নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল বচন

ধাতবগোলক

জন্মেছি যখন চিহ্ন রেখেই যাবো....

ধাতবগোলক › বিস্তারিত পোস্টঃ

আসুন ঘড়ে বসে মুড়ি চাবাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৭

- এইটপাশ নেত্রী পড়াশুনার মূল্যকি বুঝবে? সে তো এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিবেই

- ৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলনে হাসিনাও কিন্তু এসএসসি পরীক্ষা হইতে দেয় নাই

- ভাই নিজেদের পোলাপান তো ঠিকই মালোয়েসিয়ায় যায় পড়াশুনা করতে ... দেশের মানুষের পড়াশুনা লাগে না, নাকি?

- তুই হাম্বা ...তুই হাম্বা ... X((

- তুই ছাগু তুই ছাগু ... X(



... ...



- বাসে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ মেরে এইটা কি টাইপের আন্দোলন? বিএনপি সন্ত্রাসীদল

- এই যে দেখ ব্যাটা ছাত্রলীগ আগুন দিতে গিয়ে ধরা খাইসে (নিউজ লিংক)

- ছাগুর ঘরে ছাগু এই যে দেখ শিবিরের পোলা গণধোলাই খাইসে আগুন দিতে গিয়া (নিউজ লিংক) ছাত্রদল নেতা বোমা বানাইতে গিয়া নিজেই ফুইট্টা গেসে (নিউজ লিংক)

- তুই হাম্বা তুই হাম্বা ...X((

- তুই ছাগু তুই ছাগু ...X((



... ...



- ৫তারিখ সমাবেশ করতে দিলে কি এমন ক্ষতি হইতো? সরকারই তো বিএনপির সমাবেশ হইলেই সারাদেশ নির্লজ্জের মত বন্ধ করে দেয়

- হ, বিএনপি জামাতিদের সমাবেশ করতে দিক আর তারা দেশে অরাজকতা চালাক ...

- তো এখন দেশে কি হইতেসে?

- বেটা তুই ছাগু ...X((

- তুই কি মানুষ না হাম্বালীগ...X(



... ...



- ভাই আপনি গণতন্ত্র নিয়ে এত কান্না কাটি করেন কেন? বিএনপি জামাত নির্বাচনে অংশ না নিলে আপনার এত জ্বলে কেন? আপনি কি চান দেশে জংগি ফিরে আসুক, পাকিস্তান হয়ে যাক দেশটা?

- আচ্ছা ভাই, আওয়ামীলীগ নিজেরাই একবার জামাতিদের সাথে নিয়ে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করে, আবার তারাই ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে তত্ত্বা বধায়ক সরকার বাদ দিয়ে দেয়। আচ্ছা, আওয়ামীলীগ কি কখনো সোনা মুখ করে বিএনপির আন্ডারে নির্বাচনে যেত? প্লিজ এইটার আন্সার দেন?

-তুই ছাগু তুই ছাগু ...X(

- তুই হাম্বা তুই হাম্বা ...X((



... ...



- ভাই আপনারা এই আন্দোলনকে মানুষের জন্য আন্দোলন বলেন? কষ্টটাকি মানুষের হচ্ছে না?

- ওই তুই বেশি বুঝস? দেশের মানুষের ভোটের অধিকার সবচেয়ে বড় অধিকার!! এই জন্য একটু স্যাক্রিফাইস করতেই হবে...

- ভাই ক্ষুদিরাম মাস্টারদা সূর্যসেনরাও তো বিপ্লব করসে। তারা তো নিজের জীবন বাজি ধরে ক্ষমতাশীল ইংরেজদের উপর আক্রমণ চালাইতো ... আপনারা এইরকম কাপুরুষের মত ঘুমন্ত মানুষের গায়ে আগুন দেন কেন? পারলে আপনাদের সব নষ্টের গোঁড়া আওয়ামীলীগের কোন মন্ত্রী মিনিস্টারের গাড়িতে আগুন দেন! নাকি তলে তলে নিজেদের মধ্যে লেনদেন চলে আর বাইরে আমপাব্লিক বাঁশ?

- ওই হারামি তুই মানুষ না হাম্বা ...X((

- তুই ছাগু ...X(

... ...



এইভাবে প্রতিনিয়ত যুক্তির বদলে যুক্তি দেয়া হচ্ছে ... যুক্তিতে আটকে গেলে দলকানারা শুরু করে গালাগালি ... আর বাকিরা ফুল-লতাপাতা নিয়া ব্যাস্ত ... কিন্তু বাস্তবতা হলো এদিকে বাবার সাথে ছুটি কাটিয়ে ফেরার পথে আগুনে পুড়ে মারা যাচ্ছে কিশোরী মেয়ে ... ক্ষুদ্র-মাঝারী শিল্প-ব্যাবসায়ীরা স্বর্বসান্ত হয়ে পথে বসে যাচ্ছে ... দেশের শিক্ষা ব্যাবস্থা ভেঙ্গেচুড়ে যাচ্ছে ... আতংকে মানুষ ঘরে আটকে আছে ...নিজেদের স্বার্থের জন্য এক বিন্দুও ছাড় দিতে রাজী নয় দুইটা ঘাড় ত্যাড়া দলের চিপায় পড়ে সাধারণ আমপাব্লিক হয়ে আপনি কিন্তু "লাত্থি মারি তোদের মুখে, থাকমু না এই বালের দেশে" এইটাও বলতে পারবেন না কারণ একশ্রেণীর বালছিড়া সুশীল এসে তখন আপনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবে!



তারচেয়ে বরং চুপচাপ ঘরে বসে টিভিতে পুড়ে যাওয়া মানুষ দেখতে দেখতে ‪#‎মুড়ি‬ চিবান, নিরাপদে থাকুন।।







মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০১

মিতক্ষরা বলেছেন: তৃতীয় পক্ষের হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

ধাতবগোলক বলেছেন: তারা তৃতীয়পক্ষের নাম শুনলেই হেগে দেন :#

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২১

এস. এস. নয়ন বলেছেন: ভাল লিখেছেন ভাই ++++++++

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪

মঞ্জু রানী সরকার বলেছেন: ভালো লেগেছে

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম লাইনটা ভাল লেগেছে,খালেদা জিয়া, জেএসসি লেখাপড়ার কি বোঝে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.