![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিডিয়ার বিদ্রোহে সরকার জড়িত হতেন যদি-
#নিহত সেনা অফিসারের নামের তালিকায় গোলাম আজম পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর নাম থাকতো।
#সাবেক আইজিপি নুর মোহাম্মদ এর মেয়ের জামাই ক্যাপ্টেন মাজহার না থাকতো।
#ভুমিধ্বস বিজয়ের ৫০ দিনের মাথায় না হতো।
#সরকারের আরো ১০১ প্রকারের দমনের স্কোপ ছিল। যেখানে এক কলমের খোঁচায় ৫০ জনকে বরখাস্ত করা যায়, খাগড়াছড়ি পাঠানো যায়। পদ থেকে বরখাস্ত হওয়া মাত্রই তারা আমি বা আপনার মতো সাধারণ ।
#নিহত সেনা অফিসারের মধ্যে ৫৫ জন প্রগতিশীল রাজনৈতিক পরিবারের সদস্য। সরকার বিরোধী ছিলেন না।
আসলে এ সব নিয়ে যা বলা হচ্ছে তা মনের মাধুরী নিয়ে বানানো ফেন্টাসী গল্প। কিছু তথ্য জোড়া দিয়ে বিশ্বাস যোগ্য গল্প বানানো এখন অনেক সহজ কাজ। উইকিলিকস এ যা দেয়া আছে সে গুলা হলো রাষ্ট্রদুতের তার বার্তা- তিনিও সেখানে কাউকে দায়ী করে কিছু বলেন নি। হাওয়ায় ভাসা নিউজ গুলাকে তিনি জানিয়ে রেখেছিলেন রুটিন দায়িত্ব হিসাবে।
বাম- জামাত -শিবির অথবা ফেসবুক সেলিব্রেটি হতে চাওয়া চিংকুদের তথ্য যাচাই করুন।
২| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আয়রন ম্যান বলেছেন: গোলাম আজম পুত্র তখন সম্ভবত দেশে ছিলো না।
৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
প্রভাষ প্রদৌত বলেছেন: একদম ঠিক বলেছেন , এদের ধরে ধরে পাকিস্তানে পাঠানো উচিত .............
৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
স্বাধীকার বলেছেন:
........আমি কলা খাইনা!!!!!
৫| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: র ভালই ট্যাকা ঢালতেছে!!!
প্রোপাগান্ডা মেশীন অনেকগুলান চালু হইছে আতকা কইরা
কিন্তু জনমত তাতে বিন্দুমাত্র বদলাবে না।
আর জোর করার পরিণাম স্বৈরাচার উপাধী।
স্বৈরাচারের পরিণতি দুনিয়াজোড়া একই। ঘৃণা র্ঘনা আর ঘৃনা।
৬| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন
- কি ঘটেছিল সেদিন দরবার হলে?
তিন পর্বে।
Part 1
Click This Link
part2
Click This Link
Part 3
Click This Link