নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছিব চৌধুরী

"তুমি পারবে, যদি তুমি বিশ্বাস কর তুমি পারবে" ফেইসবুক লিঙ্কঃ facebook.com/casive স্কাইপিঃ asive.papon ইমেইলঃ [email protected] আমার ব্যক্তিগত ব্লগ লিঙ্কঃ http://casive.ekhabor.com

আছিব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদে থাকছে রূপকথা জামদানির বিশেষ আয়োজন

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩০





ঈদকে কেন্দ্র করে প্রথম বারের মত চট্টগ্রামের রূপকথা জামদানি আয়োজন করতে যাচ্ছে "ঈদ বিক্রয় উৎসব" ঈদ বিক্রয় উৎসবে থাকছে চমৎকার সব ডিজাইনের দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জামদানী পণ্যের শাড়ি,জামা, পাঞ্জাবি, ওড়না, ব্যাগ সহ ইত্যাদি পণ্য। কাস্টমারদের ঈদের স্পেশাল অফার এবং মূল্য ছাড় পেতে ভিজিট করতে হবে চট্টগ্রামের রূপকথার জামদানি শো-রূমে এবং লক্ষ রাখতে হবে এছাড়া রূপকথা জামদানি ফেসবুক ফ্যান পেইজওয়েবসাইটে , মূলত সামনে ঈদকে কেন্দ্র করে ঈদ বিক্রয় উৎসব উপলক্ষে রূপকথা জামদানিতে থাকছে দারূণ সব অফার এবং বিশেষ মূল্য ছাড় !!



কথা হলে রূপকথা জামদানির প্রতিষ্ঠাতা শারমিন রাবেয়া জানান রুপকথার ঈদ কালেকশনে এবার মুসলিম ধর্মের কাস্টমারদের চেয়ে অন্যান্য ধর্মের কাস্টমারগণ বেশি ভীড় করছেন। বিক্রিও ভালোই হচ্ছে এবং মহিলাদের চেয়ে তুলনামূলক পুরুষ কাস্টমারদের সংখ্যাই বেশি। তিনি আরও বলেন নিজের দেশকে ভালবেসে নিজ দেশের ঐতিহ্য আমাদের রক্ষা করা সবার একান্ত দায়িত্ব ও কর্তব্য।



দেশের ঐতিহ্য বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং তিনি বলেন জামদানি শাড়ি, নকশীকাঁথা এবং ফজলি আম এখন আর আমাদের ঐতিহ্যের অংশ নেই, কারণ ভারত ইতিমধ্যে এই সকল পণ্যের আন্তর্জাতিক স্বত্ব নিয়ে নিয়েছে। এই পণ্যগুলো বিশ্বে এখন ভারতীয় পণ্য হিসেবে পরিচিতি পাবে। তারা স্বত্ব করে নিলেও আমরা জানি এগুলা আমাদের পণ্য, আমাদের ঐতিহ্যের অংশ। এখন তারা ইলিশের স্বত্ব নেবার চেষ্টা করতেছে। যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম কাজ হচ্ছে আমাদের দেশিয় পণ্যগুলো চিহ্নিত করা এবং তা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার ‘Geographical indication (GL)’ আইনের অধীনে নিবন্ধন করা। এ সকল পণ্যের মধ্যে রয়েছে ঢাকার ‘জামদানি শাড়ি’, ফরিদপুরের ‘নকশীকাঁথা’,চাঁদপুরের ‘ইলিশ’, রাজশাহীর ‘ফজলি আম’, বগুড়ার ‘দধি’, সুন্দরবনের ‘মধু’ সহ আরও অনেক পণ্য। মনে রাখবেন, এই ঐতিহ্য আমাদের এবং এটির রক্ষা করাও আমাদের দায়িত্ব ও কর্তব্য, সো আমাদের ঐতিহ্যকে আমাদেরই বাঁচাতে হবে।



শারমিন রাবেয়া আরও বলেন, রূপকথা জামদানি থেকে ঘরে বসে পণ্য সংগ্রহ করতে চাইলে রূপকথা জামদানি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে পন্য পছন্দ করুন এবং ঘরে বসেই আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করুন, অথবা চাইলে আমাদের ফেইসবুক ফ্যান পেইজে ও মোবাইলে অর্ডার করতে পারেন, আপনার কাংখিত স্থানে পণ্য পোঁছে যাবে।



রূপকথা জামদানি ওয়েবসাইটঃ http://rupkothajamdani.com/

রূপকথা জামদানি ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Rupkotha.Jamdani

রূপকথা জামদানি কাস্টমার কেয়ারঃ ০১৯১১ ১২৩ ১৩৪

রূপকথা জামদানি শো-রূমের ঠিকানাঃ ১ম ফ্লোর, সানমির স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.