নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

জামাতের পিটিশনে ৯০ হাজার সিগনেচার আর আমাদের পিটিশনে ২৭ হাজার সাইন। সব জায়গায় কি আমাদের হার হবে?

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

জামাত শিবিরের পক্ষে করা পিটিশনে সাইন হয়েছে ৯0 হাজার আর বিচারের পক্ষের পিটিশনে সাইন হয়েছে 27 হাজার । আর মাত্র 3 /4 দিন বাকি। যে যতটা পারেন করেন। এইখানেও হারতে মন চাইছে না। যদি মন চায়তো 5 টা মিনিট সময় দেন এখানে । যাষ্ট একটা একাউন্ট করে সাইনটা করেন। বিস্তারিত এখানে-

ফেসবুক ইভেন্ট পেজ Click This Link



Click This Link



এর পরেও না বুঝলে এখানে শিখিয়ে পড়িয়ে দেয়া হয়েছে।



Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

মদন বলেছেন: আমার প্রথম প্রশ্ন- কেন????????????????????
৭১ এ যে আমেরিকা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলো, তাদের নৌবহর পাকিস্তানের পক্ষে পাঠিয়ে দিয়েছিলো সেই আামেরিকার কাছে সাহায্য চাইতে হচ্ছে যুদ্ধোপরাধের বিচারের জন্য?????

এর থেকে হাস্যকর, দু:খজনক এবং দ্বিমুখীনীতি আর কি হতে পারে?

সরাসরি পাকিস্তানের কাছে সাহায্য চাওয়া হোক রাজাকর বিচারে...

অদ্ভুত....

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

আশমএরশাদ বলেছেন: আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আপনার কথায় যুক্তি আছে। তারপরেও যেহেতু পিটিশন করেছে সে জন্য বলেছিলাম।
আপনার দেশ প্রেমের জন্য সাধুবাদ। ----

২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

বুমবুম বলেছেন: হাহাহা জামাত ২ নাম্বারি কইরা সাইন বাড়াইছে!বিস্তারিত এইখানে...
Click here

৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

রওনক বলেছেন: সাধু সাবধান

৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

আশমএরশাদ বলেছেন: @মদন
ডিবি লটারী করার রেকর্ডে আপনার নাম দেখা যাইতেছে।

৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

নীলপথিক বলেছেন: মাফ করবেন, আমি সাইন করিনি, আমার কাছে এই পদ্ধতিটিই আজগুবি মনে হয়েছে। আমাদের দেশের বিচার আমরাই করবো। অন্য কাউকে সই করাবার প্রয়োজন দেখছি না। আমেরিকার কাছে জামায়াতের ২ লাখ সাক্ষরও যদি যায় সমস্যা কোথায়? আমাদের জনসংখ্যা যে ১৬ কোটি, সে তথ্য আমেরিকার কাছে আছে।

৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

যোগী বলেছেন: এখানে আমাদের কয়েকটা লিমিটেশন ছিল

১। আমাদের পক্ষে বেশ কয়েকটা পিটিশন সাইট খুলে পাবলিককে কনফিউজ্ড করে দেওয়া হয়েছে। আমি নিজে দেশে বিদেশে কয়েকজনের সাথে কথা বলে ব্যাপারটা জানতে পারি।

২। জামাতিদের পক্ষে সব যায়গায় আ্যরাবরা পর্যন্ত কেমপেইন করছে।


সবচেয়ে বড় কথা আমেরিকা সেই কাজটাই করবে যেটা তাদের জন্য ভালো হবে। আমেরিকা যদি মনে করে বাংলাদেশে রাজাকারদের বাঁচিয়ে রেখে তাদের সুবিধা হবে। তাহলে তারা যে কোন মূল্যে সেটাই করার চেষ্টা করবে।


তাছাড়া সিআইএ ঠিকি জানে কেমনে কি ভাবে কাদের পক্ষে কত সাইন হচ্ছে।

৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

যোগী বলেছেন: @আশমএরশাদ আপনি সম্ভবত খুব ভালো একটা জিনিশ খেয়াল করেছেন ;)

৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

মদন বলেছেন: ডিভি তে আমার নাম আছে কি নেই সেটি নিয়ে পরে আসছি, আগে বলেন পাকিস্তানের কাছে যুদ্ধোপরাধের বিচার চাইওয়া যাবে কি যাবে না??

এবার বলি-
ডিভি লটারীর ডাটাবেজ দেখার সুযোগ থাকলে দেখে নিতে পারেন, আবেদন করা তো দূরের কথা তাদের ইনপুট বক্স্ে আমার নামটা পর্যন্ত একবারের জন্যও টাইপ করা হয়েছে কি না।

কখনও জীবনের হুমকিতে না পড়লে দেশ ছেড়ে কোথাও যাবার নূন্যতম ইচ্ছা আমার নেই।

বুয়েট/মেডিকেল/ইত্যাদি পাশ করার পরেও কেউ যখন বলে দেশ আমাকে কি দিয়েছে?? চললাম আমেরিকা, সেখানের সিটিজেনশিপ নিতে গর্ববোধ করে, তারাও রাজাকার ছাড়া আর কিছুই নয়..

৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

টুনা বলেছেন: আমেরিকার কাছে পিটিশন করে কোন লাভ নেই। তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে কারো সাথে আঁতাত করতে পারে। আমাদের বিচার আমরাই করব।এটাই ফাইনাল। রাজাকারমুক্ত বাংলাদেশ চাই।
ধন্যবাদ।

১০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

তাইলেকি বলেছেন: @যোগী, আপনার সাথে এই ব্যাপারে একমত।

১১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: চোর অফিসারের বাড়ি টাকা বেশী-ই থাকে, সৎ অফিসার থেকে।

১২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

মাঞ্জু বলেছেন: টুনা বলেছেন: আমেরিকার কাছে পিটিশন করে কোন লাভ নেই। তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে কারো সাথে আঁতাত করতে পারে।

সহমত।

আমেরিকাকে ছাড়াই দেশ স্বাধীন করেছি। রাজাকারের বিচারও করব।

১৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

আশমএরশাদ বলেছেন: @ মদন
আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আপনার কথায় যুক্তি আছে। তারপরেও যেহেতু পিটিশন করেছে সে জন্য বলেছিলাম।
আপনার দেশ প্রেমের জন্য সাধুবাদ।

১৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

ভাল মন্দ বলেছেন: ২ টা আইডি তে কিছুখন দেখলাম, জামাত এর পক্ষে রিফ্রেশ দিলে ভোট অনেক বেরে যাইতেসে, আর জামাত এর বিপক্ষে রিফ্রেশ দিলে ভোট বাড়তেসে না।
বুজতে পারছি না ওদের ভোট কে দেয়?

১৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

করোনী বলেছেন: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এক প্রশ্নের জবাবে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে সরকারের কয়েকজন মন্ত্রীদের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, এ দলটি একটি শিক্ষিত রাজনৈতিক দল। সংসদে তাদের প্রতিনিধিত্ব আছে। শাহবাগের গণআন্দোলন সম্পর্কে তিনি বলেন, এটা সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের বহিঃপ্রকাশ। পিটিশন করে কোনো লাভ নেই ।

১৬| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মদন বলেছেন: সবচেয়ে ভালো বুদ্ধি হলো নিজ দেশে জনমত তৈরী। যে দিকে জনমত তৈরী করবেন সেদিকেই কাজ হবে। গনতান্ত্রিক দেশের এটিই হলো সবচেয়ে সুবিধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.