![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মুহুর্তে জামাতকে নিষিদ্ধ করা যাবে কিনা, যুদ্ধপারাধের বিচার এবং জামাত নিষিদ্ধ একই সাথে করার মত সামর্থ বর্তমান মাজাভাঙ্গা সরকার রাখে কিনা সেটা অনেক আলোচনার দাবী রাখে। কিন্তু জামাত নিষিদ্ধের বিষয়টি নিয়ে "জামাত নিষিদ্ধ হোক এটা যারা চায়না "তারাও এটাকে ইস্যু বানিয়ে রাজনৈতইক ফায়দা লুটার চেষ্টা করছে ।
জামাতকে নিষিদ্ধ করলে আওয়ামীলীগ ধবংস হয়ে যাবে এ কথা বলার মধ্য এক ধরনের চতুরতা আছে। আওয়ামীলীগের 23 বছরের চুড়ান্ত কর্মসুচী মুক্তিযুদ্ধ শেষ করে কি সে ধবংস হয়ে গিয়েছিল? যুদ্ধাপরাধীর বিচার করার ফলে কি ধবংস হয়ে গিয়েছে? এ সব বাদ দিলেও আওয়ামীলীগের বড় প্রতিপক্ষ বিএনপির কথাই ধরি। বিএনপির এমন কি আদর্শ বা এজেন্ডা আছে যেটার কারণে তারা ঠিকে আছে? তারাতো আওয়ামীলগের ভুলের উপরই ঠিকে আছে। আওয়ামীলীগ এক একটা ভুল করবে আর সেটাকে পুঁজি করে তারা বক্তব্য সাজাবে। তাহলেতো একটা চেইন ধবংস অনিবার্য- জামাত নিষিদ্ধ হলে আওয়ামীলীগ ধবংস হয়ে যাবে আর আওয়ামীলীগ ধবংস হলে বিএনপিও ধবংস হয়ে যাবে। লাভটা কার হবে কি জানি?
বিএনপির নিজস্ব কোন এজেন্ডা ,সুদুরপ্রসারী পরিকল্পনা বা রাষ্ট্রীয় শক্ত কোন আদর্শকে প্রতিষ্টার কোন এজেন্ডাই তাদের নেই। আমি অন্তত পরিস্কার নই তাদের সংগ্রামের মুল লক্ষ্য কি। (জামাত ইসলামী রাষ্ট্র চায়, আওয়ামীলীগ সেমি সেকুলার রাষ্ট্র চায়, বাম দল গুলা সমাজতন্ত্র চায়, কিন্তু বিএনপি কেমন চায় সেটা তারাই ভালো জানে। নাকি শুধু ক্ষমতায় যেতে পারলেই বাঁচে ।) তাহলে তারা কিভাবে এখনো এত জনপ্রিয়? আর আওয়ামীলীগ যে শুধু জামাত কেন্দ্রিক রাজনীতি করে না সেটার প্রমাণ হলো তারা ভিশন 21 দিতে পেরেছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসুচী দিয়েছে। পুরনো দল হলেও এডভান্স এজেন্ডা তারাই সুচিত করেছে। অন্যদল গুলো এখন কেবল সেটাকে অনুকরণ করবে শুধু।
বিএনপি কি জামাতকে নিষদ্ধ করবে? যদি তা নাই করে তাহলে একই অপরাধে একজন দোষী অন্য জন বেখসুর খালাস পাবে কেন? রাজাকার যুদ্ধাপরাধী প্রশ্নে এখনো যদি 10 পারসেন্টও আশা করা যায় সেটাতো আওয়ামীলীগ থেকেই, অন্তত মুক্তিযুদ্ধ পন্থী অন্যকোন রাজনৈতিক দল উত্থানের আগ পর্যন্ত।
আগামীবার বিএনপি ক্ষমতায় আসলে "জামাত নিষিদ্ধ করা হোক এই দাবী তুলে একটা মিছিল ও কেউ করতে পারেন কিনা দেখেন যারা আজকে এত সরব।
বাংলাদেশের রাজনীতির চুড়ান্ত সত্য হলো পতিত হইতে হলে সরকারে যাওয়া আর ক্ষমতায় যাইতে হইলে ৫ বছর বিরোধীদলে থেকে জ্বালাও পোড়াই করা জেল ঝুলুম সহ্য করে যাওয়া।
©somewhere in net ltd.