![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১২ সালে দলের স্থায়ী কমিটির এক বৈঠকে মোবাইল ফোন অন রাখায় হাতে নাতে ধরা খান দলীয় চেয়ারপারসনের কাছে ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া। রফিকের অপর প্রান্তের নাম্বারটি পরে পরীক্ষা করে দেখা যায় সেটা গণভবনের নাম্বার। তারপর থেকেই দলের কোণঠাসা হয়ে ছিলেন তিনি। আলোচনায় আসে তার আওয়ামী লীগ সম্পৃক্ততার বিষয়টি।
সাবেক বামপন্থী ছাত্রনেতা #এড : শিমূল বিশ্বাস বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী। এসরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে অনেক আলোচনা ছিল তাকে নিয়ে। ২০১১ সালের ডিসেম্বরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে একটি গোয়েন্দা সংস্থা কলম সদৃশ্য ইলেক্ট্রনিক চিপযুক্ত কলম উদ্ধার করে। পরে তদন্ত কমিটি এর জন্য শিমূল বিশ্বাসকে দায়ি করে রিপোর্ট দেয়।
খবরের সত্য মিথ্যা যাচাই একান্তই পাঠকের- কারণ এই দেশে খবরের অভাব নেই।
বিস্তারিত Click This Link
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
নীলনদ বলেছেন: বিশ্বাস করলাম !!!!