![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার্নিভাল মোড শেষ হলে ওদেরও শুনশান দুপুর নেমে আসবে। সে পর্যন্ত মুক্তিযুদ্ধ পন্থিদের ধৈর্য্য ধরার প্রয়োজন আছে।
ওদের টাকা আছে এবং জামাত বিএনপি সহযোগীতা করেছে তাই হয়তো লোক বেশী। তাছাড়া সারা বাংলাদেশ থেকে তারা লোক সংগ্রহ করেছে। তাহারা শাহবাগ আন্দোলনব কারীদের শাহবাগী বলে । আমি কিন্তু তাহাদের মতিঝিলবাগী বা শফি বাগী বলতেছি না। কোটি কোটি টাকার বাজেটে এমন হওয়া অস্বাভাবিক নয়। বাংলা লিকসে টেলিফোন কনভারসেশন শুনলে বুঝবেন উনাদের প্রস্তুতি কত গভীর। গুগল ড্রাইবের অডিও লিংকটা মোবাইলে নিয়ে শুনতে পারেন।
http://www.facebook.com/Bangla.Leaks.page
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পিলাচ
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
শাহীন উল্লাহ বলেছেন: শাহবাগীদের নিশ্চয়ই সরকার একদিন আগে থেকে সব পরিবহন বন্ধ করে দেয় নি??????????
আর ধর্মপ্রান মানুষের কাছে নাস্তিকরা অতি নগন্য ????
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২
বিষন্ন পথিক বলেছেন: ঐগুলা নিজের বাপ, মার খেদমত করসে কিনা, পরিবারের হেফাজত করে কিনা সন্দেহ, আসছে ইসলাম হেফাজত করতে।