নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছিব চৌধুরী

"তুমি পারবে, যদি তুমি বিশ্বাস কর তুমি পারবে" ফেইসবুক লিঙ্কঃ facebook.com/casive স্কাইপিঃ asive.papon ইমেইলঃ [email protected] আমার ব্যক্তিগত ব্লগ লিঙ্কঃ http://casive.ekhabor.com

আছিব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রুপকথা জামদানির নতুন উদ্যোগ

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯





হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জামদানী পন্য অনলাইনে কেনা-বেচা করছে চট্টগ্রামের রুপকথা জামদানি নামে একটি প্রতিষ্ঠান। বিগত দিনে সাফল্যের সাথে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে খুব সহজে মানুষের দ্বার ঘোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নানান সময় নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে রুপকথা জামদানি।



সম্প্রতি রুপকথার জামদানি ১ম বারের মত একটি উদ্যোগ গ্রহন করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী জামদানির জামা , ফতুয়া , পাঞ্জাবি কাস্টমাইজ করে দিচ্ছে।



ক্রেতা চাইলে পছন্দ মত জামার ডিজাইন এবং রঙ বলে দিতে পারবেন এবং রুপকথা জামদানি কতৃপক্ষ আপনার পছন্দের জামদানির পোশাক পৌঁছে দিবে দেশের যে কোন প্রান্তে আপনার ঠিকানায়, এছাড়াও বিশেষ একটি অফার অব্যাহত রেখেছে, অনালাইনে দেশের যে কোন প্রান্ত থেকে জামদানি পণ্য অর্ডার করলে ডেলিভারি খরচ অক্টোবর পর্যন্ত একদম ফ্রী :)



উদ্যোক্তা শারমিন রাবেয়া জানান,

কেও চাইলে আমাদের চট্টগ্রামের রুপকথা জামদানি শো-রূমে এসেও পন্য সংগ্রহ করতে পারবেন। চাইলে ঘরে বসে আমাদের ওয়েব সাইট (http://rupkothajamdani.com/) অথবা ফেইসবুক ফ্যান পেইজ (https://www.facebook.com/Rupkotha.Jamdani) গিয়ে পন্য পছন্দ করে সঠিক কোড ও নং জানিয়ে আমাদের মেইল অথবা ফোন (+8801911-12 31 34) করলেই সারা দেশের যে কোন প্রান্তে পৌঁছে যাবে আপনার কাংখিত পন্য।



রুপকথা জামদানি শো-রূমের ঠিকানাঃ ১ম ফ্লোর, সানমির স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

নতুন বলেছেন: ভাল উদ্দোগ... +

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

নিরব বাংলাদেশী বলেছেন: ভাল উদ্যগ কিন্তু সাইটে আর একটু যত্নবান হওয়া উচিৎ, add to card কাজ করে না, product detail দেখা যায় না, product এর কোন কোড বা নাম্বার ও পেলাম না। দাম ডলার এবং টাকা দুটোই থাকলে দেশি, প্রবাসী সবার জন্যই উপকার হোতো

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:



দারুন উদ্যোগ +++
প্রিয়তে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.