নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছিব চৌধুরী

"তুমি পারবে, যদি তুমি বিশ্বাস কর তুমি পারবে" ফেইসবুক লিঙ্কঃ facebook.com/casive স্কাইপিঃ asive.papon ইমেইলঃ [email protected] আমার ব্যক্তিগত ব্লগ লিঙ্কঃ http://casive.ekhabor.com

আছিব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখছি (কিছু করার)

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

স্বপ্ন দেখছি অনেক কিছুইঃ



** একটি হাই স্কুলের ল্যাবরেটরি উন্নয়ন, চেয়ার-টেবিল, কেমিক্যাল, মাইক্রোস্কোপ, কিছু বিজ্ঞানের বই, শিক্ষকদের ট্রেনিং, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ইত্যাদি সংরক্ষন করবো।

** স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরী প্রতিষ্ঠা করবো ও পত্রিকা নিয়মিত করা।

** একটি প্রাইমারী স্কুলে মুক্তিযুদ্ধের ও দেশের কবি, সাহিত্যিকদের কিছু বড় বড় ছবি, দেশের মানচিত্রের দিব।

** একটা কম্পিউটার ম্যানেজ করে দিব (স্কুলে) ও ট্রেনিং।

** গ্রামের পাঠাগারের জন্য বেশ কিছু বই কিনবো, বই পড়াতে উৎসাহ প্রদান।

** গ্রামের স্কুলে মাঝে মাঝে মেডিক্যাল ক্যাম্পইন ও কম্পিউটার বিষয়ক ক্লাস নিব।

** গ্রামের স্কুল ও কলেজ গুলোতে বিজ্ঞান শিক্ষার উন্নতি ও প্রসার এবং বিজ্ঞান ভীতি দূর করার জন্য বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কর্মশালা করবো।



## কিভাবে শুরু করবো, কবে করবো, কই পাব টাকা, কে দিবে টাকা, আরও কত কত ভাবনা।



এরই মধ্যে অনেক গুলো কাজ শুরু করে দিয়েছি, চলছে ইনশাল্লাহ চলবে। তবে এই স্বপ্ন গুলোর সব গুলোই পুরুন করতে হবে আমাকে, এই স্বপ্ন গুলো আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। চেষ্টা আছে, বাকীটা সবার সাহায্য ও সহযোগিতা এবং আল্লাহ্‌ ভরসা।



একজন আজাইরা ও অলস মানুষের চিন্তা ভাবনা, অযথা আপনি বিরক্ত হবেন না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.