নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছিব চৌধুরী

"তুমি পারবে, যদি তুমি বিশ্বাস কর তুমি পারবে" ফেইসবুক লিঙ্কঃ facebook.com/casive স্কাইপিঃ asive.papon ইমেইলঃ [email protected] আমার ব্যক্তিগত ব্লগ লিঙ্কঃ http://casive.ekhabor.com

আছিব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদে নতুন সব জামদানি পণ্য নিয়ে রূপকথা জামদানির আয়োজন

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭



















রূপকথা জামদানি ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নতুন পণ্য সংগ্রহ করেছেন। আর এই পণ্য গুলো আপনি চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে পছন্দ করে অর্ডার করতে পারেন এবং তা ঘরে পৌঁছে যাবে। এই জন্য আপনাকে http://rupkothajamdani.com/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। ইতিমধ্যে বেশ সাড়া জাগানো এই হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে শুধু মাত্র অনলাইনেই নয়, রূপকথা জামদানি চট্টগ্রামে নিজেরা শোরম দিয়েছে। কিভাবে অর্ডার করবে, কিভাবে টাকা লেনদেন করবে এই সব বিষয় জানতে চাইলে রূপকথা জামদানির প্রতিষ্ঠাতা শারমিন রাবেয়া জানান,



অর্ডার প্রক্রিয়াঃ ওয়েবসাইটে গিয়ে দেখে সঠিক ভাবে মেসেজ করতে হবে পণ্যের কোড ও এলবাম এর নাম সহ, নাম, ঠিকানা, ইমেইল এড্রেস , ফোন নাম্বার।



লেনদেন প্রক্রিয়াঃ ব্যাংক একাউন্ট এ অথবা বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানো যাবে। টাকা পাঠানোর পর রূপকথার জামদানির পক্ষ থেকে সিল ও সাইন সহ ১টি ইনভএচ পাবেন।



ব্যাংক একাউন্ট এর বিস্তারিতঃ

রুপকথা জামদানি

একাউন্ট নাম্বারঃ ২৯৪৭

ইসলামি ব্যাংক

সিডিএ ব্রাঞ্চ, চট্টগ্রাম।





রূপকথা জামদানি ওয়েব সাইটঃ http://rupkothajamdani.com/

ফেইসবুকে রূপকথা জামদানি সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://www.facebook.com/Rupkotha.Jamdani



ঠিকানাঃ রূপকথা জামদানি, ২য় তলা, সানমার স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: চরম।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

আছিব চৌধুরী বলেছেন: ধন্যবাদ :)

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১

বহুরুপি জীবন বলেছেন: ভাই জানিনা এটা আপনার নিজের বিজনেস কিনা । নিজের হলেও রাগ করবেন না। আপনি যদি মানুষ না ঠকান তাহলে রাগের কিছু নাই। আমি অনলাইনে শাড়ি কিনে ধরা খেয়েছিলাম সেটা সবাইকে জানাতে চাই ।

আমি অনলাইনে সুন্দর শাড়ি দেখে শাড়ি কিনেছিলাম । তারা আমাকে বলেছিল পাড় সহ শাড়ি মানে পাড়ে কাজ আছে, এবং ছবিতেও তাই দেখা যাচ্ছিল । কিন্তু কেনার পর শাড়ি হাতে পাবার পর দেখলাম পাড় এ কাজ আছে কিন্তু সেটা আচলের কাছা কাছি কিছুটা অংশ । বাকি অংশ প্লেন অথাৎ শাড়ি পরার পর পায়ের উপর ঝুলের যে পাড়ের অংশটুকু সেখানে কোন কাজ নেই ।

সেই জন্য অনলাইনে শুধু শাড়ীর ছবি দেখে শাড়ি কিনবেন না । সেলার এর কাছে ভাল করে জেনে নেবেন, দরকার হলে একি শাড়ীর আরও ছবি দিতে বলবেন । স্পেশালি জিগাসা করবেন ঝুলের দিকের পাড়ে ৮ হাত কাজ আছে কিনা । আমি নিচে একটা তুলনা মুলক ছবি দিলাম । ১ নং শাড়ি টা ঠিক আছে । ২ নং শাড়ি টাতে প্রতারনা করা হয়েছে।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১০

আছিব চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, না ভাই বিজনেস আমার না, তবে একটা আপুর, উনি নিজেই উদ্যোক্তা, আপনি চাইলে উনাদের শোরমে যোগাযোগ করতে পারেন, আশা করছি সাড়া পাবেন, শাড়ি বা অন্য কোন পন্যে কোন ধরনের ত্রুটি থাকলে ফিরত নিবে অবশ্যই সেইটা বিবেচনায় থাকবে ভাই :)
ভালো থাকবেন।

৩| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর ছবিগুলো, দেখে ভালো লাগলো।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

আছিব চৌধুরী বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.