরোগ্যান্ট, অভদ্র, আনপ্রোফেশনাল। তাকে আমি পার্সোনালি খুব একটা পছন্দ করিনা। তাও বলি, তাকে সামলিয়ে রাখতে হবে, তাকে ইউজ করে করে দেশের সুবিধা নিতে হবে। সাকিবকে হেইট করার লজিক কি? করলে দুর্নীতিবাজ মন্ত্রি,আমলাদের করেন যারা দেশের ক্ষতি করে! সাকিব কিছু উইকেট নিলে আর রান করলে কি বাংলাদেশের লাভ হয়না ক্ষতি হয়? দেশপ্রেম চ্যাগায়া উঠসে! নিজে কি করসেন দেশের জন্য?
আমার পার্সোনাল ফিলিংস যেটা তা হলো, জাতি হিসেবে সাকিবের মত বড় মাপের প্রতিভা হ্যান্ডেল করার ম্যাচিউরিটি আমাদের আসে নাই। বাইরের দেশে তাকিয়ে দেখেন। সুপারস্টাররা গর্জিয়াস মেয়েদেরকেই বিয়ে করে, তাদের লাইফস্টাইল হাইক্লাসের হয়, এটাই স্বাভাবিক। আমরা নিজেরা যেমন ফইন্নি টাইপ, চাই সাকিবও ফইন্নি টাইপ হয়ে বসে থাকুক! সাকিব পচিশ হাজার টাকায় ডিনার করলে আমাদের চুলকানি তো লাগবেই! অন্যদিকে রোনালদো,বেকহামরা কি গাড়ি ইউজ করে ঐটা নিয়ে লাফালাফি ঠিকই করি!
সাকিব দেশে ফিরে এসছে। এত ঝামেলা করে এতদূর গিয়ে আবার ফিরে আসার যন্ত্রণা আমরা কোনদিনই বুঝবনা। কোন পরিস্থিতিতে সে "আর বাংলাদেশের হয়ে খেলবো না" বলে ফেলেছে, সেটাও আমরা ভেবে দেখবো না। সুয়ারেজ কামড়ায়া অন্য খেলোয়ারদের মাংশ তুলে ফেললেও তারা তাকে অন্ধের মত ভালোবাসে, কারণ সে ছাড়া উরুগুয়ে পিস অফ শিট। আর আমরা, ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠা অনলাইন পত্রিকার লাল-নীল-বেগুনী খবর পড়ে সাকিবকে গালিদিয়ে দেশ উদ্ধার করি। পত্রিকা গুলার হেডলাইন পড়লেই মাথায় আগুন জ্বলে উঠে! শচিন-মুরালি এই দেশে জন্মাইলে বহু আগেই তাদের জায়গা হতো ডাস্টবিনে-আমি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। আচ্ছা, সাকিবের আচরণকি ভিরাট কোহলি থেকে খারাপ? সেকি মাঠে মিডল ফিঙ্গার দেখায় বা গালি দেয় সেঞ্চুরি মেরে? উত্তর যদি না হয় তো চুপ যান।
নেটে সাকিব আল হাসান লিখে সার্চ দিলে যা আসে- তা হলোঃ "সাকিব আল হাসান এর অশোভন আচরণ এর ভিডিও""সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির এর ঢং এর ভিডিও!!!"দর্শকের কলার ধরলেন সাকিব আল হাসান ""ক্রিকেটার সাকিব বিয়ে করছেন- আমাদের জাতীয় ভাবীর কিছু ছবি"- ক্যারে ভাই? এত তড়পানি ক্যান সাকিবের পিছে আঙ্গুল দিতে? সাকিবের বউয়ের পার্সোনাল ছবি শেয়ার করে বিকৃত আনন্দ নেয়া লোকরাই ধর্ষনের বিরুদ্ধে কিছু বললে "কলার খোসা তত্ব শোনায়"
সাকিব তামিমরা উদ্ধত বলবেন তো? যে দর্শক তাদের স্টার বানিয়েছে তাদের কিভাবে পিটায়,কলার চেপে ধরে বলবেন তো? আমি উত্তর দিচ্ছি। এই দেশের অর্ধ শিক্ষিত,টিন এজার বখাটে টাইপের পোলাপানদের স্বভাব যারা চিনে তারা জানে সেগুলো ভয়াবহ মানসিক বিকারগ্রস্ত প্রাণী ছাড়া কিছুইনা। গ্যালারী থেকে কিবাজে কথা বললে তামিম তেড়ে যায় বা সাকিবের বউকে কিরকম বাজে ইঙ্গিত করলে সাকিব পিটাতে যায়, আমি জানি, আপনারা অনুমান করতে পারেন। যাস্ট ফেসবুকেই গত কয়েকদিনে নেইমারের আহত হবার ঘটনায় কিছু মানসিক বিকারগ্রস্তের যেই লাফালাফি দেখলাম! তারা উল্লাস করছে! গ্যালারিতে বসে খেলোয়ারদের গালি দিয়ে তারা বিরাট পৌরুষ দেখায়, ফেসবুকে গালি দিয়া তারা লাইক কামায়।
অনেকে বলছে, দেশের চেয়ে খেলোয়ার বড় না, এক সাকিব গেলে কত সাকিব আসবে- আমি যদি বলি, যাস্ট শাট দা ফা* আপ? এক আশরাফুল আসার পর বাংলাদেশ জয়ের আশা দেখা শুরু করলো... দেন সাকিব তামিম মুশফিকরা আসার পর আমরা বড় বড় দলের সাথে জিতা শুরু করলাম। দেশ থেকে ভালো খেলোয়ার তাড়িয়ে দিলে কচু খেলবে বাংলাদেশ।
আকরাম খান-বোর্ডে ব্যাপক প্রভাব আছে তার। তার মৌখিক অনুমতি নিয়ে সাকিব দেশ ছেড়েছিলো। এখন সেটা যদি এনাফ না হয়, বোর্ডের উচিৎ না আকরাম খানের কান কটি থাপরায়া ফাটানো, তুই কে শালা অনুমতি দেবার? এখন বলিস যথেস্ট না? নিজেদের ভুল ডাকতে কেনো সাকিবের উপর দাবড়ানি?
সাকিব দলে থাকলে একটা বোলার, একটা ব্যাটসম্যান একটা ফিল্ডার পাওয়া যায়, যার উপর ডিপেন্ড করা যায়। সাকিব টাকার জন্যই খেললে জিম্বাবুয়ে সিরিজ খেলতো না আইপিএল বাদ দিয়ে। উনিশ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ টুর, তার আগে সেখানে লিগ খেললে কি লাভ হতো না ক্ষতি হতো? ক্রিকেট ক্যাম্পে অনুশীলন করে কি বা*টা ফালাবে কোচ? ম্যাচ প্র্যাকটিস আর নরমাল প্র্যাকটিসের মধ্যে কত প্রার্থক্য সেটা মাথায় একটু ঘিলু থাকলে বুঝা যায়।
অনেক কিছু বলতে ইচ্ছা করতেসে। ক্ষমতা থাকলে সাকিবকে-সাকিবের বউকে নিয়ে অশ্লীল গালাগাল করা প্রত্যেকটা আবালের যায়গা মত কাঠের বল ভরতাম। আপাতত একটাই রিকুয়েস্ট- যাদের মাথায় একটু ঘিলু আছে বা বিবেক আছে ভিতরে, ধৈর্য্য ধরে সাকিবের বক্তব্য শুনেন। আগেই জাজ কইরেন না। সাকিব আর কতদিন নিজের দেশের বোর্ড, নিজের দেশের মানুষের এরকম বিমাতা সুলভ অফেন্সিভ আচরণ সহ্যকরে দেখার বিষয়। না করলেও অবাক হব না। We are not ready yet to handle this type of genius.
২| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে পরশ্রীকাতর জাতি আমরাই। সাকিবের মালপানি দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে!
৩| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০
ই=এমসিস্কয়ার বলেছেন: সবার আগে বোর্ডের কর্মকর্তাদের বিচার চাই
আর যারা একপক্ষের মতামত শুনেই লাফাইতেছে অইগুলার কল্লা চাই
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১
ধাতবগোলক বলেছেন: সাকিব কিন্তু দেশে ফিরে সব ক্লিয়ার করার কথা বলেছে। তার আগেই জ্বলুনি শুরু হয়ে গেছে
৪| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
ফিলিংস বলেছেন: সাকিব ই সব করে, সোনা ধূয়ে পানি খান। এক জন বার বার আন্যয় করে, তাহলে সে খারাপ। চোরের ও চুরি করার কারন থাকে। দেশের প্রতি এদের কোন দ্বায় বদ্ধতা আছে। খালতে নেমে এদের আউট হওয়া দেখলে মনে হয় ১৬ কোটি মানুষ এদের নিয়ে আশায় বুক বেধে আছে।
1. সুয়ারেজ কামড়ায়া অন্য খেলোয়ারদের মাংশ তুলে ফেলে নিজের দেশের জন্য।এরা দেশ ছেড়েদেই।
2. সাকিব দলে থাকলে একটা বোলার, একটা ব্যাটসম্যান একটা ফিল্ডার পাওয়া যায়, যার উপর ডিপেন্ড করা যায়। কটা খেলাই জিতিয়েছে ???
3.আকরাম খান-বোর্ডে ব্যাপক প্রভাব আছে তার। তার মৌখিক অনুমতি নিয়ে সাকিব দেশ ছেড়েছিলো। এটা কোন ম্যাচিউরিটির লল্ষন। সে বি সি বি থেকে বেতন পাই। মৌখিক অনুমতি এসে কোথা থেকে।
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০
ধাতবগোলক বলেছেন: সাকিব দেশে ফিরে সে বলেছে-
"আকরাম খানের মৌখিক
অনুমতি নিয়ে খেলতে গিয়েছিলাম।
এটা একটা ভুল বুঝাবুঝি।দেশের
হয়ে খেলবনা এমন
কথা কাউকে বলিনি।কোনোরকম
তর্কে জড়াতে চাইনা।দেশের
হয়ে আরো ১০ বছর খেলতে চাই।
তালরে নারিকেল বানায়া পত্রিকায় দেয় আর আপনারাও সেগুলা পরে সাকিবরে গাইলাইয়া মজা লন।
৫| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬
রাজিব বলেছেন: সুয়ারেজের উদাহরণ আপনি দিয়েছেন। মেসি ও নেইমার বছরের ৯-১০ মাস স্পেনে খেলে বার্সেলোনার হয়ে। জাতীয় দলের খেলা থাকলে ৩-৪ দিন বা সর্বোচ্চ ৭ দিন আগে দেশে ফিরে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেয় আর খেলা হয়ে গেলে পরের দিনই চলে আসে স্পেনে।
মেসি নেইমারদের যদি বলা তোমরা টাঁকার জন্য স্পেনে খেলতে যাও কেন তাহলে কি রিএকশন আসবে সহজেই অনুমেয়। তারা খেলে স্প্যানিশ লীগে আর ইউয়েফা (ইউরোপ) চ্যাম্পিয়নস লীগে অনেকটা আইপিএল, সিপিএল এর মত। ক্লাব বনাম জাতীয় দলের খেলা নিয়ে সমস্যা, টানাহ্যাঁচড়া পৃথিবীর অনেক দেশেই ফুটবলে রয়েছে।
সাকিব সিপিএল এ খেললে আমাদেরই লাভ। এখন বর্ষা কাল বাংলাদেশে- ক্রিকেটের মৌসুম নয়। জাতীয় দলের খেলাও নেই। পরের খেলা ওয়েস্ট ইন্ডিজ সফরে এবং সেখানে সাকিব গেলে তো আমাদেরই লাভ। সাকিব সৎভাবে ওয়েস্ট ইন্ডিজে খেলে ২ টাঁকাই হোক আর ২ কোটি টাঁকাই হোক আয় করলে তাতে সমস্যা কি?
আমাদের দেশে আইপিএল নেই, কাউন্টি ক্রিকেট নেই। জাতীয় লিগের অবস্থা খুব আহামরি কিছু নয়। বিপিএল তো জুয়ার, ফিক্সিং এর অপবাদে জর্জরিত।
চলেন ভাই মেসি আর নেয়মারকে বয়কট করি কারণ তারা বছরের ৯-১০ মাসই বিদেশে থাকে।
৬| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১
রাজিব বলেছেন: সাকিব খেলতে নেমে তার সেরা খেলাটাই উপহার দেবার চেষ্টা করে আর এজন্যই তাকে আমরা এত ভালবাসি। আমরা নাহয় আবেগে ভালবাসি কিন্তু রেঙ্কিং কি আবেগ নিয়ে চলে? এই প্রথম বিশ্ব রেঙ্কিং এ আমরা একজন ১ নম্বর খেলোয়াড়ের দেখা পেয়েছি।
তেন্ডুলকার যেসব ম্যাচে সেঞ্চুরি পেয়েছে তার কতগুলোতে ভারত জিতেছে? গাভাস্কার ও কপিলদেব থাকার পরও ১৯৮০ এর দশকে ভারতের অবস্থা খারাপ ছিল।
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮
ধাতবগোলক বলেছেন: বিশ্বের দরবারে বলার মত একজন খেলোয়ার তৈরী হয়েছে গত দুই যুগে। সেটাও সহ্য হচ্ছে না।
৭| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩
রেজা সিদ্দিক বলেছেন: একমত।
নাবালক বোর্ড নিজেদেরই নিয়ন্ত্রণ করতে পারে না- দল চালাবে কেমনে?
ক্যারম বোর্ড আর ক্রিকেট মাঠ এক নয় এটা কামাল পাপন জানেন?
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
ধাতবগোলক বলেছেন: দাদা, বোর্ড যখন পলিটিশিয়ানরা চালায়, তখন আমরা কি আশা করতে পারি?
৮| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
শাহ আজিজ বলেছেন: এখানে ব্যাক্তিস্বার্থ / জেলাস জড়িত । পাপন কামালের দুইদিন আর সাকিবের চিরদিন । আল রাউন্ডার হিসাবে পৃথিবীতে সাকিবের নাম উঠেছে , ও হেলিকপ্টারে চড়ে !! বেটার সাহস কত ? পাপনের অনুমতির দরকার ছিল । যাহোক মনে হয় একটা দুর্যোগ আসছে আবার । আমরা অপরের ভালো দেখতে পারিনা কখনো ।
৯| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
েনভী ব্লু বলেছেন: মনে হচ্ছে যেন আমার কথা গুলোই আপনার লেখায় বেরিয়ে এল।
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬
ধাতবগোলক বলেছেন: ধন্যবাদ, সহমত প্রকাশের জন্য
১০| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০
ইমরান খান সবুজ বলেছেন: েনভী ব্লু বলেছেন: মনে হচ্ছে যেন আমার কথা গুলোই আপনার লেখায় বেরিয়ে এল।
ক্রিকেট ক্যাম্পে অনুশীলন করে কি বা*টা ফালাবে কোচ?
যেহেতু এখন বাংলাদেশের কোন খেলা নাই, সাকিব উইন্ডিজ যাক না বাল ফালাক, তাতে লোডা কামাইন্না আর পাপইন্নার কি?
১১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৮
রাজীব বলেছেন: একটা কৌতুক মনে পড়ে গেল।
শুনেছি জাহান্নামের যেই প্রকস্ঠে বাংগালীদের রাখা হয় সেখানে নাকি পাহারাদার লাগে না। কারন আমরা নিজেরাই আমাদেরকে টেনে নামানোর জন্য যথেষ্ঠ। (পুরো কৌতুকটি সবারই জানা)
আমরা এখন ঠিক সেটিই করছি। আমাদের মধ্যে কেউ যদি একটু ভালো হয়ে যায়। কোন কাজ করে বিখ্যাত হয়ে যায়। বা ভালো কিছু করে ফেলে। তাকে টেনে নামাতে আমাদের জুরি মেলা ভার।
আসুন ভাই সবাই মিলে টানাটানি করি!
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২
ধাতবগোলক বলেছেন: সেটাই। ধন্যবাদ, সহমত প্রকাশের জন্য
১২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫২
মুদ্দাকির বলেছেন: ভাই আমি আপনার পোষ্টের বক্তব্যের সাথে আন্তরিক ভাবে একমত। খালি পার্থক্য একটাই আপনি সাকিবকে তেমন একটা পছন্দ করেন না, আর আমি তারে খুবই পছন্দ করি।
এই পোষ্টটা লিখবার জন্য ধন্যবাদ !!! আর কেন যে আবাল গুলা সাকিবের সমালোচনা করে?????????
১৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২১
আমি তুমি আমরা বলেছেন: লেখকের সাথে সহমত। সাকিবের মত প্রতিভা হ্যান্ডেল করার মত যোগ্যতা এদেশের মানুষের এখনো হয় নাই।
১৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩১
রাতুল_শাহ বলেছেন: আশা করি কমবেশি সবাই আপনার কথার সাথে একমত হবেন।
ক্রিকেটারদের আগে আমাদের ক্রিকেট বোর্ডের জন্য কোচের দরকার।
১৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫
নির্বাক রূপক বলেছেন: সহমত। আমার আর নতুন করে কিছউ বলার নেই যা বলার তার সবকিছুই আপনার লেখায় চলে এসেছে। শুধু এইটুকু বলতে চাই, "যে দেশে গুনীর সমাদর নেই, সেখানে গুনী জন্মাতে পারেনা।"
১৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আপনার ফেইসবুক টাইমলাইনে লেখাটা পড়েছি । অনেকাংশেই সহমত তবে ভিন্নমতও আছে । কিছুদিন আগে সাকিব যখন তার শরীরের বিশেষ অঙ্গটি নিয়ে দর্শকের প্রতি কুরুচিপূর্ণ ভঙ্গি করলো , তারপর মিডল ফিঙ্গার প্রদর্শন, ভিআইপি বক্সে নিজের বউরে ডিফেন্ড করতে গিয়ে মানুষ পেটানো, বোর্ডের সাথে আগেও দু একবার ঝামেলায় জড়িয়ে পড়া--- একজন তারকার এতোসব নেগেটিভ বিষয়ে জড়িয়ে পড়াটা অনেক বেশি দৃষ্টিকটু । খেলার জগতে আমাদের সেলিব্রেটি সংখ্যা খুব কম । হয়তো অন্য দেশের দর্শকদের মত আমরা ততটা সহনশীল উদারও নই তাই সাকিবের আচরণ নিয়ে প্রশ্ন উঠেই যায় ।
দর্শক-সাধারন মানুষরাই তাকে ভালোবেসে অনেক বড় একটা আসন দিয়েছে । সত্যতা যাই থাক দেশের ক্রিকেট ছেড়ে অবসরের যে গুজবটা উঠেছিল সেটাতে তারও দায় অবশ্যই আছে । বোর্ডের চেয়ে সে নিজেকে বড় মনে করলে বোর্ডের অধিকার আছে তার বিরুদ্ধে স্টেপ নেবার ।
১৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০২
আবু শাকিল বলেছেন: কসমেটিক ব্যাবসায়ী কে নিয়ে আম আদমি র চুলকানী থাকা স্বাভাবিক।ভিতরে অন্য কিছু চলছে।অপেক্ষায় আছি আসল ঘটনা জানতে...
১৮| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৫২
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য। আর সাকিব!!!!!!!!!
১৯| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৪
সাধারণ মুসলমান বলেছেন: আল্লাহ যা করছে ভালো ৷ পাপন তার ক্রিয়ার প্রতিিক্রয়া অনুভব করবে ৷ আইন ভালো, কিন্তু হিংসা মহাপাপ ৷
২০| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৪
সাধারণ মুসলমান বলেছেন: আল্লাহ যা করছে ভালো ৷ পাপন তার ক্রিয়ার প্রতিিক্রয়া অনুভব করবে ৷ আইন ভালো, কিন্তু হিংসা মহাপাপ ৷
২১| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৯
ডি মুন বলেছেন: সাকিবকে হেইট করার লজিক কি? করলে দুর্নীতিবাজ মন্ত্রি,আমলাদের করেন যারা দেশের ক্ষতি করে! সাকিব কিছু উইকেট নিলে আর রান করলে কি বাংলাদেশের লাভ হয়না ক্ষতি হয়? দেশপ্রেম চ্যাগায়া উঠসে! নিজে কি করছেন দেশের জন্য?
২২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
েনভী ব্লু বলেছেন: আমরা যতই চিল্লা ফাল্লা করে গলা ফাটাই কেউ যেন আমাদের কথা শুনার নাই! তবে বলে রাখছি আমরা সত্যিটা বলে যাবই, কেউ কেয়ার করুক আর নাই বা করুক।
২৩| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩
তাসজিদ বলেছেন: না সাকিব কে শাস্তি দেয়া উচিৎ হয়নি। কোচকে গালি গালাজ করার জন্য award দেয়া উচিৎ ছিল।
২৪| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩২
ফিলিংস বলেছেন: লেখক বলেছেন: বিশ্বের দরবারে বলার মত একজন খেলোয়ার তৈরী হয়েছে গত দুই যুগে। সেটাও সহ্য হচ্ছে না।
----এ জন্য একটা কাজ করেন পা উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হাটেন। সাকিব তো একটাই ওর জন্য না হয় একটু উল্টা হয়লেন।
২৫| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০২
সোহানী বলেছেন: সহমত... এভাবে নিজের দেশের সম্পদ নস্ট করছি.. ধিক্ আমাদের.......
কিছু ব্লগারের কমেন্টস্ দেখে হতাশ হচ্ছি... তারা সাপোর্ট না করে উল্টো বলছে। একবার ও কি বলেন না এই শাস্তির পিছনে কত বড় প্রতিশোধ স্পৃহা কাজ করেছে পাপনের। সবাইকে সত্য জানার অনুরোধ রইলো। যদি কিছু বলতেই হয় তাহলে যারা দেশকে ধ্বংস করছে তাদের বলেন... সাকিব আমাদের দেশের কি ক্ষতি করেছে???? রাগ করে কয়টা কথা বলেছে বা কয়টা শয়তানের বাচ্চারে ধরে পিটাইছে.... তাইলে আপনাদের এতো রাগ কেন তার উপর???
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯
আলিমুজ্জামান বলেছেন: একমত অাপনার সাথে। নিজেরা তো পারবে না,,,,তাই যারা পারে তাদেও টেনে নামাবে।