নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কাছে জীবন মানে ক্ষণিক সুখে অপরকে ভুল না বোঝা।

অসিত কর্মকার সুজন

আমার আকাশে আমি ধ্রুবতারা।

অসিত কর্মকার সুজন › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক কথোপকথন পর্ব- ৩

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১০




শুরুতেই ফিলিংস জাগেনি । এরপর ৫/৬ দিনের মাথায় সত্যিকার অর্থেই তোমার জন্যে তোমার জন্য কিছু একটা অনুভব করেছি... প্রতিটি মানুষের ভালবাসার ধরণ একদম তার নিজস্ব । কারো সাথে কারো মিলবে না । যা মিলে যায় সেটা হলো ভালোবাসা । বয়সের সাথে সাথে পরিপক্কতা আসলেও কিছু জায়গায় তা থাকে না বা থাকতে নেই।তোমার সাথে কথা বলতে বলতে তোমার কাছে এসেছিলাম আর তোমাকেও ভালো বেসেছিলাম। বিগত কিছু সময় গু্লো ভালোই ছিলো আমার জন্যে।

ভালোলাগা যেহেতু আমার প্রথমে ছিলো তোমার প্রতি সেহেতু প্রস্তাব আমাকেই দিতে হবে বলেছিলে ( মনে আছে নাকি কি জানি না ) । প্রস্তাব যখন দিলাম ততদিনে আমার জন্য তোমার অনুভুতি শেষ ।

শুনো তোমার জন্য আমার অনুভূতি থাকবে সবসময় । ভালোবাসায় যেমন জোর খাটে না তেমনি ভারী কথাও যায় না ।

তুমি তোমার যায়গায় একদম ঠিক আছো । আমি শুধু আমার অনুভূতি জানালাম । আবারো বলছি তোমাকে ভালোবাসি । কিছুকথা হয়তো কথোপকথনের সময় দিয়েছিলে সেগুলো হবেনা মনে হয় আর । কারণ , নেশা হয়তো কেটে যাছে তোমার ।

আচ্ছা শুনো যেদিন সকালে ঘুম থেকে ওঠা লাগবে আগের দিন একটা মেসেজ দিয়ে দিও ,মিসকল দিয়ে দেব ( যদি তুমি চাও তবে ) । পরীক্ষার পরে কথা হবে এর মাঝে তোমার সমস্যা হোক চাচ্ছি না্‌ ।

ন্যাকামো লাগতে পারে তোমার কাছে কিন্তু , অনুভূতি গুলো আমার একান্ত .যেখানে মিশে ছিলে তুমি .. তোমাকে ভালোবাসি পিচ্চি ।

আচ্ছা তোমার বন্ধু হিসাবে থাকতে পারবো তো ? তোমার সাথে কথা বললে আমি আমার সারাদিনের অনেক মানসিক যন্ত্রণা ভুলে যেতাম । যদি উত্তর দাও তবে পুরো কথাগুলোর দিও , তোমার সময় মতো করে ।



এতো বড় একটা মেসেজ ওকে পাঠিয়ে নিজেকে একটু হাল্কা করার জন্যে খুব কাছের ছোটভাই সমতুল্য এক বন্ধুকে একই মেসেজ দিয়ে তাঁকে সব বললাম । সে বলল ..

দাদা , লিখাটা পড়লাম।
লেখাটা কার জন্য কাকে উদ্দেশ্য করে?আমার সাথে মিলে যাচ্ছে কেন এভাবে ?

কাহিনী একই ,আমার ক্ষেত্রেও তাই মিলে গেলো আর কি এখন থেকে ভালো বন্ধু শুধু এটাই । শুধু বলেছি যতো যাই হোক আমাকে অবহেলা করো না । মেসেজ এর উত্তর গুলো দিও। আমি সামলে নেবো আমি আস্তে আস্তে , আর কিছু তো বলার নাই ।

তোমার জীবন কি ওর জন্যে নাকি ?
তোমার লাইফ তোমার । থাকে কিছু দুর্বলতা যা সামলানো যায়না ।

আচ্ছা , আজকে তিতির এসেছিলো কবিতার ক্লাসে ?

হুম , আর এজন্যেই তুমি যাওনি ক্লাশে জানি তাও । সব জায়গায় তিতির কে এড়িয়ে চলতে পারবে ?

আমি যেতেও চাচ্ছি ,আবার চাচ্ছি না । আবৃত্তি শিখে কি হবে আমার ,সেটা বলো ? সে জন্যে বাদ দেবো ভাবছি ।

তাহলে বাদ দাও ।আমারো মন ভালো নেই ।
আমরা প্রতি শুক্রবার বিকেলে আড্ডা দিবো
একসাথে । ওরা ক্লাস করে করুক নিজেদের মতো করে ।

হুম... সেটাই ভালো হবে ... আমি ভাবলাম ক্লাসে না গিয়ে গল্প লিখা শুরু করি , কি বলো ?
আমিও লেখালেখিতে ডুবে যাবো
কল্পনার জগতে থাকবো কিছুদিন
বাস্তব জগতটা আজকাল খুব অবিশ্বস্ত লাগছে ।

ভালো বলছো ...
অনেকদিন লিখালিখিকরি না
আমিও , দাদা ।
তোমাকে দেখে বোঝাই যায় না তুমিও আমার মত ভালো নেই । তুমি খুব ভালো অভিনেতা , আর আমি শুধু বার বার ধরা পড়ে যাই।

এটাই আমার সমস্যা ,কাওকে কিছুই বুঝতে দেয় না আবার কেউ বুঝতেও চায় না ।তোমাকে বললাম কারণ কবিতা ক্লাশে একমাত্র তোমার সাথে একটু বেশী সখ্যতা ছিলো , তাই বললাম । আর তুমিও লিখালিখি করো তাই , ভাবলাম লেখকের দুঃখ লেখক ছাড়া কে বুঝবে ? হুম আমি আমার জীবনের কোন দুঃখই কাউকে বলতে চাই না । সবাই হাসি আনন্দের এই আমাকেই চিনুক , জানুক ।

দাদা আজকে তোমাকেকে আরেকটু কাছের মনে হচ্ছে। নিজের মত কাউকে পাওয়া গেলো
আমার ভীষণ মন খারাপ হয়েছিল, আবৃত্তিতে সবাই যাবে আমি একা হয়ে যাবো
এখন কিছুটা ভাল লাগছে। একজন ভালো বন্ধু পাওয়া গেলো ।

আমিও আসলে তুমি যাবে দেখেই যাবো বলছিলাম । পরে বাসায় এসে আর ভালো লাগছিলো না।কান্না করতে মন চাইছে ... কিন্তু না আমার চোখের জল এতো সস্তা না । সুবিধা অসুবিধায়য় আছি পাশেই । শুধু এক মাস চার দিনের স্মৃতি গুলো মাথা থেকে যেতে সময় লাগবে । কিন্তু ভোলা যাবেনা , বুঝলে ছোট ভাই ? হা হা হা হা ।

চোরে চোরে খালতো ভাই তাই এখন ভালোলাগছে বুঝলা তুমি

বাহ , ভালোই তো একটা খালাতো ভাই পাইলাম মজা তো লাগারই কথা ।


পূর্ববর্তী পোস্ট - কাল্পনিক কথোপকথন পর্ব- ২
পূর্ববর্তী পোস্ট- কাল্পনিক কথোপকথনে পর্ব- ১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.