নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছিব চৌধুরী

"তুমি পারবে, যদি তুমি বিশ্বাস কর তুমি পারবে" ফেইসবুক লিঙ্কঃ facebook.com/casive স্কাইপিঃ asive.papon ইমেইলঃ [email protected] আমার ব্যক্তিগত ব্লগ লিঙ্কঃ http://casive.ekhabor.com

আছিব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পূজায় রুপকথা জামদানির বিশেষ আয়োজন

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০১





এইবারের পূজাকে সামনে রেখে দেশীয় ঐতিহ্য বাহী জামদানি হউক আপনার পছন্দের কেনা কাটার পণ্য। চট্টগ্রামের রুপকথা জামদানি ঈদের পর পূজায়ও এনেছে বেশ কিছু নতুন সংগ্রহ। এছাড়াও ক্রেতাদের নানান সুবিধা নিয়ে ভাবছে সব সময়।



ইতিমধ্যে রুপকথা জামদানি থেকে এমন ঘোষণা এসেছে যে অক্টোবর মাস পর্যন্ত দেশের যে কোন প্রান্ত থেকে ক্রেতা অনলাইনের রুপকথা জামদানি ওয়েব সাইট (http://rupkothajamdani.com/) ও ফেইসবুকের ফ্যান পেইজের (https://www.facebook.com/Rupkotha.Jamdani) মাধ্যমে সঠিক পণ্য সিলেক্ট ও কোড দিয়ে অর্ডার (ফোন +8801911-12 31 34) করলে পৌঁছে যাবে কোন প্রকার জামেলা ছাড়াই ক্রেতার বাসায় ও ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই ক্ষেত্রে বিকাশ অথবা ব্যাংক একাউন্ট হবে টাকা লেনদেন করার মাধ্যম।



জামদানি পণ্য সকল ধর্মের মানুষেরই পছন্দ, জানতে চাইলে রুপকথা জামদানির প্রতিষ্ঠাতা শারমিন রাবেয়া জানান মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের মতই অন্যান্য ধর্মের নানান ধর্মীয় উৎসবে আমাদের কেনা-বেচা বেশ ভালোই। ঐতিহ্য বাহী পণ্য ও বিলাস বহুল পণ্য যাই বলুন না কেন, এক সময় হারিয়ে যেতে বসেছিল আমাদের এই গর্ব করার মত দেশীয় জিনিস। তবে সেইখান থেকেই তুলে এনে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই রূপকথা জামদানির মূল উদ্দেশ্য। এছাড়াও কাস্টমারদের ভালো লাগা ও নিজেদের মত কাস্টমাইজ করার সহ, কালার পছন্দ, ড্রেস এর ডিজাইন বানানো সহ নানান কাজ করে যাচ্ছে রুপকথা জামদানি।



ভবিষ্যতে আরও ভালো পণ্য ও রকামারি ডিজাইন এবং মন মাতানো সব ছাড় ও বিশেষ অফার নিয়ে ক্রেতাদের দ্বার ঘোড়ায় সব সময় থাকবেন রুপকথা জামদানি। শুধু মাত্র কেনা বেচাই শেষ নয়, বরং মানুষের কল্পনাকে আরও সহজে বাস্তবে রুপান্তর করা, বিলুপ্তের পথে সৌন্দর্য পূর্ণ জামদানি পণ্য সবার মাঝে জাগিয়ে তোলা, দেশের জিনিসের প্রতি দেশের মানুষদের শ্রদ্ধাভোদ ও ভালো লাগা জাগিয়ে তোলা সহ নানান কাজ করে যাচ্ছে চট্টগ্রামের রুপকথা জামদানি।



কাস্টমার কেয়ারঃ +8801911-12 31 34

রুপকথা জামদানি শো-রূমের ঠিকানাঃ ১ম ফ্লোর, সানমির স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.